নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু রায়হান রাকিব

অন্যকে সম্মান করুন। নিজেও এর অধিকারী হতে পারবেন।

আবু রায়হান রাকিব › বিস্তারিত পোস্টঃ

চাই না মোবাইল! শুধু চাই সিমকার্ড ও কন্টাক্ট নাম্বারগুলি।

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫



মোবাইল হারানোর তিক্ত স্বাদ আরো বহু আগেই পেয়েছি।কিন্তু এবার হলো নতুন অভিঙ্গতা ।প্রায় ৫০০ জরূরী নাম্বার, একবছর ধরে ৪ জিবি মেমোরিতে সংগ্রহ করা কিছু পছন্দের গান ও ৩ বছর ধরে ব্যবহৃত নকিয়া ক্লাসিক ৬৩০৩ সেটটি হারিয়ে শোকে কাতর না হলেও বাবা-মা, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আমার সকল শুভাকাঙ্খীদের থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আছি ৩ দিন ধরে।



একটুও মায়া হচ্ছে না মোবাইলটার জন্য! বরং কষ্ট হচ্ছে, কিছু নাম্বারের জন্য।যে গুলো তিলে তিলে সংগ্রহ করেছি ৪ বছর ধরে।দেশের যত যায়গায় গিয়েছি, যত মানুয়ের সাথে মিশেছি ফেরার পথে হয়তোবা মোবাইল নাম্বারটা নিয়েছিলাম আবার দেখা না হলেও যেন অন্তত ফোন করে দু এক মিনিট কথা বলতে পারি।



কষ্ট হচ্ছে অনেক বন্ধুদের জন্য, যাদের সাথে একটি বারও মুখোমুখি হইনি। কিন্তু, মোবাইলের মাধ্যমেও আমাদের বন্ধুত্বের ভীত ছিল অনেক শক্ত।প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে কথা হত কিছু বন্ধুর সাথে।নিরুপায় আমি মোবাইলটি হারিয়ে।সিম কার্ডটিও রেজিষ্ট্রেশন করা ছিল না। তাই নাম্বারটি পূনরায় চালু করা সম্ভব হবে কিনা, নিশ্চত নই। এজন্য হয়তোবা কিছু বন্ধুকে হারাতে হবে চিরতরে..........



ভাবিনি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমায়। তাই কোন কিছুরই Backup রাখার প্রয়োজন অনুভব করিনি। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আজ তিন দিন অতিবাহিত হলো নাম্বারটি একনাগারে বন্ধ। মোবাইলটা অজান্তেই হয়তোবা কোথাও ফেলেছি কিংবা কেউ পকেট থেকে তুলে নিয়েছে।মানুষটিও হয়েতাবা একটা বার হলেও মোবাইলটা ঘেটেছে। ৫শতাধিক কন্টাক্ট নাম্বার, হাজারোর্ধ মেসেজ, প্রয়োজনীয় ডাটা এত কিছু দেখেও তার মনটা চাইল না ফোনটা ফেরত দিতে। বিবেক কি একটুও জাগ্রত হলো না তার?



চাই না মোবাইল! শুধু চাই সিমকার্ড ও কন্টাক্ট নাম্বারগুলি। অনুরোধের এই শব্দ ক'টা কি সেই ব্যাক্তিটার কানে পৌছাবে?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগাররা তো এত বোকা হয় না।

nokia ফোনের পুরো ফোনবুক পিসিতে রেখে দেয়া যায়। আরো নিরাপদ করার জন্য সে ফাইল Google Drive এ রেখে দিতে পারতেন।

এতদিনেও কেন রাখেন নি?

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

আবু রায়হান রাকিব বলেছেন: দরকার হয়নি ভাই! তবে এখন না হলেও হবে...............

২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:২৫

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আপনার জন্য দূঃখ হচ্ছে। তবে ব্যাকআপ ছাড়া আজকাল কেহ চলে জানতাম না।
আপনার সিমকার্ড ফিরে পান, এই কামনা করছি। যদি ফিরে পান সেই শুভ সংবাদটি আমাদের জানতে ভুলবেন না যেন।

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

আবু রায়হান রাকিব বলেছেন: অবশ্যই জানাবো ভাই।

৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৪১

জাহিদবিডি বলেছেন: যা হবার হয়েছে। এখন থেকে এনড্রয়েড ফোন ইউজ করুন। কনট্রাক্ট ও ফোন নম্বর অটো ব্যাকআপ হবে। আর কোনদিন হারানোর ভয় থাকবে না।

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

আবু রায়হান রাকিব বলেছেন: হ ভাই, তাই ভাবতাছি.............

৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩২

দূষ্ট বালক বলেছেন: রবি সিমের নাম্বার ব্যাকাপ রাখে কিভাবে?

৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:০১

বেকার সব ০০৭ বলেছেন: ভাই আপনার কথা সেই লোকের কানে ক্যামবা করে পৌছাবে সেই লোকতো আর সামুতে প্রবেশ করে না ।

বিরাট ভুল করে ফেলেছেন। ফোন নাম্বার গুলো ফেইসবুকে রেখে দিতেন আজীবনের জন্য তাহলে এখন আর কাদতে হত না ।

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

আবু রায়হান রাকিব বলেছেন: উত্তর-১) আফনে ক্যামবা করে শিউর হইলেন ভাই?

উত্তর-২) হয়, ঠিকই কইছেন। এর চেয়ে বিরাট ভুল আর ক্যামনে করুম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.