![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।
মাহমুদুল্লাহ রিয়াদ কোন পজিশনে বেটার..?
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ। এখন পর্যন্ত বিশ্বকাপে তিনিই আমাদের একমাত্র সেঞ্চুরিয়ান। মনে আছে, ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এর বিপক্ষে মাহমুদুল্লাহর ব্যাক টু ব্যাক দুইটি সেঞ্চুরির কথা?সেবার বাংলাদেশ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলে। তাতে মাহমুদুল্লাহ অবদান ছিল অনস্বীকার্য।
ম্যাচ দুটির কথা একটু মনে করিয়ে দিই।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড। ডু অর ডাই ম্যাচ।
২.১ ওভারেই দলের দুই ওপেনার বিদায় নিয়েছেন জেমস অ্যান্ডারসন এর বলে। স্কোরবোর্ডে ৮ রান। মাহমুদুল্লাহ ক্রিজে আসলেন। সৌম্যকে নিয়ে গড়লেন ৮৬ রানের পার্টনারশিপ। স্টুয়ার্ড ব্রড আর আন্ডাসনরা কেউই মাহমুদুল্লাহর সামনে সুবিধা করতে পারেনি। সৌম্য আর সাকিব ৫ রানের ব্যবধানে আউট। স্কোর্বোর্ডে ৯৯-৪ (২১.৫ ওভার)। মাহমুদুল্লাহ মুশফিককে নিয়ে দলের হাল ধরলেন আবারওও। ১৩৯ রানের পার্টনারশিপ। দলীয় ২৪০ রানের সময় ২টি ছক্কা আর ৭টি চারে ১৩৮ বলে ১০৩ রান করে মাহমুদুল্লাহ আউট হন। মনে রাখিয়েন, মাহমুদুল্লাহ যখন ক্রিজে নামেন তখন দলের রান ছিল মাত্র ৮। তার মানে মাহমুদুল্লাহ সৌম্য, সাকিব আর মুশফিককে নিয়ে মোট ২৩২ রানের পার্টনারশিপ করে। মাহমুদুল্লাহ আর মুশির কাঁধে ভর করে সেই ম্যাচে বাংলাদেশ করে ২৭৫ রান। সেই ম্যাচে বাংলাদেশ ১৫ রানে জিতেছিল।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড।
৫.৪ ওভারে দলীয় ২৭ রানেই দুই ওপেনারের বিদায়। মাহমুদুল্লাহ নেমে সোম্যকে নিয়ে গড়েন ৯০ রানের পার্টনারশিপ। তারপর একে একে সাকিব, মুশফিক, সাব্বিররা আউট হলেও এক প্রান্ত ঠিকই আগলে রাখেন তিনি।
সাকিবও তিনে ভালো করবে বলে বিশ্বাস। তবে মাহমুদুল্লাহ বেটার হতো। মাহমুদুল্লাহ যেভাবে মাথা ঠান্ডা রেখে খেলতে পারে এটা আমাদের টিমে কেউই খেলতে পারে না। সেই ম্যাচে বাংলাদেশ করে ২৮৮ রান। আর মাহমুদুল্লাহ ৩টি ছয় ও ১৩টি চারে ১২৩ বলে অপরাজিত ১২৮ রান করেন। তারমানে মাহমুদুল্লাহ। তারমানে মাহমুদুল্লাহ ক্রিজে থাকাকালীন মোট ২৬১ রান আসে।
.
.
মাহমুদুল্লাহ তখন যদিও চারে খেলেছিল তা তিনে খেলার মতোই। কেননা তাঁকে দুটি খেলাতেই পাঁচ ওভারের মধ্যে নামতে হয়েছিল।
এখন আমার অপিনিয়ন হল, বিশেকাপে মাহমুদুল্লাহকে তিনে খেলানো হোক।
বর্তমানে তিনে খেলছে সাকিব। সাকিব নিজেও জানিয়ে দিয়েছে এটা তার প্রিয় পজিশন। সো আমরা এগুলো বলে লাভ নেই। মনে হয় না সাকিবকে তিন নম্বর থেকে সরানো হবে।
সাকিব অন্য পজিশন থেকে তিনেই সবচে বেশি ভালো খেলে। আর এই পজিশনে কমপক্ষে ১০ টি ম্যাচ খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সাকিবই সেরা। পরিসংখ্যান তাই বলছে। তিনে সাকিব ১4টি ইনিংস খেলে ৪১ গড়ে করেন ৪৬১ রান যেখানে তার মোট গড় ৩৫। ৪৬১ রান করার পথে ফিফটি করেন ছয়টি। আর তামিমের সাথে সাকিবের পার্টনারশিপটাও বেশ জমে উঠে।
বিশ্বকাপে সাকিব তিনে আরো ভালো পারফর্মেন্স করবে বলে আমার বিশ্বাস।
তবে মাহমুদুল্লাহ এখানে বেটার হতো। যেকোন দলে তিন নম্বরে টেকনিক্যালি সেরা প্লেয়াররাই খেলে থাকে সাধারনণত। মাহমুদুল্লাহ যেভাবে মাথা ঠান্ডা রেখে খেলতে পারে এটা আমাদের টিমে কেউই খেলতে পারে না।
মাহমুদুল্লাহকে বর্তমানে ছয়ে খেলানো হয়। পরিস্থিতি বিবেচনায় ৫ নম্বরেও নামতে পারে।
আর এই জায়গাটে মানে পেছনে একজন ম্যাচ ওইনার প্লেয়ার দরকার যে মাথা ঠান্ডা রেখে খেলতে পারবে আবার প্রয়োজনের সময় মেরেও খেলতে পারবে। আর সবচেয়ে বড় কথা হল এই জায়গাটা মারাত্মক চাপের। বলতে গেলে ম্যাচের হারজিত নির্ধারণই হয়ে থাকে এখানে। চাপের কারণে এই জায়গাটাতে অনেক ভালো খেলোয়াড়েরা ভালো খেলতে পারে না।মাহমুদুল্লাহ পরিক্ষিত ক্রিকেটার। এই হিসেবে পেছনে মুশফিক ছাড়া মাহমুদুল্লাহর মত বেটার আর কেউ নেই।কাজেই মাহমুদুল্লাহকে পেছনে খেলানো আর সাকিবকে তিনে খেলানোর যৌক্তিকতা আছে।
যাইহোক, আমি টিম সিলেক্টর হলে তিনে মাহমুদুল্লাহকেই খেলাতাম। ৪ ও পাঁচে মুশি ও সাকিব।
কেন রাখতাম তা উপরের লেখাতেই পরিষ্কার করে দিয়েছি।
এই তো, গতকালই ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক বাংলাদেশকে নিয়ে প্রেডিকশন দেন। সেখানে তিনি মাহমুদুল্লাহকে নিয়ে আলাদাভাবে কিছু কথা বলেন।
"মাহমুদউল্লাহকে নিয়ে তাঁর একটি
পর্যবেক্ষণ আছে। তাঁকে উঁচু মাপের
ব্যাটসম্যান বলেই মনে করেন তিনি। কিন্তু
মাহমুদউল্লাহকে বাংলাদেশ ঠিকভাবে
ব্যবহার করতে পারছে না, এমনটাই মনে
করেন চোপড়া।" এই অংশটা প্রথম আলো থেকে নেয়া।
.
আরেকটা কথা, সিনিয়রদের মধ্যে মাহমুদুল্লাহর স্ট্যাট একদম সাদামাটা। স্ট্যাট দেখলে আর কয়টা সাধারণ প্লেয়ারের মতোই তাঁকে মনে হয়। একটু উপরের দিকে খেললে মাহমুদুল্লাহর রান হয়তো তামিমের চেয়েও বেশি হত। বেশি না হলেও ছয় হাজারের আশেপাশেই থাকতো বলে আমি মনে করি।
তিনি সব সময় দলের জন্য নিবেদিত প্রাণ। সবসময় দলের জন্য তিনি উজার করে দেন। তার নির্দিষ্ট জায়গা নেই। কখনো খেলেন তিনে, কখনো চারে কখনো পাঁচে, কখনো ছয়ে। বেশির ভাগ সময় তাঁকে খেলতে হয় ৭ নম্বরে। মাহমুদুল্লাহ টেকনিক্যালি খুব ভালো ও একজন ফ্লেক্সিবল ক্রিকেটার বলেই তাঁকে এত্তসব পজিশনে খেলিয়ে অন্যদেরকে ভালো করার সুযোগ করে দেয়া হয়।
দলের জন্য তার এই বৃহৎ ত্যাগ তত্যাগ বাইরে থেকে আমাদের চোখে পড়ে না। বাংলাদেশের ম্যাচে তার অবদান চোখে পড়ে না। এজন্যেই ছেলেটাকে বলা হয় 'সাইলেন্ট কিলার'। আর আজকের এই বাংলাদেশের বাংলাদেশ হয়ে উঠতে তার রয়েছে বিরাট অবদান।
এই কথাগুলো বলার উদ্দেশ্য। নতুনরা যাতে মাহমুদুল্লাহ রিয়াদকে ফলো করে, তার সেক্রিফাইস থেকে শিক্ষা নেয়। পঞ্চপাণ্ডব থাকাকালীন যদি নতুনরা শিখতে না পারে(ম্যাচ রিডিং, হার্ড ওয়ার্ক, ট্যাকনিক, আর বিশেষ করে সেক্রিফাইস) তাহলে বাংলাদেশ এক যুগ পিছিয়ে পড়বে।
খেলবে টাইগার, জিতবে দেশ।
ব্লগাররা ফেসবুকে আমাকে এড দিতে পারেন। কোন ব্লগার এড দিলে অবশ্যই মেসেজ করে জানাবেন যাতে চিনতে পারি। ধন্যবাদ।
Akter R Hossain লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। সুবিধার্তে লিংক দিলাম: http://www.facebook.com/arh100
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:১৫
আকতার আর হোসাইন বলেছেন: প্রথম মন্তব্যে
আপনাকে দেখে খুবই আনন্দিত
হলাম প্রিয় কবে হে।
আপনাকে লেখাটি ভাবাল, তার মানে
আমার লেখা কিছুটা হলেও আপনার কাছে
যুক্তিপূর্ণ মনে হয়েছে যা আমার জন্য
সুখকর।
ভালো থাকবেন, চারিপাশকে ভালো
রাখবেন।
২| ২০ শে মে, ২০১৯ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত।
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:১৮
আকতার আর হোসাইন বলেছেন: পাঠ ও সহমত জানিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানবেন রাজীব ভাই।
আফসোস বিসিবি যদি এরকমভাবে ভাবতো।
এর আগে ২০১৫ সালের দিকে সুনীল গাভাস্কারও একবার বলেছিলেন মাহমুদুল্লাহকে যাতে উপরের দিকে খেলানো হয়।
৩| ২০ শে মে, ২০১৯ রাত ১১:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম দিকটা পড়েছি। ভালো লেগেছে লাইক। আপনার অনুভুতিতে শ্রদ্ধা।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় হোসাইন ভাইকে।
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:২২
আকতার আর হোসাইন বলেছেন: ব্লগে আপনার বিচরণ ও মন্তব্য অন্যরকম ভালো লাগা এনে দেয়...
প্রথম দিকটা পড়ে ভালো লাগায় আনন্দিত হলাম।
অনুরোধ থাকবেন শেষের দিকে 'আন্ডালাইন' করা লেখাটার পরের অংশটা পড়বেন।
অনিঃশেষ ভালবাসা
৪| ২১ শে মে, ২০১৯ রাত ১২:০৮
সাহিনুর বলেছেন: হ্যা আমার ও তাই মনে হয়
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৪
আকতার আর হোসাইন বলেছেন: আপনার অভিমত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।
বিসিবি যদি সেভাবে ভাবতো, আফসোস। যদি এতদিনে সাব্বির, মোসাদ্দেকরা নিজেদের তৈরি করতে পারতো হয়তোবা মাহমুদুল্লাহকে সামনেই খেলানো হত।
৫| ২১ শে মে, ২০১৯ রাত ১:৩০
পথিক প্রত্যয় বলেছেন: লোয়ার অর্ডার খুব একটি ভাল অবস্থায় নাই। তাই রিয়াদই ভরসা। গত বিশ্বকাপের আগেও রিয়াদকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল । বাঙালি অবস্থান পাল্টাতে সময় নেয় না। এবার প্রচুর রান হবে ।
২১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৯
আকতার আর হোসাইন বলেছেন: এখানে অভিমত প্রকাশ করার জন্য প্রথিমেই আপনাকে ধন্যাক জানাচ্ছি।
আপনি ঠিকই বলেছেন।। বাঙালি অবস্থান পাল্টাতে সময় নেয় না।
তারচে ভয়ংকর কথা কি জানেন, বাঙ্গালি যুক্তিপূর্ণ আলোচনা সমালোচনা করতে জানে না। যেটা জানে আমাদের ক্রিকেটারদের গালাগালি করা। এইতোহ, ফাইনালের আগে আমি একটা গ্রুপে পোস্ট করেছিলাম। লিটনকে বাদ দেয়ার মতো সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছিলাম।
ওখানে মোসাদ্দেককে নিয়ে বাজে মন্তব্য এসেছিল। অনেকের পোস্টে তোহ অশ্রাব্য ভাষার ব্যবহার করতে দেখেছি।
অথচ সেই মোসাদ্দেকই কিনা আমাদের শিরোপা জয়ের নায়ক বনে গেল।
৬| ২১ শে মে, ২০১৯ দুপুর ১২:১৩
আকতার আর হোসাইন বলেছেন: প্রথম মন্তব্যে আপনাকে দেখে খুবই আনন্দিত হলাম প্রিয় কবে হে।
আপনাকে লেখাটি ভাবাল, তার মানে আমার লেখা কিছুটা হলেও আপনার কাছে যুক্তিপূর্ণ মনে হয়েছে যা আমার জন্য সুখকর।
ভালো থাকবেন, চারিপাশকে ভালো রাখবেন।
৭| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:২৮
নীল আকাশ বলেছেন: বাংলাদেশের ক্রিকেট টীমকে নিয়ে যতবার খুব বেশি উচ্চাশা করেছি ততবারই লজ্জা পেয়েছি। ক্রিকেট একটা খেলা ছাড়া আর কিছু না। এদেরকে নিজেদের মতো খেলতে দিন।
ধন্যবাদ।
৮| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২২
ল বলেছেন: আপনার ভাবনটা আমাকে ভাবালো