নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু রায়হান রাকিব

অন্যকে সম্মান করুন। নিজেও এর অধিকারী হতে পারবেন।

আবু রায়হান রাকিব › বিস্তারিত পোস্টঃ

ও রাঁগ তুমি ছেড়ে যাও মোরে........

২৭ শে মে, ২০১৫ রাত ৯:২৯

কথায় কথায় রেগে যাই, মনে হয় বদনখানিতে বিরক্তি রেখাটা শিল্পির তুলি দিয়ে আঁকা হচ্ছে দিনদিন।
বাবা, মা গুরুজনদের উপদেশ, রেঁগে গেলেও মানুষের সাথে হেঁসে কথা বলতে হয়। আষাঢ়/শ্রাবনের গুমোট মারা
আকাশ দেখেছি। হাঁড়ির তলামুখো হলেও বৃষ্টির সময় কালো মেঘের দলকে ফাঁকি দিয়ে
মাঝে মাঝে হেঁসে ওঠে সূর্য মামা। সাময়িক হলেও দুনিয়াটাকে আলোকিত করে।
কিন্তু আমি পারি না কেন? কেন পারি না রাঁগকে আড়াল করে সূর্য-মেঘের লুকোচুরির মত দুটো দাঁত কেলিয়ে
অপছন্দের কারো সাথে হেঁসে কথা বলতে|
পারি না| হয়তো বিবেক সায় দেয় না মিথ্যে অভিনয় করতে। গলায় গলায় ভাব দেখিয়ে লাভ কি?
কিন্তু, সে কি আমাকে বুঝতে পারে? পারবেই বা কেমনে? কজনার স্ক্যানারের মত মন আছে
মানুষের মনের ভাষা পড়ার মত!
রাঁগচটে অভ্যাসটার কারনে শৈশবে অনেককিছু হারিয়েছি। নিয়মিত হারাচ্ছি....ও।
অনেকে বলে তোমার ব্লাড প্রেসার হাই! ডাক্তারের কাছে মাপিয়ে দেখি লো!!! কি আজব ব্যাপার।
কি করি বুঝতে পারছি না। ঠোটের কোঁনায় যে এক চিলতে হাঁসি ছিল, তাও যেন মিলিয়ে যাচ্ছে !!!!

আর হ্যাপী থাকতে পারলাম কই???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.