| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে টুইটারে সবায় ভালবাসতে চায়। ভালোবাসোতে চায় সহপাঠী ছাত্র-ছাত্রীকে। কেউ বুঝতে চায় না তার বয়স তার পারিপাশ্বিক অবস্থা। বুঝতে চায় না বর্তমান পরিস্থিতি তার অর্থনৈতিক সংগতি এবং এই সম্পর্কের শেষ কোথায়?
যেমন এস এস সি পড়ে এমন একজন ছাত্র তার সমবয়সী একজন ছাত্রীর সাথে সম্পর্ক তৈরি করছে, তার শেষ পরিণতি কি ? ধরুন এইচ এস সি পড়ুয়া এক মেয়ে তার ক্লাসমেট কে ভালোবাসে তাদের কি হবে? যদি অনার্স পড়ুয়া এক ছাত্র তার সমবয়সী সাথে সম্পর্ক তৈরি করে কি হবে তাদের ভবিয্যত।
এই তিন শ্রেণীর ছাত্রছাত্রী কখনো শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ধরে রাখতে পারেনি,এর মধ্যে তাদের যত অনৈতিক ঘটনা তাদেরকে আরো দূরে বহু দূরে নিয়ে যায়। আর এই শিক্ষিত সুন্দর মার্জিত ছেলে মেয়েরা অনায়াসে প্রতারিত হয় একে অন্যের কাছে। তখন তাদের মধ্যে থাকেনা হিতাহিত জ্ঞান,মনবিকতা, সততা ভাললাগা ভালোবাসা।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বক্তব্যঃ
------------------------------------------
একজন ছাত্রী তার সমবয়সীর ছাত্রের সাথে সম্পর্ক করতে পারে, কিন্তু একটা ছেলে তা সহজে পারেনা। পারেনা এই কারণে যে,যখন মেয়েটি বলবে যে আমাকে বিয়ে কর,তখন আসবে বিপত্তি ।কারণ ছেলে ছাত্র অবস্থায় বেকার। পরিবারের অসম্মতি সামাজিক অসঙ্গতি,আলো বাতাসসহ সব কিছু তার প্রতিকূলে,তাই ছেলে মেয়ে ছাত্র থাকা অবস্থায় কোন জটিল সম্পর্কে না জড়ানো ভাল। ছেলে তার কম বয়সী,মেয়ে তার বেশি বয়সীদের সাথে সম্পর্ক স্থাপন সঠিক বলে আমি মনে করি।
পদটিকাঃ পড়ালেখা শেষ করে এবং চাকুরীর ব্যবস্থা করে বিয়ে করলে কিছুটা হলে সুখি হতে পারবে,অন্যথা নয়।
২|
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪
অতঃপর হৃদয় বলেছেন: তাহলে আমার কি হবে এখন !!!!!!!!!! আমার চেয়ে সে বয়সে কিছু বড় । ভালোবাসায় কি বয়স শ্রেণী বলে কিছু আছে?
৩|
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: বিজন রয় দাদা, হা হা হা সুন্দর বলেছেন। অসঙ্গতির কথা বলেছি। খুবভাল লাগল প্রিয় দাদা। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৪|
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: অতঃপর হৃদয় ভাই, আমার মনে হচ্ছেনা আপনি এমন কিছু করছেন, দুই একটা ঘটনা থাকতে পারে। তাও আপনি আমাকে ভাবতে হবে, নিজের মনের ভাব প্রকাশে জন্য ধন্যবাদ। অসঙ্গতির কথা বলছি। এইটা একান্ত আমার দর্শন অন্য কাউকে আহত করার জন্য নয়, কেউ আহত হলে আমি মাফ চেয়ে নিচ্ছি। সুন্দর মন্তব্য করেছেন,পাশে থাকার জন্য ধন্যবাদ।
৫|
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৮
কল্লোল পথিক বলেছেন: সমবয়সীদের মধ্যে বিয়ে হওয়া ভাল না।
৬|
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২
মোস্তফা সোহেল বলেছেন: আজকাল প্রেম করতেই সবাই ব্যস্ত ভবিষ্যৎ কি হবে তা আর কয়জন ভাবে
৭|
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: প্রিয় কবি কল্লোল পথিক ভাই, ব্লগের প্রথম দিন থেকে আপনাকে ভালোবেসে ফেলেছি। সহমত প্রকাশের জন্য ধন্যবাদ।আপনি ভাল থাকবেন, অনেক দোয়া করি।
৮|
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: শ্রদ্ধেয় মোস্তফা সোহেল ভাই, বাস্তব বলেছেন কিন্তু না ভাবার কারণে সমাজে যত অসঙ্গতি, যতো অপরাদ। আমার লেখার উদ্দেশ্য হল কিছুটা হলেও বুঝতে, এবং সামাজিক অনুশাসন মেনে চলতে। খুব ভাল মন্তব্য করেছেন, আমাকে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, শুভ কামনা।
৯|
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭
প্রামানিক বলেছেন: আপনার যুক্তি ঠিক আছে।
১০|
২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: প্রিয় প্রামানিক ভাই, সহমত প্রকাশের জন্য ধন্যবাদ, মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ কবিবর।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯
বিজন রয় বলেছেন: সমবয়সীদের মদ্যে বিয়ে হওয়া ভাল না।
তবে প্রেম মানেনা ঘড়ির কাঁটা।