![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্য কেন
নেই হলির আবির
ঘরে বসে আমি
হয়ে গেছি স্থবির।
আর কত দিন
থাকবো আমি রংহীন
তুমি দু হাত পূর্ন
রঙে করো আমায় রঙিন।
তোমার রঙ ধারাতে
রঙিন করো রাধা
তোমার রঙে আমি
পড়তে চাই বাঁধা।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর।