নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

রাধাচূড়ার প্রেয়সী নিমকে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০









উপন্যাসের প্রতি অক্ষরে নিখিল গতি;

গ্রন্থের পুঞ্জিত জ্ঞানের নিরিখে

যখন মনের শেকড়ে হয় গাঁজন,

তখন ঐক্যের মৌনতা নিয়ে

সাম্যের উদ্ধৃতিতে জমে কেলাসন।



সৃষ্টির বৈরীতে শিশির সিক্ত জাতি,

নিবেদিত প্রান নিয়ে

বুনে প্রতারনার কাঁথা।

পায়ের পাতা থেকে মাথার শিরায়

বয়ে চলে রক্তিম বিষের প্রণয় ধারা।

সুধবে ঋণ কালের গোধূলি,

তৃষ্ণার্ত দৃষ্টিকে চওড়া পথের সীমানায় রেখে;

রাতের কৌমুদী সেখানে উড়াবে

মিলন ভাতার হাল সমাধীর পতাকা।



ঝিলের পদ্মরা সারারাত আবৃত্তি করে জাগে,

স্বার্থপর মানবজাতি কেন এত অধীর ?

পৃথিবীর প্রতি পদে জীবাণুর আনাগোনা।



যেখানে শাড়ির মলিন সম্ভার,

সেখানে বাতাসের নিষ্ঠুর আহার;

আহাঃ ! বেচারিরা রাজপথে চিৎকার করে বলে,

চাই সমঅধিকার।

পিছিয়ে নেই যত স্রোতের ধারা,

তারাও তীরে পলির বাহার আনে,

ফসল ফলে আরও সজীব হয়ে;

যতটা মানবজাতি চায়,

তারও অনেক বেশী আশা ভরে।

এসেছে সুদিন, ভরে গেছে আমগাছ

মুকুলে – মুকুলে।



ঝড়ের তাণ্ডব বিঁধেছে জাতিরে;

এবার তবে নির্দেশনা দেবে,

প্রতি সেকেন্ডের দফতরে এসে

যেভাবে শিথিল হবে প্রানের তৃষ্ণা;

রাধাচূড়ার প্রেয়সী নিমকে।



হাজার মিলনের পাঞ্জেরী ছেড়ে,

তবেই বংশের প্রবাহ বাড়ে;

সিংহ জাতিতে।

এভাবেই যদি মানবজাতির প্রচারনা হত;

তবে কি আমরা শান্তির আকাসে

মেঘ হতে পারতাম ?

জানে কি আজকের রকমারি বাজারজাতকরণ ?

জানে কি তিমিরের গণনাকারী ?



এনেছে পৃথিবীতে আজকের প্রভাত,

কালের সঙ্গীকে জানায়ে হৃদয়ের ঘাত;

সবার জন্যে সবার কৌমুদী আজ।













উৎসর্গ



যারা প্রতিনিয়ত আমাকে নানাভাবে অনুপ্রেরনা দিয়ে আমার ব্লগিং জীবনে স্বপ্নের পাথেও হয়ে আছেন।





ব্লগার ফারাহ দিবা জামান

ব্লগার আশিক মাসুম

ব্লগার আমিনুর রহমান

ব্লগার রাইসুল নয়ন

ব্লগার একজন আরমান

ব্লগার যুবায়ের

ব্লগার শের শায়রী

ব্লগার রাইসুল সাগর

ব্লগার লোনলিফাইটার

ব্লগার মামুন৬৫৩

ব্লগার আমি বাঁধনহারা

ব্লগার জাকারিয়া মুবিন

ব্লগার স্বপনবাজ

ব্লগার ঘুড্ডির পাইলট

ব্লগার এহসান সাবির

ব্লগার মাক্স

ব্লগার কাল্পনিক ভালোবাসা

ব্লগার প্রিন্স হেক্টর

ব্লগার নিয়েল হিমু

ব্লগার তালপাতার সিপাহী

ব্লগার আমিভুত

ব্লগার আফিফা মারজানা

ব্লগার এ্যাপোলো৯০

ব্লগার s r jony

ব্লগার মেহেরুন

ব্লগার অপূর্ন

ব্লগার প্রিয়তমেষূ

ব্লগার কালা মনের ধলা মানুষ

ব্লগার আমি ইহতিব

ব্লগার উৎকৃষ্টতম বন্ধু

ব্লগার অনীনদিতা

ব্লগার লাবনী আক্তার

ব্লগার ফারজানা শিরিন

ব্লগার বোকা ডাকু

ব্লগার শিপু ভাই

ব্লগার তামিম ইবনে আমান

ব্লগার নিহাজ রিমন

ব্লগার বাবুরাম সাপুড়ে

ব্লগার একজন আবির

ব্লগার রুদ্রনীল আর নীলকষ্ট

ব্লগার তারছেড়া লিমন

ব্লগার আবুশিথি

ব্লগার এস এম লুৎফুল্লাহ মাহমুদ

ব্লগার উথালপাতাল

ব্লগার বিষণ্ণ বালক

ব্লগার শামীম আরা সনি

ব্লগার ফারজুল আরেফিন

ব্লগার গিয়াসলিটন

ব্লগার আমি মুখতার

ব্লগার একজন নিশাচর

ব্লগার তারান্নুম

মন্তব্য ৭৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

আশিক মাসুম বলেছেন: ১ম +++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্য হলাম।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

আশিক মাসুম বলেছেন: অসাধারন হয়েছে ব্রো :P :P =p~


এমন একটা কবিতায় আমাকে উৎসর্গ করা হয়েছে :-B
অন্য রকম একটা ফিল হচ্ছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আমারও অন্য রকম একটা ফিল হয়। :)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ বস।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

এহসান সাবির বলেছেন: মধ্যরাতে চা বানাতেই হলো, আর শেষ সিগারেট বলে যেটা খেয়েছিলাম সেটা শেষ নয়, এইটা শেষ (!!!???), এখন চা সিগারেট আর গরম কবিতা ''রাধাচূড়ার প্রেয়সী নিমকে''। শুভেচ্ছা রইলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ঈশ আমিও যদি এক কাপ চা খেতে পারতাম মন্দ হতনা। তবে সিগারেট একটা খাচ্ছি।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

আমি মুখতার বলেছেন: ভালা লিখসেন। ভিতরে কোন মেসেজ ছিল মনে হয় B:-/

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
ছিল হয়ত !!!??? বুঝে নিতে হবে ।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

রাইসুল নয়ন বলেছেন: কবিতা অসাধারণ !!!!!

আর আমাকেও উৎসর্গ করেছেন দেখে ভীষণ খুশী হলাম ভাই ।

ক্যামন আছেন?

অবশেষে অনুরোধে সাড়া দিলেন, আরও কবিতা চাই ।

ভালো থাকুন ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ

হা হা হা

জ্বর কমছেনা কিছুতেই

হুম দিলাম

ঠিক আছে আরও কবিতা দিব ইনশাল্লাহ

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

স্বপনবাজ বলেছেন: অসাধারণ একটা কবিতা পড়লাম কান্ডারী ভাই ! জোশ হয়েছে , আরো কবিতা চাই ! উতসর্গে কৃতংগতা !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম চেষ্টা করব আরও কিছু কবিতা পোষ্ট করার। ভালো থাকবেন নিরন্তর।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

একজন আরমান বলেছেন:
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।

আমার কাছে কেমন যেন স্যাটায়ার টাইপ মনে হচ্ছিল।
৪/৫ বার পড়েছি।

এইটা কি নতুন লিখেছেন না আগের লিখা?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ইহা একটি নারীবাদী কবিতা । কোন স্যাটায়ার টাইপ নয় ।

নতুন লেখা ।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

শূন্য পথিক বলেছেন: অ-সা-ধা-রন! ++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

চয়নিকা আহমেদ বলেছেন:
উৎসর্গ পত্রে নিজের নাম দেখে আবেগে আপ্লুত হলাম।

কিন্তু কবিতা পড়ে কিছু বুঝলাম না কেন??
মানে অনেক কিছুই মাথায় আসল।
অবশ্য পরিপূর্ণ অর্থ কবি-ই জানেন শুধু।
তবে শব্দগুলো কঠিন ও সুন্দর।

যদি বিষয়বস্তু নিয়ে একটু বলতে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
একজন নারী তার মুক্তি কিংবা অবমুল্যায়নের জন্য নিজেই দায়ী তবে ইদানিং অবস্থার উন্নতি হচ্ছে।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন:
কবিতা ভালো হইছে ।

পিলাচ লন ।
++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ লন

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৬

শের শায়রী বলেছেন: আরি বাস ব্রো কবিতার উৎসর্গে এই অধমের নাম দেখলাম, ভুল নাকি? ভাল লাগা জানিয়ে গেলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
না ভুল দেখেননি । শুভকামনা রইল ভাই।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

চয়নিকা আহমেদ বলেছেন:

আরমান আর আমাকে দেয়া উত্তরটা কি এক হল????
দুইটা দুই দিকে চলে গেলো না, মুখ ঘুরিয়ে???

অবশ্য বোঝার ভুল থাকতে পারে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আমিত আরমান কে বলেছি এটি একটি নারী বাদী কবিতা । আপনাকেও কিন্তু একই কথাই বলেছি একটু বেশী করে এই যা তাহলে অমিলটা কোথায়। নারীবাদী মানে নারীর অধিকার মূলক কথা।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

s r jony বলেছেন:
ভাই আমি কবিতা বুঝি না, তাই কবিতা নিয়ে মন্তব্য করি না।


তবে কথা গুল ভাল লাগছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

অনীনদিতা বলেছেন: উৎসর্গ পত্রে নিজের নাম দেখে খুবই ভালো লাগলো:)
++++++++++++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
শুভকামনা রইল ।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

জাকারিয়া মুবিন বলেছেন: উৎসর্গে আমার নাম দেখে অনেক সন্মানিত বোধ করছি ভাই। অনেক ধন্যবাদ।


কবিতায় +++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো থাকবেন জীবনের প্রতিচলার পথে ।

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

উথালপাতাল বলেছেন:

ভাই সত্যি কথা, কবিতার বিষয়বস্তু আমার মাথার উপর দিয়ে গেসে। কিন্তু খুব ভালো লাগলো আমার নামটা দেখে। আপনি তো আমার চোখে সেলিব্রেটি ব্লগার। শুভকামনা রইল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি তাও আবার সেলিব্রেটি ব্লগার। হাসাইলেন ভাই। ভাই সাধারন আছি সাধারন থাকতে দেন।

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

একজন আরমান বলেছেন:
আমি বুঝেছি।
কিন্তু আপনার লিখার শব্দ চয়ন একটু কঠিন লেগেছে আমার কাছে।

আর আপু উত্তর তো একই আছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আরমান ভাই আসলে লেখার পর আমিও বুঝেছিলাম একটু বেশী মাত্রায় কঠিন হয়ে গেছে। আসলে আগের মতন মনটা এখন আর নরম নাই । আর কঠিন হয়ে পরা মনের একটা প্রভাব আমার লেখাতেও পরেছে।

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

একজন আরমান বলেছেন:
কেন ভাই?
পরিবেশ কি খুব বেশি বৈরি মনে হচ্ছে?


সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ্‌।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাল্লাহ

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

সাদা রং- বলেছেন: পলাশ ফুলকে পছন্দ করি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার পছন্দের তুলনা নাই।

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

আমিভূত বলেছেন: কৃতজ্ঞতা গ্রহণ করবেন । কবিতা অনেক ভাবগাম্ভীর্যপূর্ণ ,যার ব্যাপকতা আমার কাছে অনেক লাগলো ।

ঝিলের পদ্মরা সারারাত আবৃত্তি করে জাগে,
স্বার্থপর মানবজাতি কেন এত অধীর ?
পৃথিবীর প্রতি পদে জীবাণুর আনাগোনা।

যেখানে শাড়ির মলিন সম্ভার,
সেখানে বাতাসের নিষ্ঠুর আহার;
আহাঃ ! বেচারিরা রাজপথে চিৎকার করে বলে,
চাই সমঅধিকার


কবিতায় ভালোলাগা কাণ্ডারি ভাই ,শুভ কামনা ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:
এনেছে পৃথিবীতে আজকের প্রভাত,
কালের সঙ্গীকে জানায়ে হৃদয়ের ঘাত;
সবার জন্যে সবার কৌমুদী আজ।

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য...
প্লাস++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ জানবেন যুবায়ের ভাই।

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

নেক্সাস বলেছেন: এনেছে পৃথিবীতে আজকের প্রভাত,
কালের সঙ্গীকে জানায়ে হৃদয়ের ঘাত;
সবার জন্যে সবার কৌমুদী আজ




অসাধারণ লিখা ম্যান।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই এমন উৎসাহ পেলে লিখতে তৃপ্তি পাই। অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ।

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

পেন্সিল চোর বলেছেন: পেন্সিল চোরের নামটা নাই কেন? :( :( :(
পেন্সিল চোর বইলা আমার সাথে এই কি আচরণ!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয় পেন্সিল চোর ভাই আপনি যে আমার পেন্সিল চুরি করেছেন আগে ফেরত দিন তারপর না হয় হা হা হা ভালো থাকবেন ভাই মজা করলাম ঠিক আছে পরের পোষ্ট আপনাকে উৎসর্গ করে দিব ইনশাল্লাহ।

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

িনহাজ রিমন বলেছেন: এতো সুন্দর করে কবিতা লিখে আমাদের উৎসর্গ করলেন তার জন্য ধন্যবাদ ভাইজান।
ছিলাম আছি আর সামনেও থাকবো আপনার সাথে।
সুন্দর সুন্দর পোস্ট আরও চাই।
পোস্ট প্রিয়তে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
দোয়া করি ভালো থাকবেন জীবনের প্রতিটি চলার পথে।

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

মামুন রশিদ বলেছেন: এনেছে পৃথিবীতে আজকের প্রভাত,
কালের সঙ্গীকে জানায়ে হৃদয়ের ঘাত;
সবার জন্যে সবার কৌমুদী আজ।


খুব চমৎকার । পড়তে খুবই ভালো লাগলো । :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ঝিলের পদ্মরা সারারাত আবৃত্তি করে জাগে,
স্বার্থপর মানবজাতি কেন এত অধীর ?
পৃথিবীর প্রতি পদে জীবাণুর আনাগোনা।

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

শ্রাবণ জল বলেছেন: এনেছে পৃথিবীতে আজকের প্রভাত,
কালের সঙ্গীকে জানায়ে হৃদয়ের ঘাত;
সবার জন্যে সবার কৌমুদী আজ।


ভাল লাগিল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
ঝিলের পদ্মরা সারারাত আবৃত্তি করে জাগে,
স্বার্থপর মানবজাতি কেন এত অধীর ?
পৃথিবীর প্রতি পদে জীবাণুর আনাগোনা।


ধন্যবাদ এবং ভালথাকবেন নিরন্তর।

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

লাবনী আক্তার বলেছেন:
ঝড়ের তাণ্ডব বিঁধেছে জাতিরে;
এবার তবে নির্দেশনা দেবে,
প্রতি সেকেন্ডের দফতরে এসে
যেভাবে শিথিল হবে প্রানের তৃষ্ণা;
রাধাচূড়ার প্রেয়সী নিমকে।


ভাই জটিল লিখছেন!! অনেক সুন্দর !!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
এনেছে পৃথিবীতে আজকের প্রভাত,
কালের সঙ্গীকে জানায়ে হৃদয়ের ঘাত;
সবার জন্যে সবার কৌমুদী আজ

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

আমিনুর রহমান বলেছেন: উৎসর্গ

যারা প্রতিনিয়ত আমাকে নানাভাবে অনুপ্রেরনা দিয়ে আমার ব্লগিং জীবনে স্বপ্নের পাথেও হয়ে আছেন।


ব্লগার ফারাহ দিবা জামান
ব্লগার আশিক মাসুম
ব্লগার রাইসুল নয়ন
ব্লগার একজন আরমান
ব্লগার যুবায়ের
ব্লগার শের শায়রী
ব্লগার রাইসুল সাগর
ব্লগার লোনলিফাইটার
ব্লগার মামুন৬৫৩
ব্লগার আমি বাঁধনহারা
ব্লগার জাকারিয়া মুবিন
ব্লগার স্বপনবাজ
ব্লগার ঘুড্ডির পাইলট
ব্লগার এহসান সাবির
ব্লগার মাক্স
ব্লগার কাল্পনিক ভালোবাসা
ব্লগার প্রিন্স হেক্টর
ব্লগার নিয়েল হিমু
ব্লগার তালপাতার সিপাহী
ব্লগার আমিভুত
ব্লগার আফিফা মারজানা
ব্লগার এ্যাপোলো৯০
ব্লগার s r jony
ব্লগার মেহেরুন
ব্লগার অপূর্ন
ব্লগার প্রিয়তমেষূ
ব্লগার কালা মনের ধলা মানুষ
ব্লগার আমি ইহতিব
ব্লগার উৎকৃষ্টতম বন্ধু
ব্লগার অনীনদিতা
ব্লগার লাবনী আক্তার
ব্লগার ফারজানা শিরিন
ব্লগার বোকা ডাকু
ব্লগার শিপু ভাই
ব্লগার তামিম ইবনে আমান
ব্লগার নিহাজ রিমন
ব্লগার বাবুরাম সাপুড়ে
ব্লগার একজন আবির
ব্লগার রুদ্রনীল আর নীলকষ্ট
ব্লগার তারছেড়া লিমন
ব্লগার আবুশিথি
ব্লগার এস এম লুৎফুল্লাহ মাহমুদ
ব্লগার উথালপাতাল
ব্লগার বিষণ্ণ বালক
ব্লগার শামীম আরা সনি
ব্লগার ফারজুল আরেফিন
ব্লগার গিয়াসলিটন
ব্লগার আমি মুখতার
ব্লগার একজন নিশাচর
ব্লগার তারান্নুম









আমার নাম কই !!!!!!!!!
আর আমু না আপনার ব্লগে :( :( :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া কপি পেস্ট করতেও যে ভুল হতে পারে ঝানতামনা

যান আপনি আইসেন না আর আমার ব্লগে ।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সোনালী ডানার চিল বলেছেন:

এখন থেকে নানাভাবে অনুপ্রেরনা দিয়ে যাবো কথা দিচ্ছি!!!
:( :( আর ভুল হবে না...............


চমৎকার কবিতা ব্রো!!
খুব ভালোলাগা..................

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আরে চিল যে কেমন আছেন ?

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা পড়তে ভালো লাগলো। বাট অনেক শব্দেরই মানে জানি না। ভাষা কঠিন।

ভালো লাগা রইল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই ভাল থাকবেন

৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

আরজু পনি বলেছেন:

কবিতা কম বুঝি তবে প্রকাশে ভালো লাগা রইল।


আচ্ছা "কেলাসন।" মানে কি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ আপু । রসায়নিক বিক্রিয়ার সময় কিছু কিছু মৌল আছে যা পুরোপুরি দ্রবীভূত না হয়ে পাত্রের তলানিতে এসে জমা হতে থাকে আর সেই জমাট বাধা কেই কেলাসন বলে থাকে ।

৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর মনোরম
কাব্য কথার সাজানো সাহিত্য
আরও এমন লিখা চাই
ভোরের সুদ্ধতায় নিত্য

শুভকামনা তাই
ভাল থাকা চাই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ এবং শুভ কামনা ভাই

৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগলো কাব্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ।

৩৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

মাক্স বলেছেন: ১৩তম ভালোলাগা!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই

৩৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

একজন নিশাচর বলেছেন: এই পেরথম মোরে কেউ হের লেহা উৎসর্গ করছে। হেইয়ার লাইজ্ঞা মোর ১৪ গুষ্ঠির পক্ষ দিয়া হের ১৪ গুষ্ঠিরে ১৪ তম ভাল লাগা দিয়া গেলাম।

এহনো বেতন এ্যাকাউন্টে জমা অয় নাই। অইলেই মিষ্টি লইয়া আইয়া পরুম।

( বিঃ দ্রঃ বেশির ভাগ লাইনই মাথার উপর দিয়া গেছে। অ্যান্টেনার ছবি কই?)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা

ধন্যবাদ

৩৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

অনীনদিতা বলেছেন: ফালগুনের শুভেচ্ছ:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ফাগুনের শুভেচ্ছা রইল ।

৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

একজন আবির বলেছেন:
ভাইয়া আমি ব্লগে এখনো নিয়মিত না।

S.S.C. পরীক্ষার পর থেকে নিয়মিত থাকব।

উৎসর্গে আমার নাম দেখে অবাক লাগলো।

পোস্ট প্রিয়তে নিয়া রাখলাম। :) :) :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
দোয়া করি পরীক্ষা ভাল দেয়া হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.