![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাক তুই ভালো
......................কৃষ্ণ
থাক তুই ভালো।
আমি জানি তোর
ভালো শিশিরের মত।
ভালোবাসা সূর্যের
না হয় সহ্য শিশিরের।
থাক তুই আধারে,
শীতের দীর্ঘ রাতে।
কেউ নেই তোর পাশে
শীতল ক্লান্ত আধারে।
থাক তুই অদৃশ্য
পৃথিবীর কালো বুকে
তোমার বিপরীতে আছি,
অামি সূর্য নিয়ে।
যদি লাগে আলো,
মন থেকে ভালোবেসো
তারপরও থাক তুই ভালো।
©somewhere in net ltd.