![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক দৈব্য শক্তির
অসীম ইচ্ছার ফলে
তোমার সাথে এই
বৃষ্টি কথা বলে।
তোমার বলা প্রতিটি
কথা বৃষ্টি ঠিক বুঝে
বৃষ্টি সেই কথাগুলো
বলার জন্য আমায় খুজে।
আমি কোন এক ঘোরে
বৃষ্টি থেকে দূরে , তাই
বৃষ্টি আসতে পারছে
না ছাদ ভেঙ্গেচূড়ে।
বৃষ্টি আমার জন্য
কেঁদেছে সারা দিন
শেষ বিকেলে এসে
হলো আমাদের মিল।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৮
কৃষ্ণ কমল দাস বলেছেন: হাহাহা.......কমে গেছে তো
২| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: মানুষ কিছু পাওয়ার জন্য
প্রেমে পড়েনা
দিন শেষে নিঃশেষ হবে জেনেই
প্রেমে পড়ে।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:২০
কৃষ্ণ কমল দাস বলেছেন: প্রেমে যে মানুষ ক্যান পড়ে তা আমি আজ ও ঠিক মত বুঝতে পারি নাই.....ভাই
৩| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রেমে যে মানুষ ক্যান পড়ে তা আমি আজ ও ঠিক মত বুঝতে পারি নাই.....ভাই
আপনি নিজেই প্রেমে পড়বেন। তখন সব বুঝতে পারবেন।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:১০
কৃষ্ণ কমল দাস বলেছেন: ওকে ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৫
শাহিন বিন রফিক বলেছেন:
ভাই, বৃষ্টিরে একটু কমতে বলেন, (যেহেতু বৃষ্টির সাথে আপনার কথা হয় তাই বললুম) আমাদের মাছের ঘের পানিতে ডুবু ডুবু।