![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হলি এসেছে কাজের মাঝে
নিয়ে রং গাড় কালো,
তুমি বিনে আমার
হলি লাগে না ভালো ।
আবিরে রঙ্গিন হচ্ছে
হলুদ সবুজ মায়বী বসন্ত
আমি কষ্টে থাকলেও, বলি
হলির রং থাকুক চির অনন্ত।
তোমার জন্য জমিয়ে রাখবো
আমার রঙ্গিন মন
তুমি কেঁদো না , একদিন
ঠিক আসবে সুখের সমীরন।
আজ রঙে মাতুক
প্রেমের মূর্তি কৃষ্ণ রাধা,
পৃথিবীর সকল প্রাণী
পড়ুক ভালোবাসায় বাধা।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।