| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরিফুর রহমান হাছনাইন
PhD Research Fellow I Columnist I Mind Boost Trainer I Sociologist I Real Estate & Media Specialist I Entrepreneur I
এগোনোর একটা দরজার বন্ধ হয়ে গেলে,
সর্বদা দুটো দরজা খুলে যায় - ।
এটা অদম্য অপ্রতিরোধনীয়
প্রকৃতির বয়োবৃদ্ধির এক অনবদ্ধ খেলা-
দৃষ্টি ঘুড়িয়ে দেখে চিনে নিতে হয়,
সে অপেক্ষমাণ খোলা দরজাগুলোকে!!
তাই দরজা বন্ধ হয়ে গেলে,
থেমে না যেয়ে, দৃষ্টির প্রখরতা বাড়িয়ে-
অজানাকে জানতে খুজে নিতে হয়,
অধিক সম্ভাবনার আহবান আর আবেদনগুলোকে।।
গতিশীল জীবনধারায়, অকস্মাৎ দুঃসময় আসে
আপনকে চিনিয়ে দিতেই,
খুব অল্প সময়ে চিনে নেয়ার সুযোগ যিনি পান,
তিনিই সৌভাগ্যবান/ সৌভাগ্যবতী!
যেন, আগত সুনিশ্চিত সুসময় গুলোতে
প্রকৃত আপন চিনে, ভুল না করে
ভুল মানুষগুলোকে অমুল্য রতন ভেবে,
সময়, মুল্য কোনটাই না দেয়!
শুভকামনা আপনাদের, আগত নিশ্চিত সুঃসময়,
নিজের মত উপভোগ করে পাড়ি দিতে ইচ্ছে নদী !
#সাদাকালো
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।