নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মু\'মিনগণ! তোমরা আল্লাহ্‌কে যথার্থভাবে ভয় কর এবং তোমরা আত্মসমর্পণকারী (মুসলমান) না হইয়া কোন অবস্থায় মরিও না।(আলে- \'ইমরান,আয়াত-১০২)

আরিফুর রহমান হাওলাদার

আরিফুর রহমান হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

একদিনে ফেসবুক ব্যবহারকারী ১০০ কোটি

২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩



এই প্রথম একই দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১০০ কোটি মানুষ ফেসবুকে লগইন করেছেন। পৃথিবীর প্রতি সাত জন মানুষের মধ্যে একজন ফেসবুক ব্যবহার করেন। গত বৃহস্পতিবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই তথ্য জানিয়েছেন। জাকারবার্গ বলেছেন, এই প্রথম একই দিনে ১০০ কোটি মানুষ ফেসবুকে সংযুক্ত হয়েছেন। এটা একটা মাইলফলক। জাকারবার্গ জানান, গত সোমবার সাড়া পৃথিবী জুড়ে একই দিনে ১০০ কোটি মানুষ ফেসবুকে লগ ইন করেছেন। মানুষ তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে সংযুক্ত হচ্ছেন। ব্যবহারকারীরা ফেসবুক উপভোগ করছেন। জাকারবার্গ এও জানান, গোটা পৃথিবীকে সংযুক্ত করার এটা কেবল শুরু। জাকারবার্গ ফেসবুক ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমাদের কমিউনিটিতে সংযুক্ত হওয়ার জন্য ব্যবহারকারীদের ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতার কারণেই আমরা এই মাইলফলক ছুঁতে পেরেছি। সেই সঙ্গে আমি গর্বিত। বর্তমানে পৃথিবীতে ৭০০ কোটি মানুষ রয়েছে। এদের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটি। এদের মধ্যে ১৫০ কোটি মানুষ প্রতিমাসে অন্তত একবার ফেসবুক লগইন করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.