![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাংবাদিক ও লেখালেখি করি
মোবাইল ফোনে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদিরসাত্মক সংলাপ নিয়ে তুমুল আলোচনা চলছে দেশ-বিদেশে। সম্প্রতি এমন কয়েকটি অডিও ক্লিপ ইন্টারনেটে ছেড়েছে বাংলা লিকস্ নামে ইন্টারনেটভিত্তিক এক সংগঠন।
https://soundcloud.com/delawar-saidi
জামায়াতের পক্ষ থেকে এসব ক্লিপকে নকল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলেও প্রকাশিত সব ক্লিপকে আসল দাবি করে প্রকাশকারীরা বলছে, এমন আরো ক্লিপ আছে তাদের হাতে। শিগগিরই সেগুলো প্রকাশ করা হবে। এমনকি প্রকাশিত ক্লিপ কেউ ভুয়া প্রমাণ করতে পারলে তাকে এক লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়ারও ওপেন চালেঞ্জ ছুঁড়েছে বাংলা লিকস। এসব টেপে একাধিক নারীর সঙ্গে সাঈদীর অশ্লীল, আদিরসাত্মক ও কুরুচিপূর্ণ সংলাপ রয়েছে।
এ অডিও ক্লিপ যারা নকল মনে করছেন তাদের প্রতি ছুঁড়ে দিয়েছে বাংলা লিকস।
সংগঠনটির দাবি, এ কণ্ঠস্বর যে সাঈদীর তার পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে। যদি কেউ এসব ক্লিপ মিথ্যা প্রমাণ করতে পারে, তাহলে তাকে একলক্ষ ইউএস ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলা লিকস্ দাবি করে, যারা শুনবেন সবাই যেন ক্রমানুসারে সব প্রকাশনা শোনেন। এ টিমে কাজ করা একজন সদস্য বলেন, ``এ ক্লিপ যারা অবিশ্বাস করছেন, তারা ২/১টি শুনেই মন্তব্যে বসে যান যে, আমরা কোনো ফেরেশতার নাম নিয়ে বদনাম রটাচ্ছি। তাদের দাবি ওগুলো নাকি ফেইক, কণ্ঠ নকল করে বানানো। যদি তাই হয় তাহলে অবিশ্বাসকারীদের অনুরোধ করব, যেকোনো বিখ্যাত একজনের সঙ্গে অন্য যে কারো কথোপকথনের একটি উদাহরণ প্রকাশ করুন। আমরা অধীর আগ্রহে আপনার প্রকশনাটি গ্রহণ করব।`অনুসন্ধানে জানা গেছে, বাংলা লিকস টিমে বিশ্বের ৮ টি দেশ থেকে সর্বমোট ২৪ জন সদস্য কাজ করছে। শিগগিরই তারা সাঈদীর সংলাপ দাবি করে আরও কয়েকটি অডিও ক্লিপ ইন্টারনেটে ছাড়বে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
রোবটিক ম্যান বলেছেন:
মেশিন Expire
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
অতৃপ্ত আত্মা বলেছেন: বার বার ইহা সত্য প্রমানিত হবে
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
বেকার মানুষ বলেছেন: জইল্লা পম গানা বলেছেন: মেশিন চলবে .
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
জইল্লা পম গানা বলেছেন: মেশিন চলবে