![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলি তোর অপেক্ষায়
.................................. কৃষ্ণ
তুমি হারাবে কোথায় বলো,
আমায় সাথে নিয়ে চলো।
আমি আছি বৃষ্টির মাঝে,
তুমি আসো কদম সাজে।
তুমি ভালোবাসায় দাও সায়,
মন যেন তোমায় খুজে পায়।
আকাশ আজ মুক্তির পথে,
তুমি চলো না আমার সাথে।
বৃষ্টি আজ কাঁদছে সুখে,
ভালোবাসা দেখে তোমার চোখে।
কাঁটা ছাড়া ফুল অপূর্ণ,
সমস্যা ছাড়া প্রেম শূন্য।
চলে এসো ভূলে দ্বিধা,
আমি তোমার প্রেমে ফিদা।
উৎসর্গ : #Loopy
১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৩
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩০
অতঃপর হৃদয় বলেছেন: খারাপ না।