নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আরাফাত রুশো

[email protected]

আরিফ আরাফাত রুশো › বিস্তারিত পোস্টঃ

ঘরে রাখার কিচু চোখ ধাধানো কিছু বৌদ্ধ মূর্তি----

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

আমাদের অনেকেই ঘর সাজাতে অনেক রকম ফিগার রাখি।বার্বি ডল তো আছেই,নানা রকম নগ্ন মুর্তি রাখাও আমাদের মধ্যবিত্তদের মাঝো ছড়িয়ে পড়েছে।কিন্তু অন্য ধর্মের কোন দেব দেবতার মুর্তি-পুজা না শুধু ঘর সাজাতে রাখলেও মানুশের মনে হায় হায় রব উঠে। মানুশের কথা আর কি বলব,আমার নিজের মাও কিছু দিন আগে আড়ং এ একটি মাটির ছোট বুদ্ধমূর্তি চয়েস করায় এমন রাগ করল।



তবে মানুষের যার যার ব্যাক্তিগত বেপার।এবার আমি নিয়ে এসেছি কিছু অসাধারণ বৌদ্ধমুর্তির ছবি। পাহাড়ের গায়ে হেলে থাকা আকাশছোয়া মুর্তি না।শোকেস বা সাইড তেবিল এ রাখার ছোট কিন্তু সুন্দর মূর্তি।দেখুন তো কোনটা বেশি ভাল লাগে।



কি ঝকঝকে অভিজাত রূপ !!!









গায়ে এমন নকশাদার চাদর তো আগে দেখিনি!!!!









সবুজ বাংলাদেশের জন্য পারফেক্ট এমন সবুজ বুদ্ধমূর্তি।







দাম মনে হয় একটু বেশি।







গাজীপুরের ফার্মহাউজগুলাতে ড্রাগনফাগন না রেখে এগুলা রাখতে পারেনা!!!







সাইজে একটু বড় কিন্তু কালার কম্বিনেসন দেখেছেন?!







বারান্দায় গাচগাছালির ফাকে এরকম একটি***







এটি যে নিছক একটি পোট্রেট না,খুব দামি পাথরের সুক্ষ কারূকাজ তা কি বুঝতে পেরেছেন???







একেবারেই ভিন্ন ধারা।তাইনা???







এটি আমার কিনতে মন চায়।







নো কমেন্টস।









একেই কি বলে চোখ ধাধানো রুপ???







ভেবে দেখুন রমনা কি ধানমন্ডি লেক পদ্মঘেড়া এই রকম কিছু****







কি স্নিগ্ধ!!!





আমাদের দেশে গাজিপুর আর পূবাইল এর দিকে এতো এতো ফার্ম হাউজ আর পিকনিক স্পট। কিন্তু সব ই একি টাইপ-কোন বৈচিত্র নেই।মনে হয় সাধারন একটা গ্রাম থেকে সব গ্রাম বাসী বের করে দেয়া হয়েছে আমাদের পিকনিক করার সুবিধার্থে।কোন শিল্পপতি কি ভেবে দেখবেন একটা ফার্ম হাউজ করার কথা-যার থিম হবে গৌতম বৌদ্ধ।





আর হ্যা ,অবশ্যি জানাবেন কার কোনটা লাইক।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন:

এই দুটো বেশী ভালো লাগল।

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব সুন্দর! :)

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

অদ্ভূত বলেছেন: ধর্মীয় দিক দিয়ে যদি দেখেন তাহলে মুর্তি সেটা যেই উদ্দেশ্যেই ঘরে রাখেন সেটা হারাম। সেই ঘরে রহমতের ফেরেসতা প্রবেশ করবেনা।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

আরিফ আরাফাত রুশো বলেছেন: ানি ভাই , তাই তো আমি নিজেই কনফিউজড

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

নাজিম-উদ-দৌলা বলেছেন: আমার তো সব কয়টাই লাইক!

৫| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৪১

আরজু পনি বলেছেন:

মূর্তিগুলো শোপিছ হিসেবে আসলেই বেশ সুন্দর।
কিন্তু ধর্মীয় একটা বিষয়তো থেকেই যায় !

৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৪৫

আমিনুর রহমান বলেছেন:

অনেক অনেক সুন্দর +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.