![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে পারিনি তোমাকে ভুলতে
তুমিতো দীর্ঘ সময় পাশে ছিলে রক্ত চোষা জোঁকের মত
কতো না আপন হয়ে শরীর স্পর্শ করে
ভালোবাসার মিলন মেলায়
তাই পারছিনা ভুলতে।
তুমিতো আস্তে আস্তে করে আগেই বলছো
কখনো ভুলে যাবে না ভুলে!
তোমার ধীর গতির বলায় আমাকে খুব অনুপ্রেরণা দিত,
আমিতো তোমাকে বিশ্বাস করতে শুরু করি
কিন্তু সময় যে আর থেমে নেই
ঠিক তোমার আমার মতো।
তাইতো সময়ের স্রোতে তুমি হারিয়ে গেলে
রেখে গেলে হাজারো জানা অজানা স্মৃতি
ডুবিয়ে দিলে যত গল্প বলা দিনের রঙিন স্বপ্ন।
আজো স্মৃতি কাঁদি
খুজে তোমায় তোমারে মাঝে, মিলেনি উত্তর
আমিও খুজি স্মৃতিদের রাজ্যে
নানা ঠিকানায় নানা ভাবে,
তুমিতো গেলে!রেখে গেলে না চিহ্ন
সবে ধোঁয়াশা অন্ধকার করে গেলে।
প্রতিনিয়ত তোমার অভাব আমাকে করে
বিষণ্ণ,নির্জীব,স্বাদহীন
গন্ধহীন এক অক্ষম প্রেমিক
সত্যি বলছি-
আসলে পারিনি তোমাকে ভুলতে!
১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: হুকুম আলী ভাই, খুব সুন্দর বলেছেন। অনুপ্রাণিত হলাম। অসংখ্য ধন্যবাদ ।
২| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৩২
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: প্রিয় কল্লোল পথিক ভাই, শুভ সকাল। সুন্দর মন্তব্য করেছেন। উৎসাহ পেলাম। সব সময় পাশে আছেন ভেবে খুব ভাল লাগে। দীর্ঘায়ু কামনা করি।
৩| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৫০
Monnu বলেছেন: অনেক ভাল হয়েছে
১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: মন্নু ভাই, মন্তব্যে অনুপ্রাণিত হলাম, অশেষ ধন্যবাদ ,,,,,
৪| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:১৬
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসার মানুষকে ভোলা কি এতই সহজ।কবিতা ভাল লেগেছে
১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: মোস্তফা সোহেল ভাই, খুব সুন্দর মন্তব্য করেছেন। ভাললাগা জানবেন। মন্তব্যে অনুপ্রেরনাপেলাম। অশেষ ধন্যবাদ।
৫| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:২৬
রোদেলা বলেছেন: ্কষ্ট ভরা ভালোবাসা।
১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১০
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: রোদেলা দিদি, খুব সুন্দর করে মন্তব্য করেছেন। মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম। শুভ সকাল। অশেষ ধন্যবাদ।
৬| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:২২
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: রোদেলা দিদি, খুব সুন্দর করে মন্তব্য করেছেন। মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম। শুভ সকাল। অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৩০
হুকুম আলী বলেছেন: যেমন ছবি তেমন কবিতা।