![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত বাড়িয়ে দিলাম...। ধরো, নয়তো ফিরিয়ে দাও। অপেক্ষায় রেখনা...।
আমাদের শ্রদ্ধেয় গুনি জন রা যদি আজ বেঁচে থাকতো, তাহলে তারা হয়তো নিচের স্ট্যাটাস গুলো অবশ্যই ফেবুতে পোস্ট করত !
>রবীন্দ্রনাথ ঠাকুর;
আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার স্ট্যাটাসখানি, কৌতূহল ভরে ?
>কাজী নজরুল ইসলাম;
স্ট্যাটাসের যে কমেন্টগুলো চিরকল্যাণকর, অর্ধেক তার করিবে নারী, অর্ধেক তার নর।
>মাইকেল কলিন্স;
আমাকে একা বসিয়ে রেখে ওরা দুজন কী সুন্দর চাঁদে নেমে গেল! সব বিরোধীদলীয় ষড়যন্ত্র।
>নবাব সিরাজউদ্দৌলা;
বাংলা-বিহার-ওড়িশ্যার মহান অধিপতির কমেন্ট আমি ভুলিনি। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় দিয়ো না, সুযোগ পেলেই ওরা অ্যাকাউন্ট কেড়ে নেবে।
>সুকান্ত ভট্টাচার্য;
খুবই চিন্তিত, পূর্ণিমার চাঁদ যদি ঝলসানো রুটি হয়, তাহলে ডিমভাজি/শিক-কাবাব কোনটা?
>নেপোলিয়ন বোনাপার্ট;
‘অসম্ভব’ বলে কোনো শব্দ আমার অভিধানে নেই। কারণ, অভিধানের ওই পাতাটা উইপোকা অনেক আগেই খেয়ে ফেলেছে।
>এডিসন;
বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলাম। তবে সুদূর ভবিষ্যতে বাংলাদেশে এটা কোনো কাজেই আসবে না। নাহ্, আমাকে আরও ভালো কিছু আবিষ্কার করতে হবে।
>জগদীশ চন্দ্র বসু;
রেডিও আবিষ্কার করলাম আমি, আর নাম হলো মার্কনির? কে আছিস? মার্কনিরে মার কনি।
>হিটলার;
হে হে হে, সব ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট এখন আমার দখলে।
>লেনিন;
বিপ্লবী সাথি ও বন্ধুগণ, মাথায় টাক পড়ে গেছে। এটাকে আমার নতুন হেয়ার স্টাইল ভাববেন না। কোনো তাক লাগানো সমাধান থাকলে আওয়াজ দিন।
>প্রমথ চৌধুরী;
প্রাঞ্জলতা হচ্ছে স্ট্যাটাসের সবচেয়ে বড় গুণ। সহজ কথায় স্ট্যাটাস রচনা করা গেলে কঠিন কথার প্রয়োজন কী?
>মানিক বন্দ্যোপাধ্যায়;
এ কুবের! স্ট্যাটাস কিবা?
>মহাত্মা গান্ধী;
আমার নামে নাকি একটা পোকার নামকরণ করা হয়েছে? ব্যাপারটা কি সত্যি?
>সুকুমার রায়;
কমেন্ট আছে ‘খ’মেন্ট নেই, সিমেন্ট আছে ‘ডি’মেন্ট নেই, সব হ-য-ব-র-ল।
>ড. মুহম্মদ শহীদুল্লাহ;
অনেকেই মর্যাদা (স্ট্যাটাস) এবং মন্তব্য (কমেন্ট) লিখিতে গিয়া সাধু ও চলিত ভাষার মিশ্রণ করিয়া থাকেন। ইহা অন্যায়, খুবই অন্যায়। অ্যাম রিয়েলি শক্ড!
>লিওনার্দো দা ভিঞ্চি;
এই মাত্র ‘মোনালিসা’ নামের একটা ছবি এঁকে শেষ করলাম। এই যা! চোখের ভ্রু আঁকতে ভুলে গেছি।
>শরত্চন্দ্র চট্টোপাধ্যায়;
পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া সাইবার ক্যাফেতে ফেসবুক ব্যবহার করিতে আসি। তোমরা আমার স্ট্যাটাসে একটি হইলেও কমেন্ট ফেলিয়ো।
(Collected)
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮
একান্ত কথা বলেছেন: ভাই, কম হাসেন...রোজা নাই হয়ে যাইবে ত !!! হাহাহাহাহা
২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হা হা........
++++++++++
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯
একান্ত কথা বলেছেন: মন খুলে হাসেন...মন ভাল থাকবে !
৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: >ড. মুহম্মদ শহীদুল্লাহ;
অনেকেই মর্যাদা (স্ট্যাটাস) এবং মন্তব্য (কমেন্ট) লিখিতে গিয়া সাধু ও চলিত ভাষার মিশ্রণ করিয়া থাকেন। ইহা অন্যায়, খুবই অন্যায়। অ্যাম রিয়েলি শক্ড!/
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১
একান্ত কথা বলেছেন: ইহা আসলেই খুবেই অন্যায়, খুবই অন্যায়। অ্যাম অলসো রিয়েলি শক্ড!/
৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫
মুহিব বলেছেন: চরম
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪
একান্ত কথা বলেছেন: হুম !!!
৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮
রিমন রনবীর বলেছেন:
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫
একান্ত কথা বলেছেন:
৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এই মাত্র ‘মোনালিসা’ নামের একটা ছবি এঁকে শেষ করলাম। এই যা! চোখের ভ্রু আঁকতে ভুলে গেছি।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬
একান্ত কথা বলেছেন: ...লিওনার্দো দা ভিঞ্চি বেঁচে থাকলে ঠিক এই স্ট্যাটাস মাস্ট দিতো !
৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “শরত্চন্দ্র চট্টোপাধ্যায়: পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া সাইবার ক্যাফেতে ফেসবুক ব্যবহার করিতে আসি। তোমরা আমার স্ট্যাটাসে একটি হইলেও কমেন্ট ফেলিয়ো।”
-হাহাহা, ইহা অনেকেরই কাজে লাগিবে।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫
একান্ত কথা বলেছেন: হুম...ঠিকেই বলছেন...ইহা অনেকেরই কাজে লাগিবে।
৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
একান্ত কথা বলেছেন:
৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭
প্রথম বাংলা বলেছেন:
মজার তো,
আচ্ছা- জীবনানন্দ কি দিত?
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯
একান্ত কথা বলেছেন: জীবনানন্দ ফেবু তে নিয়মিত স্ট্যাটাস দিতো বাঁট সেটা শুধু বনলতাসেন দেখতে পেত !!! হাহাহহা...
১০| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
নূর আদনান বলেছেন:
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০০
একান্ত কথা বলেছেন: অনেক হাসি দিছেন...এইবার একটু থামেন...।
১১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯
দায়িত্ববান নাগরিক বলেছেন:
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০২
একান্ত কথা বলেছেন:
১২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১
মামুন রশিদ বলেছেন: মজার হৈসে
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০২
একান্ত কথা বলেছেন: হুম...যা বলেছেন না দাদা !
১৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১১
আসিক ইসলাম বলেছেন: চরম .......boss....
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯
একান্ত কথা বলেছেন: বুইজা কইলেন ত !!!
১৪| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫
রাখালছেলে বলেছেন:
১৫| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
মুহিব বলেছেন: কেনেডি কি বলতেন?
১৬| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫
মুহিব বলেছেন: sorry. i meant abraham linkon.
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১
তারেক হিমু বলেছেন: বাংলা-বিহার-ওড়িশ্যার মহান অধিপতির কমেন্ট আমি ভুলিনি। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় দিয়ো না, সুযোগ পেলেই ওরা অ্যাকাউন্ট কেড়ে নেবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২
এন ইউ এমিল বলেছেন: