নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আামি

আরহাসান

আমি কিসু জানি না

আরহাসান › বিস্তারিত পোস্টঃ

ফরেক্স স্ট্রাটেজি'র সাতকাহন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

নতুন ফরেক্স ট্টেডারদের প্রায়ই মাথা ঠুকতে দেখা যায় "ট্রেডিং স্ট্র্যাটেজি" নিয়ে। "ভাই আপনার স্ট্র্যাটেজিটা কি দেয়া যাবে ?" কিংবা "আপনার স্ট্র্যাটেজিটা কি ?" এরকম কথা প্রায়ই ফেসবুকে দেখা যায়। আমাকে একথা কেউ বললে বলি, আমি এনা্লাইসিস শেখাতে পারি কিন্তু স্ট্র্যাটেজি শেখাতে পারবো না। বস্তুত একজন ট্টেডারের একটা স্ট্র্যাটেজি দাড় করাতে মাসের পর মাস লাগতে পারে। এবং সে যে স্ট্র্যাটেজিতে সফল হয়েছে সবাই যে তাতে সফল হবে তার কোনো গ্যারান্টি নাই। কারন প্রতিটা ট্রেডার ইউনিক। একটা ট্টেড কতক্ষন ধরে রাখবো, কত পিপস লাভ করবো, কত পিপস লস করবো .. এটা একেক জনের একেক রকম হবে। তাই স্ট্র্যাটেজিও নিজেকেই ডেভেলপ করতে হবে । বিস্তারিত Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

রাকি২০১১ বলেছেন: Forex Trade is not compatible with Islam. So, dear Muslim Brothers, please avoid Forex Trade. If any confusion- please consult ulema. May Allah Save Us.

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

আরহাসান বলেছেন: ফরেক্স কেনো মুসলিমদের জন্য বৈধ নয় জানালে খুশি হতাম।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

প্রত্যাবর্তন@ বলেছেন: কারণ gharar - excessive uncertainty এইজন্য ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

প্রত্যাবর্তন@ বলেছেন: তাছাড়া আপনি জানেন যে ফরেক্স মার্কেটে আপনার হোল্ডিং এ এই মুহূর্তে কোন কারেন্সি না থাকলেও তা সেল করে পজিসন নিতে পারেন, খালি ডেলিভারির ডেটে আপনি সেইটা সংগ্রহ করতে পারলেই হল । কিন্তু হোল্ডিং এ না থাকলে তো ইসলামি নিয়মে আপনি কোন কিছু সেল করতে পারার কথা না যতদূর জানি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

আরহাসান বলেছেন: ফরেক্স মার্কেট সর্ম্পকে আপনার ধারনা নায়, এজন্য এটা বলছেন।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

আরহাসান বলেছেন: ফোরেক্স একটা বিজনেস, কেউ কেউ এটাকে গ্যাম্বিং বানিয়ে ফেলেছে। কেউ কেউ এই বিজনেস করে ১ দিনেই বড়লোক হতে চায়, এটা বিজনেস এর দোষ না, ট্টেডারের দোষ।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

প্রত্যাবর্তন@ বলেছেন: প্রত্যাবর্তন@ বলেছেন: তাছাড়া আপনি জানেন যে ফরেক্স মার্কেটে আপনার হোল্ডিং এ এই মুহূর্তে কোন কারেন্সি না থাকলেও তা সেল করে পজিসন নিতে পারেন, খালি ডেলিভারির ডেটে আপনি সেইটা সংগ্রহ করতে পারলেই হল । কিন্তু হোল্ডিং এ না থাকলে তো ইসলামি নিয়মে আপনি কোন কিছু সেল করতে পারার কথা না যতদূর জানি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
লেখক বলেছেন: ফরেক্স মার্কেট সর্ম্পকে আপনার ধারনা নায়, এজন্য এটা বলছেন।


@ তাহলে আপনি বলতে চাইছেন একজন ইস্লামী ব্যাঙ্কার ইউরো হোল্ডিং এ না থাকা সত্বেও ইউরো ডলার ক্রসে ইউরো সেল করে ট্রেডের জন্য পজিসন নিতে পারবে ?

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: গ্যাম্বলিং এর ইস্লামি পরিভাষা হচ্ছে মাইসির । আমার বিবেচনায় ইসলামি সমাজ ফরেক্স ট্রেডিং হারাম না হালাল বলবে এই দোটানায় আছে কারন excessive uncertainty পরিভাষার জন্য ।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

আরহাসান বলেছেন: ফরেক্স এ সেল মানে বেজ কারেন্সি চেন্জ হওয়া। উদাহরণ: EUR/USD বায় মানে একানে EUR বেজ কারেন্সি, কিন্তু EUR/USD সেল মানে USD বেজ কারেন্সি। কোনো কিছু না্য় তাও সেল করছি-ব্যপারটা তা না। "সেল" শব্দটাতে অনেকে দ্বিধান্বিত হয়ে ্যায়।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

প্রত্যাবর্তন@ বলেছেন: আরহাসান বলেছেন: ফরেক্স এ সেল মানে বেজ কারেন্সি চেন্জ হওয়া। উদাহরণ: EUR/USD বায় মানে একানে EUR বেজ কারেন্সি, কিন্তু EUR/USD সেল মানে USD বেজ কারেন্সি। কোনো কিছু না্য় তাও সেল করছি-ব্যপারটা তা না। "সেল" শব্দটাতে অনেকে দ্বিধান্বিত হয়ে ্যায়।


@ ও !! যুগ হয়তোবা চেইঞ্জ হয়ে গিয়েছে ।

আমি আগে যখন ফরেক্স ট্রেডিং করেছিলাম তখন রয়টার্স ডিলিং সিস্টেমে করার সুযোগ হয়েছিল । সেখানে I Buy or I Sell হিট করলেই সেই লেখা পর্দায় চলে আসত এবং এইভাবে ডিল কনফার্ম হত ।

এখন অন্য ট্র্যাকে আছি ।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

প্রত্যাবর্তন@ বলেছেন: আরহাসান বলেছেন: ফরেক্স এ সেল মানে বেজ কারেন্সি চেন্জ হওয়া। উদাহরণ: EUR/USD বায় মানে একানে EUR বেজ কারেন্সি, কিন্তু EUR/USD সেল মানে USD বেজ কারেন্সি।


@ উঁহু । যদি দুই ক্ষেত্রেই quotation EUR/USD হয়, তাহলে বাই এবং সেল দুই ক্ষেত্রেই ইউরো , ইউএস ডলারের এগেন্সটে বেইজ কারেন্সি এবং EUR/USD এইভাবে কোটের বেলায় USD টার্ম কারেন্সি ।

1 EUR = 1.56 USD

if one unit of any currency is expressed in terms of other currency, then the currency expressed in one unit, is called base currency.

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

রাকি২০১১ বলেছেন: প্লীজ ভিজিট : Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.