![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলিটা আজ ভীষন
ভাবে করেছে রাগ,
আমি হয়ত ভুল
করে কেটেছি মনে দাগ।
পাগলিটা আজ ভীষন
ভাবে আমায় বকবে,
আর আমি কত বার
বলেছি সরি তা দেখবে।
পাগলিটা আজ ভীষন
ভাবে আমাকে কাঁদাবে
আর নিজে না খেয়ে
নতুন করে রোগ বাধাবে।
পাগলিটা আজ ভীষন
ভাবে টানবে আমার দাড়ি
হয়ত ঘন্টা কয়েকের জন্য
হতে পারে ভালোবাসার আড়ি।
পাগলি তুমি দাও
আমায় ভীষন বকা
তবুও যেও না ছেড়ে
করে আমায় ভীষন একা।
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৮
কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks
২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
আকিব হাসান জাভেদ বলেছেন: পাগলি তুই করিস নি রাগ
পাগল তুর হবে একা
থাকবে না মনে সুখ।
সুন্দর পাগল পাগলির কবিতা। পাগলের প্রতি অন্তীম শুভেচ্ছা।
৪| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৯
রসায়ন বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:১০
সাদা মনের মানুষ বলেছেন: পাগল আর পাগলির জন্য শুভেচ্ছা