| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হয়েছে অনেক আগে,
এখন চোখ খোলা লাগে।
ব্রাশ চালাও জলদি করে সময় আছে কম,
সেজেগুজে স্কুল গিয়ে তারপরেতে দম।
ব্যাগ নিয়ে বই সাজিয়ে হালকা নাস্তা খেয়ে,
অনেক মজা বাবার সাথে স্কুলেতে গিয়ে।
অনেক ভালো পড়বো আমি মা হবে খুশি,
বাবার কাছে তখন আমি চাইবো বেশী বেশী।