![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ছবিঃ গুগল]
শেষদেখা প্রায় বছর দশেক আগে!
সেদিন দেখলাম নতুন করে, পরিচিত খুব, তবুও কিছুটা ফিকে!
আমরা পাশাপাশি হাঁটছিলাম,
লক্ষ্য করলাম, স্বভাবজাত অস্বস্তিবোধটা হুট করে যেন গেছে উবে!
অনেকেই ভাবতো, আমাদের প্রেম হবে, হয়নি, হলে নেহাৎ মন্দ হতো না!
প্রেম বোঝার বয়সে সে দূরে ছিলো, হয়তো আমরাও ভালোবাসতাম, কিংবা একতরফা প্রেম!
মুখটা পর্দার আড়ালে ছিলো, চোখ দুটো কাঁচে ঢাকা,
সেই চোখে একবার দেখলাম;নামিয়েও নিলাম তৎক্ষণাৎ,
কাঁচ পেরিয়েও সমুদ্রের ঢেউ আমাকে ডুবিয়ে দিচ্ছিলো যেন;
দীঘির সাঁতারু ইংলিশ চ্যানেলে হাবুডুবু খাবে নির্ঘাত!
০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:০৪
আরাফাত আবীর বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন!
২| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩৯
নেওয়াজ আলি বলেছেন: শিল্পসম্মত মনোভাব প্রকাশ, ভালোই ।
০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:০৫
আরাফাত আবীর বলেছেন: মনের ভাব,কিন্তু, কতটুকু শিল্পসম্মত জানি না!
৩| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১১:০৫
পদ্মপুকুর বলেছেন: অনেকেই ভাবতো আমাদের প্রেম হবে, হয়নি, হলে নেহাৎ মন্দ হতো না!... আপনার এই গল্পের মত ক্যাম্পাস পেরুনো প্রায় সবারই একই গল্প আছে।
কবিতা ভালো লেগেছে, সাবলীল প্রকাশ। আর কলাভবনের সামনের রাস্তাটার ছবি আমাকেও ফিরিয়ে নিয়ে গেলো সেই উচ্ছল সময়ে।
০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:০৫
আরাফাত আবীর বলেছেন: পুরোনো কথা মনে করিয়ে দিতে পেরে ভালো লাগছে!
৪| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । প্লাস না দিয়ে উপায় নেই
০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:০৬
আরাফাত আবীর বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন!
৫| ০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১০
অধীতি বলেছেন: বাহ!
সবার জীবনের গল্প একলাইনে।
০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:০৭
আরাফাত আবীর বলেছেন: এতো সুন্দর একটা রিপ্লাই আশাতেই ছিলো না। ধন্যবাদ আপনাকে।
৬| ০২ রা মার্চ, ২০২০ রাত ১০:১২
ইমরান রাসেল বলেছেন: ভালো লাগলো।
০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:০৮
আরাফাত আবীর বলেছেন: ধন্যবাদ ভাই!
৭| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:১৭
পদ্মপুকুর বলেছেন: মন্তব্যটা দুইবার চলে এসেছে, একটা ডিলিট দিন প্লিজ
০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১২:৩৪
আরাফাত আবীর বলেছেন: জি, ডিলেট করে দিয়েছি।
৮| ০৩ রা এপ্রিল, ২০২০ ভোর ৪:৩৬
মাসুম১৩ বলেছেন:
বন্ধু হয়ে আসো তুমি ,
শিশির কণা হয়ে ..
সন্ধ্যা হলে এসো তুমি ,
রক্ত জবা হয়ে .
Bangla Romantic LOVE SMS
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: ভালো।
আবেগময়।