নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর ঘ্রাণ - উৎসর্গ - ব্লগার ইমন জুবায়ের

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০







একমুঠো আশ্বাস নিয়ে বেঁচে আছে

মানুষ জাতি রকমারি পৃথিবীতে;

প্রতিটি নিশ্বাসে মিশে আছে

বর্ণহীন মৃত্যুর উৎকট গন্ধ,

যেতে হবে মৃত্যুর দেশে

মৃত্যুর পালকিতে চড়ে,

জীবনের ওপারে;

ইহকালের মর্মবাণী বুঝে নিয়ে;

পরকালের সর্বশেষ ইশতিহারের খোঁজে,

নিস্পলক সময়ের অন্তিম লগ্নে,

ক্ষণিকের নীরব সমাধীর আঁধারে।

তবুত মানুষ জাতির আছে

খানিকটা সময় জীবনের সাদ গ্রহন করে,

রকমারি পৃথিবীর আলিঙ্গনে;

বেঁচে থাকার একমুঠো আশ্বাস,

মৃত্যু প্রতীক্ষা,

মৃত্যু আকাঙ্ক্ষা,

মৃত্যু ভীতি।

যখন পৃথিবীর মৃত্যু পৃথিবী বরন করে নেবে;

তখন মানুষ জাতিও মৃত্যুর আঁধারে হারিয়ে যাবে।

তবুত মানুষ জাতি পুনরায় বেঁচে উঠবে

পরকালের সর্বশেষ ইশতিহারের খোঁজে,

কেবল রকমারি পৃথিবী পুনরায় বেঁচে উঠবেনা

মানুষ জাতির আশ্রম হয়ে।

মানুষ জাতিকে যেতে হবে

নিজ – নিজ অন্তিম গন্তব্যে,

চির স্বর্গে কিম্বা চির নড়কে,

মৃত্যুর আঁধার পেড়িয়ে;

মৃত্যুর ওপারে,

জীবনের ওপারে।





১৫/০৯/১৯৯৯









সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ব্লগার ইমন জুবায়ের ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় ।



নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া যেন পায়।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

শরৎ চৌধুরী বলেছেন: দূর্দান্ত কবিতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
শরৎ ভাই মনটা ভীষণ খারাপ। কিছুতেই ইমন ভাইয়ের এই অকাল প্রয়ান মেনে নিতে পারছিনা, উনার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার ছিল আমাদের।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: অপূর্ন বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
উনার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার ছিল আমাদের। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন:
সুন্দর কবিতায় কিংবদন্তির ভালোবাসার প্রকাশ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
উনার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার ছিল আমাদের। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

পাগলমন২০১১ বলেছেন: তাঁর অকাল প্রয়ানে আমরা শোকাহত।

তাঁর প্রতি থাকবে আমাদের শ্রদ্ধাঞ্জলী।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
তাঁর অকাল প্রয়ানে আমরা শোকাহত।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

সিলেটি জামান বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ব্লগার ইমন জুবায়ের ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় ।

নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া যেন পায়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

ফারাহ দিবা জামান বলেছেন: বর্ণহীন মৃত্যুর উৎকট গন্ধ,
যেতে হবে মৃত্যুর দেশে
মৃত্যুর পালকিতে চড়ে,
জীবনের ওপারে;


জীবনের চরম সত্য লিখেছ ভাই।
তোমার লেখায় মৃত্যুকে দর্শন করলাম।
মাঝে মাঝে বাঁচবারই অর্থ খুঁজে পাই না।

তবু ভালো থেকো।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আপু তোমার লেখা একটা কবিতার কিছু লাইন আমার লেখা একটা গল্পে ব্যাবহার করতে চাই যদি তুমি অনুমতি দাও।

ভালো থেক আর যে মানুষ বেঁচে থাকার অর্থ খুঁজে না পায় তাকে তখন বুঝে নিতে হয় যে মৃত্যু তাকে দিয়েছে বেঁচে থাকার প্রেরনা ।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

ফারাহ দিবা জামান বলেছেন: ভালো থেক আর যে মানুষ বেঁচে থাকার অর্থ খুঁজে না পায় তাকে তখন বুঝে নিতে হয় যে মৃত্যু তাকে দিয়েছে বেঁচে থাকার প্রেরনা ।============
সহমত।

অনুমতি তো কবেই দিলাম,

আর এখন তো রীতিমতো অপেক্ষা করছি।
গল্পের বিষয়বস্তু কি ?
দ্রুত লিখো।

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
আপু পোষ্ট করা হয়েছে ।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?

তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
যখন পৃথিবীর মৃত্যু পৃথিবী বরন করে নেবে;
তখন মানুষ জাতিও মৃত্যুর আঁধারে হারিয়ে যাবে।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

একজন আরমান বলেছেন:
একমুঠো আশ্বাস নিয়ে বেঁচে আছে
মানুষ জাতি রকমারি পৃথিবীতে;
প্রতিটি নিশ্বাসে মিশে আছে
বর্ণহীন মৃত্যুর উৎকট গন্ধ,


আসলেই দুর্দান্ত।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:
মৃত্যুর আঁধার পেড়িয়ে;
মৃত্যুর ওপারে,
জীবনের ওপারে।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

রাইসুল নয়ন বলেছেন: ইমন ভাই কে আল্লাহ্‌ বেহেশত নসিব করুন।।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিন

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

লাবনী আক্তার বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ব্লগার ইমন জুবায়ের ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় ।

নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া যেন পায়

সহমত

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
তাঁর অকাল প্রয়ানে আমরা শোকাহত।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

অনীনদিতা বলেছেন:
সুন্দর কবিতা
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন :(

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.