| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

গিলতে হবেনা -
আদর করে রেখে দিও বুক পকেটে ৷
চিঠিটার কোনোই কদর ছিলনা,
তার ভূত ভবিষ্যৎ যদি ছাই হয়ে যায় অনাচারেই!
তবে কি হবে?
একদিন দেখা হবে -
প্রতিদিন এই স্বপ্ন নিয়ে বাঁচা হবে,
রোজ রাত্তিরে হাসিগুলো চায়ে ভিজিয়ে চোখ দিয়ে গিলতে হবে ৷
বাধা ধরা, আট-ষাট, গোটালো একটা জীবণ হবে ৷
ঘুম, ক্ষুধা-খাওয়া, রাস্তা-প্রকৃতি, চা-ধোয়া, রিপিট!
এভাবেই সাজানো থাকবে ক্যালান্ডারে ৷
নিয়মকরে পালন হবে শুস্ক প্রতিকূলে -
গুছিয়ে নেবার সুযোগ আলসে হয়ে যাবে ৷
কী আর হবে,
একদিন দেখা হবে -
প্রতিদিন এই স্বপ্ন নিয়ে বাঁচা হবে ৷৷
২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৮
আরিয়ান অতনু বলেছেন: পাঠে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ! শুধরে নিবে জীবন একদিন কবিতা ।
২|
২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৬
আমি সাজিদ বলেছেন: বেশ লাগলো।
২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:২৩
আরিয়ান অতনু বলেছেন: পাঠে কৃতজ্ঞতা! ভালো থাকবেন।
৩|
২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:১৭
নেওয়াজ আলি বলেছেন: মনোহর লিপি ।
২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:২৪
আরিয়ান অতনু বলেছেন: পাঠে কৃতজ্ঞতা!
৪|
২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৯
আরিয়ান অতনু বলেছেন: পাঠে কৃতজ্ঞতা!
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:৪১
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বেশ চমৎকার কবিতা ছিল, শুধুমাত্র একই 'হবে' শব্দের বারবার সমাপ্তিতে এসে রাইমিং সৃষ্টি করাটা মান হ্রাস করেছে।