![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাত বাড়িয়ে দিলাম...। ধরো, নয়তো ফিরিয়ে দাও। অপেক্ষায় রেখনা...।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়া ও সমুদ্রবিজ্ঞান সোসাইটি প্রকৃতির নানা পরিবর্তন ও রূপ বদলের ছবি আহ্বান করে। সে আহ্বানে জমা পড়া সাড়া জাগানো প্রকৃতির এই ভয়ংকর সুন্দর রূপের ছবিগুলো।
এতে মেঘ, ঝড়, তুষার, রংধনুসহ নানা প্রাকৃতিক উপকরণের অসাধারণ সব ছবি জমা পড়ে। সেখান থেকে বাছাই করা ১২টি ছবি শনিবার প্রকাশ করেছে ডেইলি মেইল। এর মধ্য থেকে ৬টি ছবি ও এর বর্ণনা সামু পাঠকদের জন্য দেওয়া হলো-
গোলাকার মেঘের এই ছবিটি জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ভিক্টোরিয়া থেকে তোলেন রবিন শারক।
ক্যানোলা ফসল ভরা মাঠের পিছনে এই পুঞ্জ মেঘের ছবিটি ফেব্রুয়ারি মাসে নিউ সাউথ ওয়েলস থেকে তোলা।
বেটম্যান সাগরের মেলোনিস বিচ থেকে দেখা একটি দৈত্যাকৃতির ঘূর্ণিমেঘ। ছবি নিউ সাউথ ওয়েলস থেকে মে মাসে তোলা।
বজ্র-ঝড়ো মেঘপুঞ্জ জড়ো হয়েছে মাউন্ট ইসা পর্বতের উপর। ছবিটি জুলাই মাসে কুইন্সল্যান্ডের পূর্ব-পশ্চিমাঞ্চল থেকে তোলা।
এটি মেঘের লাল গোলাকার একটি জটিল গঠন। সুড়ঙ্গাকৃতির মেঘের এই ছবিটি উত্তর তাসমানিয়া থেকে তোলা।
এটি বিরল জোড়া রংধনুর ছবি। এ মেলবোর্ন থেকে তোলা ছবি।
সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
একান্ত কথা বলেছেন: আসলেই ছবিগুলো ভয়ংকর সুন্দর।।
২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর ছবিগুলো, ভাল লাগল।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৬
বেকার সব ০০৭ বলেছেন: খুব চমৎকার ছবিগুলো পোস্টে++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০
নিজাম বলেছেন: ভয়ংকর সুন্দর। আল্লাহ আমাদেরকে হেফাযত করুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!