![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যবিত্ত
..................কৃষ্ণ
বন্ধুরা বলে চল যাই কফিশপে
মধ্যবিত্ত ছেলেটা বলে মনে,
আমার দিন চলে আলুচপে।
বন্ধুরা বলে চল সিনেমা হলে
বন্ধুরা বলে চল শপিং মলে
কিন্তু বন্ধুরা জানে না,
মধ্যবিত্তের দিন টিউশনিতে চলে।
নাট্যমঞ্চ আর মধ্যবিত্তের ঘর ,
দুজনের কেউ নয় পর।
আমি মধ্যবিত্তের যাতাকলে পড়ে,
অক্সিজেনপূর্ন ধরায় যাই মরে।
আমি মধ্যবিত্ত বলে ,
প্রেমিকাও যায় চলে।
-----------------------------------
মধ্যবিত্তের মধ্য স্বপ্নের ঘোরে,
সমগ্র জীবন কষ্টের আগুনে পুড়ে।
( বাস্তব এবং তিক্ত অভিজ্ঞায় লেখা)
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৭ রাত ১২:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।
শুভেচ্ছা ও শুভকামনা রইল দাদা