নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আরাফাত রুশো

[email protected]

আরিফ আরাফাত রুশো › বিস্তারিত পোস্টঃ

কোনটা সবচেয়ে কুতসিত!!!

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫০



ট্যাটু -একটি আদিম যুগের ঐতিহ্য। অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন তাদের বিশেষ ধরণের ট্যাটু।এ যুগেও অনেকেও ট্যাটু ইউজ করেন।যা আমাদের দেশে প্রচলিত হলেও সর্বজনগ্রাহ্য এখনো হয়নি।বরং একটু নাক সিটকানোই হয় বলতে গেলে।আর সেই ট্যাটুর থিমটাই যদি হয় কুতসিত বা ভয়াবহ?! সে রকম কিছু ট্যাটু নিয়ে আজকের পোস্ট। তবে আপনাদের জানাতে হবে আপনাদের ভালো লাগার ট্যাটু কোনটা তা না, সবচেয়ে কুতসিত লাগা ট্যাটু কত নাম্বার সেটা।



১।

মানুষের যদি ভুলো মনের রোগ থাকে তারাই বোধ হয় এমন ট্যাটু চুজ করে এক ঢিলে দুইপাখি মারার জন্য।



২।

মেডিক্যাল স্টুডেন্ট দের কঙ্কালের বিকল্প এই ট্যাটু।

৩।



শরীরে যেন বোম ফিট করা-তার উপর বুকে কেমন পেরেক মারা হয়েছে খেয়াল করুন।



৪।

ক্রস্ ফায়ার!!!



৫।



সারা মুখে যেন কেও পোচ দিয়েছে।



৬।



পিস্তল



৭।



৮।



এই জায়গায় ট্যটু আকা যায় এই প্রথম জানলাম।

৯।



সারা জীবন কিন্তু বয়ে বেড়াতে হয় এই সব ট্যাটু।



১০।



অল টাইম এওয়েক।



১১।



পিছনের চোখ।



ব্লগারদের মাঝে কেউ কি আছেন যারা এই ট্যাটুগুলার মাঝে একটি আইডিয়া চুরি করতে চান তাও নিজের জন্য?!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

খেয়া ঘাট বলেছেন: যারা এসব ব্যবহার করে তারা মানসকিভাবে অসুস্থ।

২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৪

হাসান মাহবুব বলেছেন: পিস্তল আর টু ডু বাদে কোনটাই কারো চেয়ে কম না।

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৭

লিন্‌কিন পার্ক বলেছেন:

সিক !

৪| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: সিম্পলি সিক!

৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: ৭ নং টা বেশি কুৎসিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.