নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু রায়হান রাকিব

অন্যকে সম্মান করুন। নিজেও এর অধিকারী হতে পারবেন।

আবু রায়হান রাকিব › বিস্তারিত পোস্টঃ

হিংস্র রাজনীতির মারপ্যাঁচ;বাবা মার স্বপ্ন

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আমার বাবা-মা রাজনীতির মার প্যাঁচ অতটা বোঝেন না। শুধু বোঝেন দেশের অবস্থা ভালো না (বিশেষ করে ঢাকার অবস্থা)। বাড়িতে ফোন করলে প্রথমেই মায়ের অনুরোধ, বাবা বাইরে বের হইস না। টিভিতে দেখলাম কতগুলা মানুষরে জ্বালাই দিছে। হাসপাতালে দেখলাম, মানুষগুলার কষ্ট।

মাকে শান্তনা দিতে যদিও মিথ্যা বলি, ঠিক আছে মা। কিন্তু পরক্ষনেই অফিসিয়াল, পার্সোনাল বিভিন্ন কাজে জীবনটা হাতের মুঠোয় নিয়ে বাইরে বের হইতে হয়। হেটে বা গাড়িতে চলতে ফিরতে আতঙ্কে থাকি, এই বুঝি কোন মানুষ নামক জানোয়ার ককটেল কিংবা পেট্রোল বোমা ছুড়ে মারলো মাথার উপর। এই বুঝি কোন বাবা, মা ও একটা পরিবারের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল।



আমার মত কত মায়ের সন্তান তো জীবনের ঝুকি নিয়ে রাস্তা ঘাটে চলাফেরা করছে। সকালে বের হয়ে কোন গ্যারন্টি নেই যে বিকেলে অক্ষত অবস্থায় বাসায় ফিরতে পারবে। এ কোন নরকে বসবাস আমাদের !

ক্ষমতালোভী শাসক গোষ্ঠীরা একদল আছে ক্ষমতা আকড়ে ধরে। আরেক দল আছে ক্ষমতার মসনদে বসার জন্য অধীর আগ্রহে। কি আছে দেশের আর জনগণের কপালে আল্লাহ জানে। আর কিই বা অপেক্ষা করছে আমাদের মত সন্তানের বাবা মার জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.