![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ ছেকা না খাইলে কি হতো?
অনেক কিছু হতো। পৃথিবী কিছু সফল সাহিত্য কর্ম তৈরি হতো না। মানুষ বুঝতেই পারতো না যে বিচ্ছেদের মধ্যেও অনেক বড় অনুপ্রেণরা থাকে। আমার মনে হয় প্রতিটা কষ্টের গানের পিছনে থাকে কারো না কারো কষ্টের তীব্র বহিৃপ্রকাশ। ঠিক কবিতা, গল্প , উপন্যাস সব ক্ষেত্রেই এমন টা ঘটে। তাই মনে হয় সৃষ্টিকর্তা কিছু সৃষ্টিশীল মানুষদের এমন কষ্ট দিয়ে থাকে যাতে তারা সমগ্র সৃষ্টিকে কিছু দিয়ে যেতে পারে ।
আমি বলবো তাই কষ্ট পান , কিন্তু কষ্টে জর্জরিত না হয়ে সেই কষ্টকে প্রেরণা হিসেবে নিয়ে পৃথিবর জন্য কিছু করে যান।
পৃথিবী আপনাকে মনে রাখবে।
ধন্যবাদ
©somewhere in net ltd.