| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

কবিতার চেহারা বিষাদ হয় কেন ?
উত্তরে সেনোরিটার প্রেমিক তার হাতের শিরাগুলো দেখিয়ে বললো -
কবিতার চোখও মাঝে মাঝে লাল হয়;
কবিতারাও মাতাল হয় ৷
কবিতাকে বুকে জড়িয়ে ধরে আজ পর্যন্ত কেউকি কেঁদেছে ?
কবিতা পড়ে মানুষ কাঁদে -
তাই কবিতা বিষাদময় ৷
সেদিন রাতে কবিতা যখন অনলে আত্মহত্যা করেছিল -
তাকে দেখার কেউ ছিলনা;
তাকে পড়ার কেউ ছিলনা;
দহনে স্বাগতম জানানোর আগে সে বলেছিল -
তার ঠোঁটে কখনো তার প্রেমিক চুমু খায়নি ৷
শেষ আবদারে -
" তুমি আমাকে ভালোবেসোনা -
মৃত্যু হয়ে যাবে!"
আচ্ছা, মৃত ব্যক্তিদের ভালোবাসার কী স্বাধীনতা নেই ?
নাকি তারা মৃত এটাই তাদের গুণাহ্ ?
আমি মৃত -
কবিতার আত্মহুতী -
সেনোরিটার প্রেমিকের দহন এবং
ভালোবাসার স্বাধীনতা -
যেদিন ডানা মেলে উড়বে এ্যাস্ট্রের মাঝে ;
সেদিন শিরাগুলো উপহারে দিবো
সেনোরিটার তরে ৷৷
- ১৬ই জুন, ২০১৬
১৭ ই জুন, ২০২১ রাত ১:৫৮
আরিয়ান অতনু বলেছেন: রক্ষা করলেই ভেঙে যাবে.. স্যাড!
২|
১৭ ই জুন, ২০২১ রাত ২:২২
মাসউদুর রহমান রাজন বলেছেন: সুন্দর! কবিতার আত্মহত্যা!
১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১৩
আরিয়ান অতনু বলেছেন: এভাবেও বেঁচে থাকা যায়?!
৩|
১৭ ই জুন, ২০২১ সকাল ৮:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কবিতা, সাবলীল, সুগ্রন্থিত। কবিতার শিরোনামটা আরেকটু আধুনিক হওয়ার দাবি রাখে- ২ নম্বর কমেন্টে একজন বলে ফেলেছেন- কবিতার আত্মহত্যা। এটা হলে বরং খুব বেশি বাঙ্ময় হয়ে ওঠে কবিতাটি।
শুভেচ্ছা।
১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১২
আরিয়ান অতনু বলেছেন: ধন্যবাদ! মাথায় রইলো বিষয়টা...
৪|
১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৮
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবিতা প্রেমময়
১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১২
আরিয়ান অতনু বলেছেন: পাঠে কৃতজ্ঞতা!
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০২১ রাত ১:৫১
জটিল ভাই বলেছেন:
সুন্দর আবদার।