![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি জানো,
আমার চোখ প্রথম
কখন থেমে গেছিলো?
যে দিন তুমি পড়ে
বৈশাখী শাড়ী,দিয়ে খোপায় ফুল
সেই দিন আমার চোখ
থেমে গিয়েছিলো নির্ভূল।
তুমি কি জানো
আমি আনন্দে ধারায়
স্নান করেছি কখন?
যখন আমি সামনে
থেকে দেখি, তোমার
টোল পড়া নির্মল হাসি ,
সেদিন আমি আনন্দ ধারায় ভাসি।
তুমি কি জানো
কখন আমি নিজেকে
স্বপ্নে হারিয়ে ফেলি?
যখন প্রথম চুম্বনে
আমার বন্ধ চোখ মেলি।
তুমি কি জানো
কখন আমি হিমালয়
উচ্চতায় পা রাখি?
যখন তোমার স্তনে
আমার ঠোট আঁকি ।
--------------------
সকল মুগ্ধতা নিয়ে
স্বপ্নে এখনো তোমাকে খুঁজি
মনে হয় এখনি তুমি
চোখের সামনে আসবে বুঝি।
( কবিতাটা কবিতা হয়নি তা আমি জানি । তারপরও লিখতে ভাল লাগছিলো তাই লেখা। )
সম্পূর্ন কাল্পনিক
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ।..............কবিতা মনে না হওয়ার কারন হলো কবিতা টা আমি এক রকমের ঘোরে মধ্যে লিখছি। কাল রাতে স্বপ্ন দেখার পর ঘুমের ঘোরে লিখছি।
২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫১
সোহাগ তানভীর সাকিব বলেছেন: একটি সার্থক কবিতার সবকটি গুণ এই কবিতায় আছে বলে মনে করি। তারপরও কোন যুক্তিতে কবিতা হয় নি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭
রসায়ন বলেছেন: কবিতাটি কবিতা হয় নি এটা কেন মনে হলো ভাই !দারুণ লাগলো তো আমার কাছে। প্লাস !