![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রং
…………………কৃষ্ণ
আলোকিত আকাশ পূর্নিমার চাঁদে,
চলো তুমি আমি যাই ছাদে।
চাঁদের আলোয় জ্বলছে নুপুর,
তোমার প্রেমে হারাই রাত দুপুর।
আকাশে আজ নেই তারা,
পূর্নিমা বৃথা তোমায় ছাড়া।
হলির চাঁদ মেঘে ঢাকে
ধরনী আজ রং মাখে।
রঙে রঙে রঙিন মুখ,
তোমার রঙে হলির সুখ।
রাঙিয়ে দাও তুমি আমায়,
হলিতে আরও কাছে চাই তোমায়।
তোমায় আমি রাঙাবো রাধা,
তুমি দিও না আমায় বাধা।
১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৩
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
২| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৭
বিলকিছ৫৩৯২ বলেছেন: ভাল হয়েছে
১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৮
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
৩| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ চমৎকার, মুগ্ধতা রইল।
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৬
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:০২
ধ্রুবক আলো বলেছেন: বাহ! খুব সুন্দর লিখেছেন। ভালো লাগলো।