নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের দালাল!

আরাফাত আবীর

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক!

আরাফাত আবীর › বিস্তারিত পোস্টঃ

খন্ডাংশ

০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৩

[][]

বললে তুমি, কোথায় যাবে? দূরে কোনো আশ্রয়?
নদী, অরণ্য, সাগর, পাহাড়- যেথায় বেশি প্রশ্র‍য়!

[][]

এক একটি সমুদ্র আমার চারপাশে নিত্য হেঁটে চলে, জ্বলজ্যন্ত সমুদ্র;
আর আমি নিজেই একটা সমুদ্র হয়ে সাক্ষ্য দেই মহাকালের!

[][]

আবার যদি দেখা হয় পোড়া ইটের শহরে, পালিয়ে যাবে মুখ লুকিয়ে?
অথবা বলবে মুচকি হেসে, "কোথায় থাকো? কেমন আছো নতুন কোনো প্রণয়ে?"

[][]

আমাকে যত্ন করো,
প্রেমের বাম্পার ফলন হবে!

[][]

পৃথিবীতে ভুল বলে আদৌও কিছু আছে?
তোমার-আমার দৃষ্টিকোণ নিজেদের কাছে!

[][]

তোমার নামে আমার কোনো প্রেমিকা নাই,
শুধু বুকভরা চাপাকান্না আছে!

[][]

মাটি খুঁড়ে বসে পড়ে দানবীয় দৈত্য, মিথ্যের গ্যাঁড়াকলে ভঙ্গুর সত্য,
হাপিত্যেশ হররোজ, নেয় না কেউ তো খোঁজ,
আপনারে খুন করি, খুঁজে ফিরে স্বার্থ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: চতুর্থ দ্বিপদীদুটো সবচেয়ে ভালো হয়েছে।
কবিকে যারা ভালোবেসে লালন করেন, তারা ভাগ্যবান/ভাগ্যবতী হয়ে থাকেন।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.