![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
উৎসর্গ ছোট্ট বন্ধু ব্লগার বনলতা মুনিয়া এবং প্রিয় ব্লগার পেন্সিল চোর।
আমার পাঁচ বছরের ছেলেটি আজ তিন দিন যাবত আমার পুরো ঘর শ্লোগান দিয়ে দিয়ে মুখরিত করে রেখেছে “রাজাকারের ফাঁসি চাই” এবং “ তুই রাজাকার, তুই রাজাকার”। ভাবতে ভালই লাগে নতুন প্রজন্ম বেড়ে উঠছে একাত্তুরের মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে। আমার ছেলের প্রথম ছবি আঁকার হাতেখড়ি হয়েছে। সেইসব কাঁচা হাতের আঁকা কিছু ছবি দিলাম। ছবির নাম গুলোও তারই দেয়া। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটির জন্য যেন একদিন বড় চিত্র শিল্পী হতে পারে।
১। রাজাকার দৈত্য
২। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল
৩। কার্টুন টম এন্ড জেরি
৪। মিনা কার্টুন
৫। কলস
৬। মই
৭। শিশু পার্কের ছাতা
৮। ঘুড্ডি ( এই ছবি দুটি আমি উৎসর্গ করলাম প্রিয় ব্লগার ঘুড্ডির_পাইলট কে )
প্রিয় সামুর সকল সহ ব্লগারগনের প্রতি রইল ফাল্গুন এবং ভালোবাসা দিবসের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম সত্যি তাই ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ফাল্গুন আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
shfikul বলেছেন: অসাধারণ আপনার সন্তানের ছবি আঁকার হাত।আমি ছবি আঁকতে জানিনা।কিন্তু এটুকু বুঝতে পারি আপনার সন্তানের হাতে লুকিয়ে আছে ছবি আঁকার দারুন ক্ষমতা।তাঁকে যত্ন করুন।তাকে ভালো আঁকিয়ে হওয়ার জন্য সব ধরনের সহায়তা করুন।আমি সব গুলো ছবি সেভ করে নিলাম আমার ছয় বছরের মামুনীকে দেখাবো বলে।অন্তর থেকে দোয়া করি আপনার সন্তানের জন্য।যেন সে সুস্থ এবং সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মামুনীটির জন্য আমার অন্তর থেকে অনেক আদর আর দোয়া রইল এই ভালবাসা দিবসে।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
ছোট দা বলেছেন: Atto Colorful Amader Jibon !!
Chotto der dike ek2 takalei amadr moner duare ta dhora day... Or janno anek anek anek shubhokamona roilo .. . ^_^
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ছোট দা ফাল্গুন আর ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল ।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬
শান্তা273 বলেছেন: ছবি গুলো দেখে আমি মুগ্ধ!
আপনার বাবুটার জন্য অনেক আদর ও দোয়া রইল।
আর আপনাকে ও ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
ও আপনার বাবুটার নাম কি ???
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার বাবুটার নাম সিয়ান ।
জীবনের প্রতিটি চলার পথ হোক সুন্দর এই শুভ কামনা রইল ।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগল আপনার ছেলের আঁকা আঁকি
আপনাকেও ফাল্গুন এবং ভ্যলেন্টাইন ডের শুভেচ্ছা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবনের প্রতিটি চলার পথ হোক সুন্দর এই শুভ কামনা রইল ।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
একজন আরমান বলেছেন:
ভবিষ্যৎ ব্লগার ভাতিজার জন্য অনেক অনেক আদর আর ভালোবাসা।
সে যেন তার বাবার মতোই একজন ভালো মানুষ আর ভালো ব্লগার হতে পারে সেই কামনাই করি।
ও আর ছোট ভাতিজার জন্যও একই দোয়া প্রযোজ্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তার ব্লগার চাচারাও অত্যন্ত ভালো মানুষ আর ভালো ব্লগার । তাদের মতন হলেই চলবে।
আর ছোট ছেলে যে কি করবে তা আল্লাহ ভাল জানেন।
জান আরমান আমি আমার জীবনে কখনো ছবি আঁকি নাই। আঁকতে পারিওনা। কিন্তু মনে বড় সখ ছিল ছবি আঁকার। আজ যখন আমার ছেলের ছবি গুলো দেখলাম মনটা খুসিতে ভরে গেছে। সব আফসোস শেষ হয়ে গেছে।
তোমার, আবির এবং চাচা ও চাচির প্রতি রইল আমার অন্তরের অন্তর স্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পউছে দিও আমার সালাম।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
বাংলার হাসান বলেছেন: অসাধারন ভাতিজাকে স্যালুট
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
একজন আরমান বলেছেন:
নিজের অপ্রাপ্তি সন্তানের মধ্য দিয়ে পূরণ হলে সেই ভালো লাগা নিজের প্রাপ্তির থেকেও বেশি আনন্দের হয়।
ছোটজনরে তো ঠাণ্ডাই দেখলাম।
ওকে। পৌঁছে দিবো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ছোট জন দিন দিন একটা বিচ্ছু হইতাছে।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভাতিজাতো ভালোই এঁকেছে। ভাতিজার জন্য অনেক অনেক প্রীতি আর ভালোবাসা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই কেমন আছেন ? আগুন ঝরা এই ফাগুনে নিন লাল সালাম।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
আরজু পনি বলেছেন:
অনেক দোয়া আর শুভকামনা রইল পিচ্চি বাবু সিয়ানের জন্যে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু কেমন আছেন ? জীবনের চলার পথগুলো হয়ে উঠুক প্রানবন্ত এবং স্বপ্নগুলো পাখা মেলুক শুভ্র আকাসে এই হোক বসন্তের এই ভালোবাসা দিনের প্রত্যয় ।
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
রাইসুল নয়ন বলেছেন: বাহ !!
ভাতিজা তো দারুণ আঁকে !!
ভাতিজাদের জন্য দোয়া রইলো, ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ফাল্গুন আর ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল।
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
মেহেরুন বলেছেন: মাশাল্লাহ!!! অনেক দোয়া রইলো আপনার ছেলের জন্য। ++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবনের চলার পথগুলো হয়ে উঠুক প্রানবন্ত এবং স্বপ্নগুলো পাখা মেলুক শুভ্র আকাসে এই হোক বসন্তের এই ভালোবাসা দিনের প্রত্যয় ।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
s r jony বলেছেন: আপনার বাবুটার জন্য অনেক আদর ও দোয়া রইল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আগুন ঝরা এই ফাগুনে নিন লাল সালাম।
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
ইখতামিন বলেছেন: +++++++++
দারুণ
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আগুন ঝরা এই ফাগুনে নিন লাল সালাম।
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: ওরে দারুন হইসে রে
পিচ্চি টারে অভিনন্দন, পিচ্চির বাপেরেও।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কেনরে ভাই পিচ্চির বাপ আবার কি করল ?
জীবনের চলার পথগুলো হয়ে উঠুক প্রানবন্ত এবং স্বপ্নগুলো পাখা মেলুক শুভ্র আকাসে এই হোক বসন্তের এই ভালোবাসা দিনের প্রত্যয় ।
১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
আমিনুর রহমান বলেছেন: অসাধারণ।
ভবিষ্যৎ ব্লগারের জন্য ভালোবাসা ও অনেক অনেক আদর রইল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবী ও ভাতিজার প্রতি রইল অন্তরের অন্তর স্থল থেকে অনেক অনেক অনেক দোয়া আর শুভকামনা আর আপনার জন্য কিছু নাইবা থাকল।
১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
জাকারিয়া মুবিন বলেছেন: ভবিষ্যত আঁকিয়ের জন্যে অনেক ভালবাসা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আগুন ঝরা এই ফাগুনে নিন লাল সালাম।
২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
শরিফ নজমুল বলেছেন: আপনার ছেলের জন্য শুভেচ্ছা এবং ওর উজ্জল ভবিষ্যতের শুভকামনা..।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবনের চলার পথগুলো হয়ে উঠুক প্রানবন্ত এবং স্বপ্নগুলো পাখা মেলুক শুভ্র আকাসে এই হোক বসন্তের এই ভালোবাসা দিনের প্রত্যয় ।
২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
অনীনদিতা বলেছেন: valo laga agei diyesilamonek sundor
dua kori onek valo ekta manush hoye boro hok
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বসন্ত বিহনে বসে থাকা সময় গুলো কাটুক
ভালোবাসার নব চেতনায় দীপ্তিময় হয়ে ।
২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
মহাজাগতিক পাগল বলেছেন: ভবিষ্যতের সেই ক্ষুদে ব্লগারের সাথে ব্লগিং করার ইচ্ছে রাখি ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা ভাই তত দিনে আমরা কি আর ব্লগিং করার মত এনার্জি পাব আমরা বুড়ো হয়ে যাবনা।
২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
পেন্সিল চোর বলেছেন: উৎসর্গ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার ছেলে অনেক সুন্দর ছবি আঁকে।
পোস্ট প্রিয়তে। প্রথম ছবিটা আমার প্রোফাইল পিক দিলাম।
ফাল্গুন এবং ভ্যলেন্টাইন ডের শুভেচ্ছা রইলো।
বসের(আপনার ছেলের) নাম কি?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আমার একটা পোষ্টে কথা দিয়েছিলাম একটা পোস্ট আপনাকে উৎসর্গ করব । আমি আমার কথা রেখেছি।
আমার ছেলের নাম সিয়ান।
অসংখ্য ধন্যবাদ ।
জীবনের চলার পথগুলো হয়ে উঠুক প্রানবন্ত এবং স্বপ্নগুলো পাখা মেলুক শুভ্র আকাসে এই হোক বসন্তের এই ভালোবাসা দিনের প্রত্যয় ।
২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
পেন্সিল চোর বলেছেন: সিয়ানের প্রতি ভালোবাসা রইলো।
আমারও মনে আছে ঐ পোস্টে আমার প্রতিশ্রুতি।
ভালো থাকবেন সবসময়।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আগুন ঝরা এই ফাগুনে নিন লাল সালাম।
২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল
+++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আগুন ঝরা এই ফাগুনে নিন লাল সালাম।
২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
নিয়েল ( হিমু ) বলেছেন: দারুন । নতুন প্রজন্মকে বেড়ে উঠতে উত্সাহীত করতে হবে আমাদের কেই ।
কঁচি হাতের আঁকা ছবি সবসময় আমাকে মুগ্ধ করে । সুন্দর একেছে ছবিগুলো ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন প্রজন্মকে বেড়ে উঠতে উত্সাহীত করতে হবে আমাদের কেই ।
সহমত
আগুন ঝরা এই ফাগুনে নিন লাল সালাম।
২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
ডানাহীন বলেছেন: খুব সুন্দর ..
সিয়ানের বাপ ডাকাডাকি শোনার জন্য তৈরি হয়া যান ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি কখনো শুনি যে লোকে বলছে ওই দেখ সিয়ানের বাপ যায় সেই দিন আমি সত্যি আপনার এই কথা স্মরণ করব।
২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
িনহাজ রিমন বলেছেন: অনেক সুন্দর আঁকে আপনার ছেলে ভাইজান।
পোস্টে প্লাস
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
নিজের অপ্রাপ্তি সন্তানের মধ্য দিয়ে পূরণ হলে সেই ভালো লাগা নিজের প্রাপ্তির থেকেও বেশি আনন্দের হয়।
২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
শের শায়রী বলেছেন: মাশাল্লাহ ভাতিজাকে আদর আর ভাতিজার বাপ মা কে অভিনন্দন এই রকম একটা চমৎকার পোলা থাকার জন্য। আছেন কেমন ভাই
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আমার জীবনে কখনো ছবি আঁকি নাই। আঁকতে পারিওনা। কিন্তু মনে বড় সখ ছিল ছবি আঁকার। আজ যখন আমার ছেলের ছবি গুলো দেখলাম মনটা খুসিতে ভরে গেছে। সব আফসোস শেষ হয়ে গেছে।
ভাই যদি বিশ্বাস করেন তবে বলি আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল শুধু অফিসে যাওয়ার পথে বাসে একটু ঘুমাই তাছারা বলতে পারেন প্রায় ২৪ ঘণ্টা জেগে থেকেই সময়গুলো কেটে যাচ্ছে। কিন্তু কেন সেটা বলতে চাইনা বললে অনেকে বলবে ন্যাকামি করছি। আমার কষ্ট গুলো না হয় থাক আমার বুকের মাঝে।
শুধু আশা করি রাজাকারের ফাঁসি এই বাংলাদেশের মাটিতে হবেই।
৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
আশিক মাসুম বলেছেন: বাইস্তারে কইসা চুমু সহ +++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবনের চলার পথগুলো হয়ে উঠুক প্রানবন্ত এবং স্বপ্নগুলো পাখা মেলুক শুভ্র আকাসে এই হোক বসন্তের এই ভালোবাসা দিনের প্রত্যয় ।
৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ ++++++++
বাবুর জন্য অনেক আদর আর ক্যান্ডি রইল
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
জীবনের চলার পথগুলো হয়ে উঠুক প্রানবন্ত এবং স্বপ্নগুলো পাখা মেলুক শুভ্র আকাসে এই হোক বসন্তের এই ভালোবাসা দিনের প্রত্যয় ।
৩২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
তুন্না বলেছেন: খুব সুন্দর। +++++++++++ রইলো
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আগুন ঝরা এই ফাগুনে নিন লাল সালাম।
৩৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
ফ্যাট পান্ডা বলেছেন: অনেক সুন্দর
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আগুন ঝরা এই ফাগুনে নিন লাল সালাম।
৩৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আছি ভালো আপনি কিরাম???
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই যদি বিশ্বাস করেন তবে বলি আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল শুধু অফিসে যাওয়ার পথে বাসে একটু ঘুমাই তাছারা বলতে পারেন প্রায় ২৪ ঘণ্টা জেগে থেকেই সময়গুলো কেটে যাচ্ছে। কিন্তু কেন সেটা বলতে চাইনা বললে অনেকে বলবে ন্যাকামি করছি। আমার কষ্ট গুলো না হয় থাক আমার বুকের মাঝে।
৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
এহসান সাবির বলেছেন: খুব সুন্দর। সিয়ান সোনা কে আদর রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আগুন ঝরা এই ফাগুনে নিন লাল সালাম।
৩৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
শিপু ভাই বলেছেন:
বাবাটার জন্য অনেক আদর আর শুভকামনা!!!
আমার ছেলে শাহবাগ থেকে ২/৩ টা প্ল্যাকার্ড (আর্ট পেপারে বিভিন্ন শ্লোগান লেখা যেগুলো রাস্তায় বিছিয়ে রাখা হত) বাসায় নিয়ে এসেছে। ড্রইং রুমের ফ্লোরে বিছিয়ে শ্লোগান দিচ্ছে- "কাদের মোল্লার খাসি চাই"!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
স্যালুট জানাই আদরের ভাতিজাকে। সেই সাথে অনেক আদর আর ভালোবাসা রইল।
৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩
শিশু বিড়াল বলেছেন: আমিও একসময় এরকম আঁকতাম। অনেক রং, অনেক প্রান চাঞ্চল্যতা পুর্ন ছবি ছিল সেগুলো। এখন বিভিন্ন কারনে, রং হারিয়ে ফেলেছি ছবি থেকে। তবে দোয়া করি আপনার শিশু যেন তার সমস্ত প্রতিভা অক্ষুন্ন রাখতে পারে। এরকমই যেন রঙিন থাকে তার পরবর্তী জীবন ও সকল চিত্রকর্ম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার দোয়া যেন কবুল হয়। আমিন।
৩৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪
বাদশা নামদার বলেছেন: সোনামনির ছবি দিলে এমন কি হত
আকিবুকি ভাল হইছে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা ভাই আপাতত ওর আঁকা ছবি গুলোই থাক না হয়।
৩৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০
একজন আরমান বলেছেন:
ছোট্ট বন্ধু মিস করছে এই পোস্ট।
ওরে খবর দিতেছি।
১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমান তোমার কাছে আমি নানা ভাবে ঋণীরে ভাই।
৪০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২
বনলতা মুনিয়া বলেছেন: ছোট্ট আব্বুটার জন্য অনেক আদর থাকলো
১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মুনিয়া ভাল থাকিস।
৪১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০
বনলতা মুনিয়া বলেছেন:
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
৪২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
একজন আরমান বলেছেন:
ক্যামনে কি?
উল্টা কথা বলেন কেন?
১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সেটা তোমাকে বলে বুঝাতে পারব না।
৪৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২
একজন আরমান বলেছেন:
১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
খাইছে মাল্টি ইমো
৪৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর
আপনার বাবুটার জন্য অনেক দোয়া রইল ভাইয়া
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া অসংখ্য ভালোলাগা।
৪৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫
বোকামানুষ বলেছেন: মানে কথা হইল ভাইয়া আমি তো ভাইয়া না আপুনি :#>
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
তাতে কি আপুনিকেও ভাইয়া বলা যায় দোষের কি তাতে।
৪৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৩০
সোহাগ সকাল বলেছেন: দারুণ!
১০ ই জুন, ২০১৩ রাত ১১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ রইল।
৪৭| ১০ ই জুন, ২০১৩ রাত ৩:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: শিল্পীর ছবি দেননাই কেন!! ক্রেডিট কি আপনি নিতে চাননাকি!!
বাবুটাকে দেখতে চাই!!
১০ ই জুন, ২০১৩ রাত ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শিল্পী তাহার ছবি দিতে নিষেধ করিয়াছেন। তবে এমন গুনি শিল্পীর ক্রেডিট নিজে লইয়া পাপের ভাগিদার হইতে চাইনা।
৪৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সন্তানরা ভাল কিছু করলে বাবা-মার কেমন লাগে বাবা-মা না হলে তা বোঝা কঠিন।
বাপ-ব্যাটার জন্য অনেক শুভ কামনা।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ জুলিয়ান ভাই। কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: ওয়াও !!! অনেক সুন্দর! Adorable !!