![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরীক্ষা (Exam)
...................Krisna Komol Das
রাত র্নিঘুম আমি একা,
বই নিয়ে বসে থাকা।
বইয়ের সাথে হয় না চোখাচোখি,
বই তোমায় চেয়ে থাকি।
তুমি হয়ত আছো মুখবুকে
না হয় আছো গভীর ঘুমে।
আমি আছি ভাবনার সমুদ্রে,
ভাবনা সব পরীক্ষা ঘিরে।
পরীক্ষাগুলো ভীষন বেহায়া,
বার নিয়ে আসে প্রেমহীন মায়া।
--------------------------
কবে আসবে মুক্তির সূর্য?
আমি যে আজ ব্যাকুল নিঃস্ব,
র্নিঘুম রাত চাই না আর,
চাই যন্ত্রনাময় পরীক্ষার হার।
©somewhere in net ltd.