নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাংবাদিক। সততার সাথে কাজ করি। উচিত কথা বলার জন্য অনেকের চোখে আমি একজন উগ্র মানুষ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গনযোগাযোগ এ অনার্স এবং এমএ পাশ করেছি।

আরিয়ান স্ট্যালিন

আমি একজন সাংবাদিক ও লেখালেখি করি

আরিয়ান স্ট্যালিন › বিস্তারিত পোস্টঃ

অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তাই........

০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৪

অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তাই সংবাদ সম্মেলনে একটি প্রশ্নেরও উত্তর দেননি খালেদা জিয়া। যদি যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষেই থাকবেন তাহলে জাতীয় সংসদে প্রস্তাব পাসের দিন সংসদে কেনো ছিলেন না খালেদা জিয়া?.....যদি মান এবং নির্ভুল আইন নিয়ে এতোই চিন্তিত থাকেন তাহলে আইন পাস এবং সংশোধনীর দিন কেনো সংসদে ছিলেন না খালেদা জিয়া?.....তার দল যখন জামায়াতকে নিয়ে নির্বাচনী জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছে তখন আওয়ামী লীগ তার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে যুদ্ধাপরাধীদের কথা বললেও এখন তাতে জাতীয় ঐকমত্য গঠন জরুরি ছিলো বলছেন খালেদা জিয়া।যুদ্ধাপরাধীদের পক্ষে আপোষহীন নেত্রীর আপোষহীন অবস্থান। সংবাদ সম্মেলনে নাটকীয় কায়দায় খালেদা জিয়া ‘স্তম্ভিত, ক্ষুব্ধ, মর্মাহত’ বললেও জামায়াত-শিবির যে পুলিশ হত্যা করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে প্রকৌশলীকে খুন করেছে, কলেজ শিক্ষককে হত্যা করেছে, সাধারণ ফল বিক্রেতা-রিকশাঅলার জীবন কেড়ে নিয়েছে, বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশ-র‌্যাবের ওপর ঝাপিয়ে পড়েছে সেই বিষয়ে একটি কথাও বলেননি।বাইশ ফেব্রুয়ারি ইসলামী দলগুলোর কর্মসূচি আর বৃহস্পতিবার সাঈদীর ফাঁসির রায়ের পর সারাদেশে জামায়াতের যে তান্ডব তার মধ্যে যে কোনো সম্পর্ক নেই তা উল্লেখ না করে বৃহস্পতিবার জামায়াতের সহিংসতাকেও ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ প্রতিবাদ বলেছেন খালেদা জিয়া।বাইশে ফেব্রুয়ারি ইসলামী দলগুলোর ভেতরে ঢুকে জামায়াত-শিবির যে মসজিদের ভেতর ভাংচুর করেছে, জায়নামাজে আগুন দিয়েছে, সাংবাদিকদের পিটিয়েছে, পুলিশকে রক্তাক্ত করেছে সেই কথা বেমালুম চেপে গিয়ে সরকারি দলের বিরুদ্ধে মসজিদে ঢুকে মুসল্লি, খতিব ও ইমামদের হেনস্তা করার অভিযোগ এনেছেন খালেদা জিয়া।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

পরীবানু বলেছেন: এই মেট্রিক পাশ বেটি আর কি বলবে!! ওনার এখন ক্ষমতা দরকার। তারেক/কুকুর ভবিষ্য তো অন্ধকারে থাকতে পারে না।

২| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০০

এ্যানড্রোমিডা বলেছেন: এইতো কিছু দিন আগে উইকিলিক্সে প্রকাশিত হয়েছিলো এবং বাংলদেশের মিডিয়া গুলো তা ফলাও করে প্রচারও করেছিলো যে বি.এন.পির ১৯৯১ সালের নির্বাচনের ব্যায় পাকিস্তানের আই.এস.আই বহন করে ছিলো - তো এটাই কি স্বাভাবিক নয় যে খা লেদা র রাজনৈতিক আবস্থান যুদ্ধ আপরাধীদের পক্ষেই হবে।

"অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তাই সংবাদ সম্মেলনে একটি প্রশ্নেরও উত্তর দেননি খালেদা জিয়া"

- উনি তো পরিষ্কার ভাবে বুঝিয়েই দিলেন যে তিনি বাংলাদেশের নন ১৯৭১ সালে পরাজিত পাকিস্তানের পক্ষের একজন।

" বৃহস্পতিবার জামায়াতের সহিংসতাকেও ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ প্রতিবাদ বলেছেন খালেদা জিয়া"

- পাকিস্তানিদের দৃষ্টিকোন থেকে জামাত শিবির এরা হলো সবচেয়ে দেশপ্রমিক, পাকিস্তানের দেশাত্ব বোধে জাগ্রত একাটা দল, ১৯৭১ সালে জামাতের ভায়োলেন্স ছিলো দেশ প্রমে উদ্ভুদ্ধ একদল লোকের দেশ ও ইসলাম রক্ষায় সংগ্রাম। যে হেতু খা লেদা বাংলাদেশে বাঙ্গালির বেশে পাকি দের প্রতিনিধি তার কাছে এমনটা মনে হওয়াটাই কি স্বাভাবিক নয়।

৩| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১৯

বাদল১৩১০ বলেছেন: দেশের একমাত্র নির্ভিক সংবাদ বিক্রেতা, সায়েদী হুজুরের মেশিনের উত্তরসরী মহা মধুর রহমানের জন্যও মেডামের পরান কান্দে

৪| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৫২

মাগুর বলেছেন: বিএনপি+জামায়াতে ইসলামী= জাতীয়তাবাদী জামায়াতে ইসলাম :P
আর খালেদা জিয়া এর মহিলা নায়েবে আমীর ;)

আমার আফসুস একটাই, ম্যাডাম জিয়া পূর্ণ চিকিৎসা সমাপ্ত না করেই ক্যান যে দেশে ফিরে আসলেন! নাকি সিঙ্গাপুরের ডাক্তারদের চিকিৎসার মাণ কমে গেছে!! মওদুদী ব্রেইন ওয়াশ যে কত শক্তিশালী সেটা দুই দুইবারের নির্বাচিত প্রধাণমন্ত্রীকে দেখে স্পষ্ট বোঝা যায়!

৫| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: ঘষেটি বেগমকে সাংবাদিকেরা প্রশ্ন করতে চাইলে তিনি বলেন- দেখাতো হবেই আজকে প্রশ্ন কইরেন না হাতে মাচুদুরের লেখা স্ক্রিপ্ট নাই উত্তর দিতারুম না।
আর তাছাড়া আগে দেখি আমাগো জামাতি ভাইরা কি বলে। নাহয় এক কাজ করতে পারেন আপনারা প্রশ্ন আজকে করেন আমি কালকে জামাতের সাথে সলাপরামর্শ করে উত্তর জানাইয়া দিবোনে। কি বলেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.