![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন চায়
........................কৃষ্ণ
মন চায় তোর পাশে থাকি,
মন চায় দুজন মিলে স্বপ্ন আঁকি।
মন চায় সবাইকে চিৎকার দিয়ে বলে আসি,
আমি তোকে ভালোবাসি।
মন চায় তোর চোখে রাখি চোখ,
যাতে আমি পাই পৃথিবীর সুখ।
মন চায় তোর হাতে রাখি হাত
তুই আমায় দেখতে কি পাশ।
মন চায় তোকে দেখতে হলুদ শাড়িতে,
তুই আয় না আমার মন বাড়িতে।
মন চায় দেখতে তোর টোল পড়া হাসি,
আমার হয়েছে তোর প্রেমে ফাঁসি।
আমি তোকে করছি ভীষন মিস,
বুঝলে মনের মোবাইলে কল দিস।
চলবে....
©somewhere in net ltd.