নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের দালাল!

আরাফাত আবীর

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক!

আরাফাত আবীর › বিস্তারিত পোস্টঃ

সাবধানে থেকো, ভালো থেকো!

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৯


[ছবিঃ গুগল]

তোমাকে লেখা হয় নি আমার ভুল বানানের চিঠি,
তোমায় নিয়ে আকাশকুসুম কল্পনা মিছিমিছি,
আমার ছন্দছাড়া কবিতাগুলো পায় নি তোমার প্রেম,
তবু তোমার তৈলচিত্রে ভরে আছে কবিতার সব ফ্রেম।

ভালোবাসার যবনিকা সহজেই টানো, যেন উইপোকার বাড়ি,
বুকের ভেতর মাড়াই করো, অথবা কারফিউ জারি,
ছেঁড়া চুলে খোপা বাঁধো, আপনারে চেনো নাই,
কোনোদিন ঘুম ভাঙতেই দেখবে, 'তুমি' বলে কিছুর অস্তিত্ব নাই!

প্রচন্ড কোলাহল কিংবা নিশ্চুপ সূর্যাস্ত, মাঝে মাঝে শিউরে উঠি আনমনে,
ঐ আকাশভরা চোখ দুটো আমায় ভুলেও তাকিয়ে থাকে, অন্য কারোর পানে,
মুখের উপর হাসির ছটা, আলোকরাঙ্গা হাসি, সূর্যস্নানের ভোর,
বুকের ভেতর দাবানল, পুড়ে ছাই আস্ত একটা শহর।

চারশত বছরের এই সিমেন্টের জঙ্গল,
গলিতে গলিতে প্রেম হারানোর বিজ্ঞাপন,
রাত্তির নামলে বাড়ে আরশোলার আনাগোনা,
'সাবধানে থেকো, ভালো থেকো' -এইটুকুই নিবেদন!

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৫

নুরহোসেন নুর বলেছেন: আবেগ মিশ্রিত মনের গহীন থেকে আসা কথামালায় সাঁজানো কবিতা,
মুগ্ধতা ছুয়ে গেল।

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২১

হাবিব বলেছেন: দারুণ নিবেদন

৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

তারেক ফাহিম বলেছেন: ভালোলাগা।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮

নার্গিস জামান বলেছেন: বড় সুন্দর :)

৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: নিখাদ নিবেদন, ভাল লেগেছে। +

৭| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর। কিন্তু মন্তব্যের উত্তর দেন না যে?

০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:১২

আরাফাত আবীর বলেছেন: আসলে আপু। হুট করে ফোন নষ্ট হওয়ায় মাঝখানে কয়েকদিন ব্লগে আসতে পারি নি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.