নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের দালাল!

আরাফাত আবীর

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক!

আরাফাত আবীর › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছাধীন নিখোঁজ

২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১

তোমার আমার দেখা হয়নি আজ প্রায় বছর সাতেক হলো,
তথাপি, তুমি আসো মনে প্রতিক্ষণে, রাতে দুপুরে, শুধু সময় এলোমেলো।
রবীঠাকুর বলেন, জীবন নাকি নদীর জলের মতো, একদিকে তার বয়ে চলা,
নদী কখনো উল্টো দিকে বইতে পারে না,
জীবন গতিপথ পাল্টায়, উল্টোদিকে বয়ে চলা যেন তার নিত্যদিনের খেলা।

পরিবর্তনের ধারায় আমি তোমায় হারাই রোজ,
অথচ তুমি লুকিয়ে বেড়াও, আমার থেকে পালিয়ে বেড়াও, ইচ্ছাধীন নিখোঁজ।
তোমাকে এখন খুঁজতে যাই না, জানি ধরা দেবেই নিদ্রাতে,
অযথা কিসের খোঁজাখুঁজি, কিসের এতো লুকোচুরি,
আমার কাছে এসেছিলে বুঝি স্বপ্নভাঙার ভ্রান্তিতে।

মনে করো, দেখা হয়ে গেল বছর কতক পরে,
পালিয়ে যাবে মুখ লুকিয়ে?
অথবা বলবে মুখ ফুটিয়ে কেমন আছো?
কোথায় থাকো? নতুন কোনো প্রণয়ে?
নতুন প্রণয়? সেও কি সম্ভব?
নতুন করে হারিয়ে ফেলা, আবার হওয়া অগোছালো?
এইতো আছি, নিত্য বাঁচি, সুখী জীবন, সুখী তুমি,
কষ্ট আবার আপন করা বুঝি ঢের ভালো?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা কবিতা।
সুন্দর কবিতা।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

আরাফাত আবীর বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.