![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হউক না যতই কথা
হউক না যতই দেখা
তুমি চোখের আড়াল হলে
আমি হয়ে যাই একা।
একা হলেই আমি
তুমি হীনতায় ভোগি
মনে হয় যেন আমি
কোন এক দূরাগ্যে রোগী।
তুমি যখন থাকো
আমার চোখের কাছে
শীতও যেন তখন
বসন্ত হয়ে আসে।
হয়ত এই সবই
আমার অতি কল্পনা,
কিন্তু এই সবই মনে
প্রেম হয়ে আঁকে আলপনা ।
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩
কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: মনে পড়ে অর্থ্যাত মায়া লাগে।
২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২
কৃষ্ণ কমল দাস বলেছেন: ভাই ,ইংরেজী একটা লাইন আছে " I miss You" এই টার মানে কি?
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
ভাবুক কবি বলেছেন: হয়ত এই সবই
আমার অতি কল্পনা,
কিন্তু এই সবই মনে
প্রেম হয়ে আঁকে আলপনা
সেরা লাইন