নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

আরিফ হক_৯৬

..

আরিফ হক_৯৬ › বিস্তারিত পোস্টঃ

অ্যাকাইন্ট মুছে ফেলা প্রসঙ্গে।

২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৩

আমার এই সাইটে আর কোনো আগ্রহ নেই। দীর্ঘদিন যাবৎ এটা অব্যবহৃত ছিলো। কিছুই পরিবর্তন করা যায় না এই সাইটের নিজস্ব প্রোফাইলে। তাই এই অ্যাকাউন্ট টা মুছে দিতে যাচ্ছি। তারও কোনো অপশন নেই। এত পুরোনো একটা সাইটে এমন ব্যবস্থা নেই, ভাবতে অবাক লাগে। ধন্যবাদ।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৯

অপু তানভীর বলেছেন: এডমিনকে মেইল করে জানান আপনার মনের কথা । সে আপনার ব্লগটি স্থগিত করে দিতে পারে হয়তো । তবে আপনার করা মন্তব্য গুলো থাকবে !
আপনার সকল পোস্ট ড্রফটে নিয়ে নিন ।
আপনি যেহেতু কোন পোস্টই করেন নি, কেবল মাত্র দুইটি মন্তব্য করেছেন তাই আপনি এই ব্লগে যদি না আসেন তাহলেই হয়ে গেল । এই ভাবেই সবাই ব্লগ ছেড়ে চলে যায় !

২৫ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫১

আরিফ হক_৯৬ বলেছেন: আমি তাদের মেইল করেছি, তবে উত্তর আচ্ছি না। আমি চাচ্ছি না আমার মেইল এখানে থাকুক, কিংবা আমার নাম। একটা অব্যবহৃত মেইল আইডি দিতে চেয়েছিলাম তাও সম্ভব হচ্ছে না। একটা সাইটে এসব না থাকা সত্যিই বেমানান, তাও এটা অনেক পুরোনো। ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টও মুছে ফেলা যায় কোনো ঝামেলা এবং কৈফিয়ত ছাড়া। ধন্যবাদ।

২| ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: যেতে চান কেন
থাকেন আমাদের সাথে

২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৭

আরিফ হক_৯৬ বলেছেন: কখনও ছিলামই না আমি এখানে বলতে গেলে। ধন্যবাদ।

৩| ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: অনুরাগ ভাল নয়
ধৈর্যধারণ করতে হয়---------

২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১২

আরিফ হক_৯৬ বলেছেন: এর জন্যেই থাকতে চাই না। আমি থাকবো কি থাকবো না, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাই না? পুরো দেশেরই এমন অবস্থা...

৪| ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: থাকুন না আমাদের সংগে।

২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৪০

আরিফ হক_৯৬ বলেছেন: চিনলাম না আপনাকে :)

৫| ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রোফাইলের একটা 'বাগ' আছে, তা হলো, আপনি প্রোফাইলের কোনো তথ্য চেঞ্জ করে সেইভ করলে ওটা সাথে সাথে চেঞ্জ হয় না। আপনি কিছুক্ষণ পর এসে দেখবেন, যা চেঞ্জ করেছেন, তা কার্যকর হয়েছে। এটা আমার অভিজ্ঞতার আলোকে বললাম।

আমি ইংলিশ-বাংলা অজস্র ব্লগে ব্লগিং করেছি। কোনো ব্লগেই নিজে নিজে অ্যাকাউন্ট ডিলিট করার অপশন দেখি নি। এমনকি ফেইসবুকেও ডিলিট করা যায় না- আপনি ফেইসবুকে অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে ১৫দিন সেটা লগিন না করলে ডিলিট হয়ে যাবে।

অ্যাডমিন কোনো অ্যাকাউন্ট চাইলে ডিলিট করতে পারবেন বলে মনে করি।

কিন্তু কেন যাবেন ব্লগ থেকে? আমিও উপরের অনেকের মতোই বলছি, থেকে যান। আপনার একটা চিহ্ন থাকুক এই ব্লগে।

শুভ কামনা আপনার জন্য।

২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৫

আরিফ হক_৯৬ বলেছেন: এখানে তো ইমেইল ইউজার আইডি কিছুই পরিবর্তন করা যায় না, কী বলছেন এগুলো? অভিজ্ঞতা আছে এ সম্পর্কে? আর "বাগ" সম্পর্কে জানি, কিন্তু এখানে সেটার কোনো অপশন নেই। ফেসবুকের মতো ঐ অপশনটা প্রায় সব জায়গাতেই বিদ্যমান। মাইক্রোসফ্ট এর অ্যাকাউন্টও ৩০/৬০ দিনের মতো করে একটা সময় বেঁধে দেয়, কেউ তার ব্যক্তিগত তথ্য ওখানে না রাখতে চাইলে এতো জোরাজুরি করে না।
আর এই ব্লগে থাকার বিষয়ে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্লগের কনটেন্ট আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু থাকার এমন অনুরোধের ভিত্তিটাই বুঝতে পারছি না! নাক গলানো বিষয়টা দেশ থেকে কবে যাবে তাই ভাবছি, খারাপ লাগলে আন্তরিক ভাবে দুঃখিত। আমি এমন কোনো জায়গায় আমার ছাপ রাখতে চাই না যে জায়গা আমার পছন্দ না। আর এই পোস্টের মন্তব্যগুলোও অনেক কিছু প্রমাণ করে দেয় কেনো থাকা উচিত না।
ভালো থাকবেন, নিজের বৈধ ইচ্ছে কে প্রাধান্য দিবেন।

৬| ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

আপনি কি কোনো কারণে রেগে আছেন? উত্তেজিত? আবার এলাম কয়েকটা বিষয় আপনাকে ক্লারিফাই করার জন্য। কেউ আপনার ব্যক্তিগত বিষিয়ে নাক গলাচ্ছেন না। আপনি ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন, তাই আপনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আপনাকে থেকে যাওয়ার অনুরোধ করছেন। কিন্তু আপনার উত্তরগুলো যথাযথ হচ্ছে বলে মনে হচ্ছে না। আর উপরে আমি অলরেডি বলেছি, আমি অনেক ব্লগে ব্লগিং করেছি। ব্লগ অ্যাকাউন্ট ডিলিট করা, আর মাইক্রোসফট বা অন্য কোথাও অ্যাকাউন্ট ডিলিট করা এক কথা না। ইয়াহু অ্যাকাউন্ট ৬ মাস আনইউজ্‌ড থাকলে ডিলিটেড হয়ে যাবে। জিমেইল জীবনেও হবে না, তবে, রিসেন্টলি এ নিয়ে একটা নতুন পলিসি করা হয়েছে। শুধু ফেইসবুকে ই-মেইল অ্যাড্রেস চেঞ্জ করা যায়। এই ব্লগে ই-মেইল অ্যাড্রেস চেঞ্জ করা যায় না। আপনি কি অন্য কোনো ব্লগে ই-মেইল অ্যাড্রেস কখনো চেঞ্জ করতে পেরেছেন? আমার জানা মতে কোনো ব্লগেই চেঞ্জ করা যায় না।

যাই হোক, ব্লগ ছেড়ে চলে যেতে চাইছেন, প্লিজ যান। যেখানেই থাকুন, ভালো থাকুন। শুভেচ্ছা আবারও।

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:০৯

আরিফ হক_৯৬ বলেছেন: সবাই জিলাপির মতো পেঁচাচ্ছে বিধায় এইসব বলা। এখানে কেউই আমরা কাউকে চিনি না জানি, ওমনি ভালবাসা কোত্থেকে আসলো তাই বুঝলাম না! বড়ই আবেগপ্রবণ জাতি! বাহিরের দেশে এমন অনেকেই এভাবে কোনো সোশ্যাল সাইট কিংবা ব্লগিং সাইটে ডিলেট করার অপশন না পেলে পোস্ট দেয়, আর বাদ বাকিরা কোনো আবেগ দেখানো ছাড়াই সাহায্য করে।
জিমেইল তথা গুগল অ্যাকাউন্ট তো বহু আগে থেকেই ডিঅ্যাক্টিভেট করা যায়, অব্যবহৃত একটা গুগল অ্যাকাউন্ট নিজেই আমি ডিলেট করেছি, কীভাবে করে তা জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন, বলে দিতে পারি। ফেসবুক অ্যাকাউন্টও ডিলেট করেছি এর আগেও। "টাম্ব্লার" একটা জনপ্রিয় ব্লগিং সাইট, সেখানেও ইমেইল পরিবর্তন করা যায়।

ব্লগ ছেড়ে চলে যাওয়ার জন্যেই এই পোস্ট করা। আপনি বললেও বা কি, আর না বললেও বা কি!

৭| ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

শেরজা তপন বলেছেন: আপনি চলে গেলে ব্লগ বা ব্লগারদের কোন সমস্যা হবে বলে মনে হয় না।
কারো কথা অনুরোধ যখন সহ্য হচ্ছে না তা হলে এতা পোষ্ট হিসেবে না দিয়ে যার কাছে লিখলে কাজ হবে তারে লিখেন।
আপনি ব্লগ ও ব্লগারদের অপমান করছেন -আপনার মত অভদ্র অসভ্যের না থাকাই উচিৎ। তাড়াতাড়ি ভাগেন- এমন জঞ্জাল যত
দ্রুত ব্লগ থেকে নিস্ক্রান্ত হয় ততই মঙ্গল। আপনাকে এই কথাগুলো বলার জন্য আমি দুঃখিত নই।

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৮

আরিফ হক_৯৬ বলেছেন: পোস্ট এবং মন্তব্যগুলো এতো নিখুদভাবে পড়লে তো বোঝার কথা যে, প্রথমত অ্যাকাউন্ট ডিলেট করা প্রসঙ্গে অ্যাডমিনদের জানানো হয়েছে, কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এর জন্যেই সাহায্যের জন্য পোস্ট দেওয়া। বাঙালীদের আলগা পীরিতের উদাহরণ হয়তো আপনি।
অন্তত আপনার মতো ভাষা তো আর খারাপ করিনি। না জানার অপারগতার বহিঃপ্রকাশ হয়তো বাঙালীরাই ভালো জানে, তবে আমিও এর বাহিরে নই।
এই ব্লগ তো আপনাদের মতো লোকদের কারণেই "জঞ্জাল"। এই কারণেই তো পোস্ট দেওয়া, সেটা খেয়ালে আসে নি? আপনার কথায় কিছুই যায় আসে না।

৮| ২৫ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩০

অপ্‌সরা বলেছেন: এইবার যাবার পথ সহজ হলো :)

মানে কমেন্টগুলো চিরতরে বিদায়ের পথ সুগম করবে।

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:২০

আরিফ হক_৯৬ বলেছেন: যতো সুগম হবে, ততোই তো ভালো! কতো বিনামূল্যে ভালোবাসা দিয়ে দিলো এক একজন, আহা!

৯| ২৫ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লোকজন থাকার অনুরোধ করছে অথচ আপনার কী ব্যবহার! আপনার মত মা.চো না থাকলে সবার .ল ছেঁড়া যাবে। তাই না?

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৪

আরিফ হক_৯৬ বলেছেন: না চিনি আমি লোকজন কে, না লোকজন চিনে আমাকে, সাহায্য না করতে পারলে বাঙালীরা ভালোই পেঁচাতে পারে। ভালো ভাবেই বলা হয়েছে, শুধু কোনো আবেগ দেখাইনি বলে তেতো লাগছে।

আর মশাই, অন্তত আপনার মতো তো আর বংশের পরিচয় দিতে আসি নি এখানে!

১০| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: লগইন না করলেই হলো! ল্যাঠা চুকে যায়!

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৫

আরিফ হক_৯৬ বলেছেন: আমি চাচ্ছি না আমার মেইল এখানে থাকুক, কিংবা আমার নাম।

১১| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: আপনি যেতে চাইলে নীরবে প্রস্থান করুন! এতে কারই বা কী আসে যাবে? আর এত ঘোষণা দিয়ে যাবারই বা কী প্রয়োজন?
পৌণে চার বছরে একটি মাত্র পোস্ট দিয়েছেন, তাও একাউন্ট মুছে ফেলতে পারছেন না কেন, সে দুশ্চিন্তায়। এমন একটা পোস্ট ব্লগে না থাকলেও চলবে।
আপনার পাঠকেরা নিছক সৌহার্দ্য বশতঃ আপনাকে ব্লগে থেকে যাবার অনুরোধ করেছিলেন, খুবই আন্তরিক ভাষায়। আপনি এই সৌহার্দ্যের প্রতিদান দিয়েছেন উদ্ধত এবং অসম্মানজনক ভাষায়। এটা নিন্দনীয়।

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৯

আরিফ হক_৯৬ বলেছেন: পোস্ট এবং মন্তব্যগুলো এতো নিখুদভাবে পড়লে তো বোঝার কথা যে, প্রথমত অ্যাকাউন্ট ডিলেট করা প্রসঙ্গে অ্যাডমিনদের জানানো হয়েছে, কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এর জন্যেই সাহায্যের জন্য পোস্ট দেওয়া।
সরাসরি উত্তর দিয়েছি কোনো আবেগ ছাড়া, তাই তেতো মনে হয়েছে। এতো আবেগ রাখার সময় কই? একটা অ্যাকউন্ট মুছে ফেলার জন্য এতো কথার তো কোনো মানে হয় না, যথেষ্ট সময় ব্যয় হয়েছে এখানে। সাহায্য না করতে পারলে তো প্যাচানোর কোনো মানে হয় না!

১২| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজের বংশ ঠিক তো? আপনার মতো ছাগল ব্লগ থেকে বিদায় হলে ভালো।

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৪

আরিফ হক_৯৬ বলেছেন: সেটা আমার কথাতেই প্রকাশ পাবে। আর আপনারটা আপনার কথায়।

১৩| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:৩৯

জ্যাকেল বলেছেন: মিস্টার তুর্য, আপনে আসলেই একটা ছাগলা। এই ভদ্রলোকের ব্লগ পেজে এসে উনাকে এইভাবে আক্রমণ করার কুনু মানেই হোয় না।

উনার হেল্প দরকার ইমেইল সহ একাউন্ট ডিলিট করার জন্য যা উনি খুঁজে পাইতেছেন না। এটা সুপার এডমিন ছাড়া কেহ পারবে বলেও মনে হোচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.