![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্য সাধারণ মহাপৃথিবীর বিশালতায় আমি অতি সাধারণ এক ক্ষুদ্র প্রাণী
বালাগাল উলা বি-কামালিহি,
কাশাফাদ্দুজা বি-জামালিহি,
হাসুনাৎ জামিয়ু খিসালিহি,
সাল্লু আলায়হে ওয়া আলিহি।।
[ ফারসি কবি শেখ সাদি (রহ.)]
সুউচ্চ শিখরে সমাসীন তিনি নিজ মহিমায়
তিমির-তমসা কাটিল তার রূপের প্রভায়,
সুন্দর আর সুন্দর তার স্বভাব চরিত্র তামাম
জানাও তাঁর ও তাঁর বংশের ‘পরে দরূদ-সালাম।
[অনুবাদ: ড. মুহাম্মদ ঈসা শাহেদী]
কুল মখলুক গাহে হযরত
বালাগাল উলা বেকামালিহী।
অাঁধার ধরায় এলে আফতাব
কাশাফাদ দুজা বেজমালিহী
রৌশনীতে আজো ধরা মশগুল
তাইতো ওফাতে করি না কবুল,
হাসনাতে আজো উজালা জাহান
হাসুনাত জমিউ খেসালিহী
নাস্তিরে করি’ নিতি নাজেহাল
জাগে তাওহীদ দ্বীন-ই কামাল
খুশবুতে খুশী দুনিয়া বেহেশত
সাল্লু আলাইহি ওয়া আলিহী
[ অনুবাদ ও নব সৃষ্টি: কাজী নজরুল ইসলাম]
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫
শূণ্য পুরাণ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
শূণ্য পুরাণ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
আল-শাহ্রিয়ার বলেছেন: অনেক সুন্দর নাতে রাসুল সুন্দর দিনে
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
শূণ্য পুরাণ বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৭
আনু মোল্লাহ বলেছেন: খুবই ভাল একটা কাজ করেছেন। ধন্যবাদ
২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৬
শূণ্য পুরাণ বলেছেন: অাপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮
প্রামানিক বলেছেন: দারুণ এক খান কাজ করেছেন। প্রিয়তে নিয়ে নিলাম। ধন্যবাদ