নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

বাস্তব উক্তি সংকলন

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪

গত কয়েক দিনের কিছু সেরা উক্তির সংকলন:-
১.এক বিখ্যাত বিড়িখোরের উক্তি

" সিগারেটের নাম রয়েল, বড় ভাই রয়েল মানে রাজকীয়। কিন্তু রাজকীয় নামের বিড়ির দাম এই দেশে সবচেয়ে কম। মাত্র ৫ টাকা। যেখানে রয়েল নামের সম্মান নাই, যেখানে আমি আর আপনে তো ড্রেনের পানি।"

২."ভালোবাসার আর মশার পিপাসা এই দুই জিনিসের মধ্যে বিশাল মিল আছে"

---- বাণীতে, মশার কামড়ে আর প্রেমিকার মানসিক মারে বিপর্যস্ত এক প্রেমিক

৩. চাল - ডাল, তেল, আলু দিলো এক প্যাকেট বিড়ি আর দুগা পান দিলে কি হতো?
---- বাণীতে, ত্রান প্রার্থী।

৪. ভাই করোনায় বাঁচাইছে, না হলে প্রেমিকাকে বিয়ে করাই লাগতো।
-- বাণীতে, এলাকার প্লে বয়।

৫. দেশ যদি মা হয় তবে চাল চোররা মাদার*দ
--- বাণীতে, এলাকার উত্তেজিত বুদ্ধিজীবী

৬. চা দোকানে বসে ফেসবুকে লিখে, Stay home.
--- বাণীতে, কঠিন ফেসবুকার।
৭. অতি রোমান্টিকরা বৃষ্টিতে তাদের দূষিত শরীর ভেজানো বন্ধ করে দিছে, ভয় যদি জ্বর হয়! সবাই করোনা বলে দূরে সরে যাবে। তাই বৃষ্টি এখন বিশুদ্ধ

--- বাণীতে, কবি সাহেব।

৮. পড়ালেখা সব লাটে উঠছে।
--- বাণীতে, অতি চুলকানিযুক্ত অভিভাবক
৯. এক মাস বাকী অবসরের, আর যেতে পারলাম না অফিসে।
--- বাণীতে, এক প্রবীণ সরকারি চাকুরে।
১০. বালের নেট, করি খুব হেট
বাসন্তীর মা খুলে দিছে মেইন গেট।
---- বাণীতে, এলাকার বখাটেরা।

সব বাণী গুলো বাস্তব। কোনটাই কাল্পনিক নয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


শুরুর দিকের ২/১টা পড়লাম, বিরক্তিকর; এমন কোন বিষয় নেই যা, আপনি ভালো জানেন, এবং সেটা নিয়ে পোষ্ট দেয়া যায়?

২| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: আমি একটা গল্প বলি-
একবার আইনস্টাইন আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আমার নানা তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলেন। আইনস্টাইন শান্তিনিকেতন ঘুরে আমার নানা বাড়ি এসেছিলেন। তখন আমার নানান বয়স ছিল সতের বছর। আইনস্টাইন তিন দিনের জন্য এসে তের দিন থেকে গেলেন আমার নানা বাড়ি। নানা বাড়ির পুকুর থেকে আইনস্টাইন তিন কেজি ওজনের একটা কাতলা মাছ ধরেছিলেন। এবং আইনস্টাইন নিজে কাতলা মাছ কেটে ধুয়ে রান্না করে নানা বাড়ির সবাইকে খেতে দিয়েছেন। আইনস্টাইন চলে যাওয়ার সময় আমার নানা তার কাঁধে হাত রেখে বেশ কয়েটা ছবি তুলেছিলেন।

৩| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: ৫ নম্বর টা B:-)

৪| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৬

নেওয়াজ আলি বলেছেন: 5 .+

৫| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৬

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: ৬, ৭ নং অত্যধিক বাস্তব বলেই মনে হয়েছে।

৬| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৮

মা.হাসান বলেছেন: চাল চোররা আসল দেশ প্রেমিক।

ভালো কোট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.