![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
যাদের আমি এই কবিতাটি উৎসর্গ করলাম আমি নিজেও জানিনা কেন করলাম
ব্লগার আমিনুর রহমান
ব্লগার একজন আরমান
ব্লগার ঘুড্ডির পাইলট
ব্লগার যুবায়ের
ব্লগার অপূর্ণ
ব্লগার নিহাজ রিমন
ব্লগার রাইসুল নয়ন
ব্লগার s r jony
ব্লগার শের শায়রী
ব্লগার আমি বাঁধনহারা
ব্লগার আরজুপনি
ব্লগার অনীনদিতা
প্রেম পিয়াসী স্বপ্ন খেকো
ঘরের মেঝেতে কাঁদা মাটি,
তবু সাথি স্বপ্ন দেখি;
মন বলে তুমি কল্প’ বিলাসী স্বপ্ন আমার,
জোছনার বাসরে নিশিত আঁধার।
ভালোবাসা মতান্তরে লক্ষ মৃত ঘরে ঘরে আঁচল তলে,
প্রনয় তৃষ্ণার যৌবন জ্বালায় ক্ষয়িত জীবন অশ্রু জলে।
আয় দেখে যা মনের ক্ষত যত,
জীবন জ্বালার সংখ্যা আজ তত।
ভালোবাসি বললে তোমায়;
অহমিকায় মুখটি ফেরাও,
যারে তুমি করবে আপন;
কভু হবেনা সে আমারই মতন।
প্রেম পিয়াসী স্বপ্ন খেকো,
একটু ভাব একটু দেখো;
নিশিত যাপন করেনি যে কভু,
প্রণয় পুঁজর বুঝবে কি সে প্রভু।
আমি তোমাকে চেয়েছি
ফাগুনের এই রাতে
খোলা দুয়ারের পাশে;
তোমার সৌরভ মিশে আছে
আমারই শ্বাসে।
এখন অনেক রাত;
তবুত তারারা জাগে,
তবুত চাঁদ জাগে;
আমার সাথে,
একাকী আমার প্রহরে।
আমার নিজেকে নিয়ে,
চলে যেতে ইচ্ছে হয়; দূরে কোথাও,
দূরের কোন নীল সীমানায়; যেখানে তুমি।
ভালোবেসে করোনা আমায় তুমি পর;
জাননা তুমি স্বপ্নগুলো আমার ভেঙে যায় বার – বার।
আজো কি সাঁঝের বেলা মুষড়ে পরে রও টেবিলের ‘পর ?
আমি বারান্দায় দাড়িয়ে তোমায় খুজিনা আর।
আমার হৃদ’ স্পন্দনগুলো তোমাকে চায় –
ভোরের সজীবতার মতন।
আকাসে যখন দুপুর নেমে আসে;
আমি তখন পুরানো পাপের পোশাকে
জেগে রই পাপের রাজ্যে।
পাপ আমার সাথেই আছে,
কেবল আমি পাপের সাথে নই;
তবু, আমি পাপী।
যদি পৃথিবী না চায়;
তাহলে থাক !
যদি তুমি না চাও;
তাহলে থাক !
যদি ভুল করে আমি চাই;
তাহলে তোমাদের দুজনকে
চাইতেই হবে ...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু থেঙ্কু ব্রাদার ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯
আশিক মাসুম বলেছেন: ভালোতো, ভালনা??? চায়ের দামে শরবত পাইলাম
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মানে বুঝলাম না ? একটু বুঝিয়ে দেন ভাই ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
আমি মুখতার বলেছেন: আশিক মাসুম বলেছেন: ভালোতো, ভালনা??? চায়ের দামে শরবত পাইলাম
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
ওই মিয়া হাসেন কেন ?
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
আমি মুখতার বলেছেন: এটা একটা অ্যাডের ডায়লগ!
কপিতা ভালা হইসে! যদিও মুই কপিতার কিছু বুঝি না
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এডটা দেখিনাই। কিন্তু এর মানে কিছুই বুঝলাম না ।
ভাই এইটা ছেকু খাওয়া ভাইদের জন্য লিখিত কপিতা । আইজ নাকি ভালুবাসা দিবস কিন্তু যাহারা ছেকু পার্টি তাদের কি হপে রে ।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
তামিম ইবনে আমান বলেছেন:
ভালো +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
তামিম ইবনে আমান বলেছেন:
ভালো +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
তামিম ইবনে আমান বলেছেন:
ভালো +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
আশিক মাসুম বলেছেন: মানে হইলো, চায়ে চিনি বেশী হইয়া গেছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ওয় এই কথা এইবার বুঝছি
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
স্বপনবাজ বলেছেন: চমৎকার।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসা মতান্তরে লক্ষ মৃত ঘরে ঘরে আঁচল তলে,
প্রনয় তৃষ্ণার যৌবন জ্বালায় ক্ষয়িত জীবন অশ্রু জলে।
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
আরজু পনি বলেছেন:
কবিতা হোক দ্রোহের
কবিতা হোক মুক্তির
কবিতা হোক গণ জাগরণের।
জয় বাংলা।।
নিজের নাম দেখে পোস্টে ঢুকতে অস্বস্তি হচ্ছিল
আশিক মাছুম-এর প্রথম কমেন্টটা বাংলা লিংক-এর এ্যাড থেকে বলা ...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এডটা আমি দেখিনি ।
আমি যাদের নাম দিয়েছি সত্যি আমি নিজেও জানিনা কেন তাদের নামে উৎসর্গ করলাম। হয়ত তাদের প্রতি একরকম শ্রদ্ধা বোধ কাজ করেছে। আপনার ক্ষেত্রেও ঠিক তেমনটাই কাজ করেছে।
কবিতা হোক দ্রোহের
কবিতা হোক মুক্তির
কবিতা হোক গণ জাগরণের।
জয় বাংলা।।
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
বাংলার হাসান বলেছেন: আমার নাম কই?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অন্য কোন পোস্টে আপনার নাম পাবেন আশা করি অন্য কোন সময় ।
১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
================================
ভালোবাসি বললে তোমায়;
অহমিকায় মুখটি ফেরাও,
যারে তুমি করবে আপন;
কভু হবেনা সে আমারই মতন।
প্রেম পিয়াসী স্বপ্ন খেকো,
একটু ভাব একটু দেখো;
নিশিত যাপন করেনি যে কভু,
প্রণয় পুঁজর বুঝবে কি সে প্রভু।
================================
ভালোলাগা রেখে গেলাম।
আশিক মাসুম বলেছেন: চায়ের দামে শরবত পাইলাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
চায়ের দামে শরবত দিলাম। অনেক অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল।
১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++ ও প্রিয়তে ভ্রাতা । এতো হেভিওয়েট ব্লগারদের সাথে আমার নাম তুলিয়া দিবার লেইগা ধইন্যা অশেষ ভ্রাতা । ফিলিং হেভি হেভি !
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি যাদের নাম দিয়েছি সত্যি আমি নিজেও জানিনা কেন তাদের নামে উৎসর্গ করলাম। হয়ত তাদের প্রতি একরকম শ্রদ্ধা বোধ কাজ করেছে। আপনার ক্ষেত্রেও ঠিক তেমনটাই কাজ করেছে।
আর আপনারাই আমার এই ব্লগের পথ চলায় অনুপ্রেরনা দিয়ে এসেছেন যে ভাই সেই ঋণ আমি কি করে সুধাই বলেনত ভাই।
১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
ফারজানা শিরিন বলেছেন: যদি পৃথিবী না চায়;
তাহলে থাক !
যদি তুমি না চাও;
তাহলে থাক !
যদি ভুল করে আমি চাই;
তাহলে তোমাদের দুজনকে
চাইতেই হবে ... সাহস নিয়ে নিলাম
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কিসের সাহস নিলেন ভালোবাসার নাকি ছেকু খাবার।
১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
একজন আরমান বলেছেন:
আমি তোমাকে চেয়েছি
ফাগুনের এই রাতে
খোলা দুয়ারের পাশে;
তোমার সৌরভ মিশে আছে
আমারই শ্বাসে।
এক কথায় অসাধারণ।
আমি এই কবিতার আন সেন্সরড আপনার কবিতার খাতা থেকে পড়েছি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি আমাকে অনেক দিন বলেছিলে কবিতাটি যেন আমি ব্লগে প্রকাশ করি তাই তোমার কথা মাথায় রেখেই ব্লগে প্রকাশ করে দিলাম। তোমার কাছে কৃতজ্ঞ ।
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আশিক মাসুম বলেছেন: ভালোতো, ভালনা??? চায়ের দামে শরবত পাইলাম
হাসতে হাসতে জান তামা তামা।
ছোট্ট করে বলি কবিতাটাও ভালো হৈছে++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে আশিক গেলা কই , তোমারে পাইয়া লই, এমুন চা খওয়ামু্ শরবত কাহাকে বলে তুমি টের পাইবা ।
১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
পেন্সিল চোর বলেছেন: ধন্যবাদ ভাইজান।
কবিতার জন্য প্লাস নিন।
ভালো থাকবেন সবসময়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখা হবে বেলা অবেলার প্রতিটি ক্ষণে । ভালোবাসায় সিক্ত হোক আপনার প্রতিটি প্রহর।
১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১
একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ
কৃতজ্ঞতার কথা কেন আসছে?
আমি কিন্তু আপনার প্রেম কবিতাটাও দিতে বলেছিলাম।
কবিতাটা অনেক ছোট। কিন্তু তার প্রত্যেকটা শব্দ এখনও আমার কানে বাজে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
তাইত দিলাম ।
১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১
একজন আরমান বলেছেন:
ওহ। এইটা এতো বড়। আমি তো মনে করেছিলাম
যদি পৃথিবী না চায়;
তাহলে থাক !
যদি তুমি না চাও;
তাহলে থাক !
যদি ভুল করে আমি চাই;
তাহলে তোমাদের দুজনকে
চাইতেই হবে ...
শুধু এইটুকু।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি যেটা পড়ে ছিলে সেটা একটু অংশ বিশেষ।
২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
s r jony বলেছেন: আশিক মাসুম বলেছেন: ভালোতো, ভালনা??? চায়ের দামে শরবত পাইলাম।
সারমর্মঃ অল্প ভালবাসা চাইতেই আপনি অনেক ভালবাসা দিছেন। ভালবাসা কি "বাংলা লিংক"দামে পাইছেন???
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
রাইসুল নয়ন বলেছেন: বড় ভাই,
আপনার কবিতা বরাবরই প্রতীক্ষিত,
ছ্যাকা যে কি জিনিস না দিলে আর না খাইলে বুঝান যাইব না
আপনাদের দোয়ায় দুইটার অভিজ্ঞতাই আছে তবে খাওয়ার অভিজ্ঞতা আগে হইছে !!!
যারা প্রেম করেন তাদের বলছি, অন্যের প্রেমিকা বিয়ে করার থেকে নিজেরটা বিয়ে করেন !!
আর যারা আমার মতো সত্যি ভালোবেসে প্রতারিত তাদের বলছি খোঁজ নিয়ে দেখেন ও ঘুমাতে পারেনা,লজ্জায় আপনাকেও বলেনা !!!
ওদের বিচার সৃষ্টিকর্তা করবেন ।।
বড় ভাই উৎসর্গের তালিকায় নিজের নাম দেখে পুরাই টাস্কিত
কবিতা অসাধারণ ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
ছেকু খাওয়া ভাইকে ছেকু মূলক কবিতা উৎসর্গ করাটাই দেখি তাহলে সার্থক হয়েছে।
২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬
shfikul বলেছেন: সুন্দর কবিতা।ভালো লাগল।প্লাস
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন ।
২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
মেহেরুন বলেছেন: বাহ! বাহ!!! কি দারুন কবিতা ++++++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু আপু সবাই বলছে চায়ের দামে আমি নাকি শরবত দিয়েছি ।
২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
রাইসুল নয়ন বলেছেন:
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
মেহেরুন বলেছেন: Click This Link
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখলাম ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।