![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বলার সাহস নাই
মিথ্যার সাথে বাস ,
মনের ভিতর নোংরামীটার
করছ কেন চাষ ?
মিথ্যার এই চাড়া গাছটা
সাথে নিয়ে চারপাশটা
হচ্ছে বড় ক্ষণে ক্ষণে
মুখেতে এক আর ,অন্য কিছু মনে
সত্যি বলার না থাকলে গাট
বন্ধ কর তোমার এ পাঠ..
কলুষিত ওই জিহ্বাটাকে
মারবে গজাল তালুর সাথে
থাকবে কোথায় সেদিন এই ভাব
যেদিন মারবে ছোবল বিষাক্ত সাপ
মিথ্যায় হয় আয়ু ক্ষয়
সময় থাকতেই কর ভয়
©somewhere in net ltd.