![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুক্রবার ছিলো আমার
খুব অপ্রিয় বার
কাজ থাকতো না, আর
বন্ধুরা প্রেমে ছারখার।
আমি গাড়ি দেখতাম
ফুটওভার ব্রীজের কাধে চেপে
সময় যেতো এক সময়
আমার উপর ক্ষেপে।
একা হাটতাম ফুটপাতের
ধূলাময় তপ্ত বুকে
প্রেমিক প্রেমিকা রিকশায়
অনন্ত অজানা সুখে।
আমি এখন আর
বারের হিসাব রাখি না
এখন প্রতিদিনই শুক্রবার
মানুষ জাতির হচ্ছে হার।
২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: না আমরা হারবো না। নো নেভার। দেরী হোক যায় নি সময়।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০১
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা পড়লাম।