নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু রায়হান রাকিব

অন্যকে সম্মান করুন। নিজেও এর অধিকারী হতে পারবেন।

আবু রায়হান রাকিব › বিস্তারিত পোস্টঃ

রাঁগ, অভিমান, ভুল বোঝা-বুঝি = দুরত্ব।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯


কিছু প্রিয় মানুষ হতে দুরে আছি। তার মানে এই না যে, তাদেরকে ভুলে গেছি কিংবা তাদের ভালোবাসি না!
পরস্পরের মাঝে অদৃশ্য দেয়াল টেনে ৩৫০ কিলোমিটার দুরত্বকে আজ হাজার মাইল মনে হচ্ছে। রাঁগ, অভিমান, ভুল বোঝাবুঝি আর যাই হোক না কেন, জানি একদিন সব বরফের মত গলে যাবে। তবুও ভেবে আফসোস হয়- আজকের যে সকালটা আমার বেরস কিংবা নি:সঙ্গ বিকেল কাটছে বিরক্তি ভরা, বিষাদময়। তা আরো সুন্দর হতে পারতো।

আকাশের চাঁদ আর পৃথিবীর মানুষ দু-য়ের মিলনও অসম্ভব নয় আজকের দিনে! দু-পক্ষই যদি এগিেয় আসে তবেই সম্ভাবনা জাগে। আমি আমার মতো আর সে, তিনি, তাহারা নিজেদের। তবে সে আশায় গুড়েবালি

সব দোষ ও দাঁয় আমার। হোক না হোক, আমি অকপটে স্বীকার করে নিচ্ছি। এও জানি ও মানি, যদি ক্ষমার অযোগ্য ভূল করে থাকি, তবে তা অজান্তেই করেছি! এমনও হতে পারে যা তোমাদের কাছে পাহাড়সম, আমার কাছে তুচ্ছ, মামুলি ব্যাপার মাত্র। আমি অপেক্ষায় আছি। একটি গ্রীণ সিগন্যাল এর জন্য! থাকবো আরো যতদিন পারি।

চোখের আড়াল হয়ে হয়তো বা ক্রমশ তাদের মনেরও আড়াল হয়েছি ! তবুও দুর হতে শ্রদ্ধাবনত সম্মান, নিরন্তর শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো নিখাঁদ ভালােবাসা সেই সমস্ত প্রিয়মুখগুলোর জন্য। যাদের আত্নত্যাগ আজও আমাকে সৃষ্টিকর্তার অপরুপ এ ধরনীতে টিকিয়ে রেখেছে সম্মানের সাথে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্রিয় মানুষ গুলো ভাল থাকুক সব সময়। ভাল থাকুন আপনিও ।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

আবু রায়হান রাকিব বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.