![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লুতুপুতু
…………………….কৃষ্ণ
বাবু , কি করো?
আমার ফোনটা ধরো।
সোনা , আমি একটু কাজে,
তুমি বকো কনে বাজে?
বাবু, পড়ছে খুব মনে ,
তুমি এসো না আমার সনে।
সোনা আমি তো আছি ,
তোমার মনের মাঝে,
খুঁজে নাও ভালোবাসার সাঁজে।
বাবু কখন করবা মিট?
আমি কিন্তু চাই ট্রিট।
সোনা অবশ্যই পাবা ট্রিট,
করেো না আমি চিট।
উৎসর্গঃ লুতুপুতু কাপেলদের।
২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর