নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু রায়হান রাকিব

অন্যকে সম্মান করুন। নিজেও এর অধিকারী হতে পারবেন।

আবু রায়হান রাকিব › বিস্তারিত পোস্টঃ

মশার জন্ম নিয়ন্ত্রণে ঢাকায় মশক নিধন কর্মীদের বিশেষ মহড়া!

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

ঢাকার রায়েরবাজার এলাকায় গত কয়েক দিন ধরে মশার উপদ্রব বেড়ে গেছে। যদিও ঢাকা শহরে ইহা নতুন কিছু নয়। আজ দুপুরে খেয়াল করলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিনজন মশক নিধন কর্মী পিঠে বিশাল স্প্রে মেশিন চাপিযে, বীর-বাহাদুরের মত অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে! মশার জন্ম নিয়ন্ত্রণে বহুদিন পর নগর পিতার এমন ভালো উদ্যোগ দেখে আশাবাদী না হয়ে পারলাম না।

ভাবলাম, এবার যদি ম্যালেরিয়া রোগটা কমে যায় :) কিন্তু তাদের (মশক নিধন কর্র্মীদের) পিছে হাঁটতে হাঁটতে খেয়াল করলাম, তারা নালা-নর্দমায় (মশার বাসস্থানে) ঔষধ প্রয়োগ করছে না।

হাঁটার গতি বাড়িয়ে তাদের নাগাল ধরে ঠাট্টাচ্ছলে বললাম, ভাই আপনারা কি মশা মাড়ার বিশেষ মহড়া দিচ্ছেন? মুরুব্বি চাচা মুখে কিছু না বললেও ভাব ভঙ্গিমায় রাঁগের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। তাতে মনে হলো তার সুবিশাল দেহ, রাগান্বিত বদন আর বিশাল স্প্রে মেশিন খানা দেখে আমার মত যদি মশা জাতিও কিন্চিত ভয় পায়, তবেই আমার স্বার্থকতা.......... :)

(বিঃ দ্রঃ- কথাগুলো রসাত্বক কিংবা ব্যঙ্গ মনে হলে ভাবতেই পরেন :) তবে আরো মজা পাবেন যখন ডেঙ্গু আপনার আরামের ঘুম হারাম করে দেবে ;)

#মশা, #সিটি_করপোরেশন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.