নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

"তুমি কে আমি কে - গারো - চাকমা বাঙালি”

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯









আজ শাহবাগ প্রজন্ম চত্তরে দেখলাম আমাদের গারো এবং চাকমা ভাই ও বোনেরা এসেছেন রাজাকারদের ফাঁসির দাবীতে একাত্মতা ঘোষণা করে চলমান রক্ত ঝরা এই উত্তাল আন্দোলনে শরীক হতে । শাহবাগ প্রজন্ম চত্তরের আকাস - বাতাস প্রকম্পিত হয়ে উঠছিল তাদের শ্লোগানে - শ্লোগানে। সেই শ্লোগান ছিল একবার তাদের ভাষায় আর একবার বাংলা ভাষায় । আবেগে আপ্লুত হয়ে উঠল আমার হৃদয়। আমি আর প্রিয় ব্লগার শিপু ভাই তাদের সাথে শ্লোগানে – শ্লোগানে মিশে এক হয়ে গেলাম। সেই শ্লোগান নিয়ে এই পোষ্ট দেয়ার আবেগটুকু আর ধরে রাখতে পারলাম না। আর এই পোষ্টটি দিতে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন প্রিয় ব্লগার শিপু ভাই । লাল সালাম জানাই আমাদের সংগ্রামী গারো এবং চাকমা ভাই ও বোনদেরকে ।















*সোবো সোবো - ওয়াল সোবো

(জ্বালো জ্বালো – আগুন জ্বালো)



*রাসোদবো -রাজাকারকো রাসোদবো

(জবাই কর - রাজাকারকে জবাই কর)



*সিমসাকবো সিমসাকবো - রিপেংরাং সিমসাকবো

(জাগো জাগো - জনগন জাগো)



*মিতসিবো মিতসিবো - রাজাকারকো মিতসিবো।

(ঘৃণা কর ঘৃণা কর - রাজাকারকে ঘৃণা কর)



*ফাঁসি লামো, রাজাকার নে ফাঁসি লামো

(ফাঁসি চাই - রাজাকারের ফাঁসি চাই)



*নাআ সা আঙ্গাসা? গারো কোচ বাঙালি

(তুমি কে আমি কে? গারো কোচ বাঙালি)



*নাংনি হামমা , আংনি হামমা - রাজাকারনি ফাঁসি

(তোমার চাওয়া, আমার চাওয়া - রাজাকারের ফাঁসি)



*বাংলাদেশনি বিয়াপো, রাজাকারনি জাগা দংজা

(বাংলাদেশের সীমানায়, রাজাকারের ঠাই নাই)



*রাজাকার কাদবো, পাকিস্থান ছা রিয়াংবো

(রাজাকার পালাও - পাকিস্থানে চলে যাও)



*রাজাকারনি বিয়াপকো, সুয়েদবো বিয়েদবো

(রাজাকারের আস্তানা - জ্বালিয়ে দাও - ভেঙ্গে দাও)



*হনজক হানছি, আরো হননো হানছি

(দিয়েছিতো রক্ত - আরো দিব রক্ত)



*রাজাকারকো রিমবো, রিমমি রিমমি রাসদবো

(রাজাকারকে ধর - ধরে ধরে জবাই কর)



*ক - ছা কাদের, না আ রাজাকার - না আ রাজাকার

(ক- তে কাদের মোল্লা, তুই রাজাকার - তুই রাজাকার )



*ফাঁসি রনজানো? রামা উয়াদ জানো

(ফাঁসি না দিলে রাজপথ ছাড়বো না)



*ধর্ম আনথাংনি - বাংলাদেশ গিম্মিকনি।

(ধর্ম যার যার - রাষ্ট্র সবার)

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

বোকামন বলেছেন:

এর আগেও এসেছিল.......

ফাঁসি লামো, রাজাকার নে ফাঁসি লামো

জয় বাংলা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

ফাঁসি লামো, রাজাকার নে ফাঁসি লামো

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বান্দরবানে আদিবাসীদেরকেও জামাত শিবির কি যেন করেছে, আই ডোন্ট রিমেম্বার ক্লিয়ারলি।

চমৎকার পোষ্ট!

জয় বাংলা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
সোবো সোবো - ওয়াল সোবো

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

এহসান সাবির বলেছেন: মিতসিবো মিতসিবো - রাজাকারকো মিতসিবো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

রাজাকারনি বিয়াপকো, সুয়েদবো বিয়েদবো

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

স্বপনবাজ বলেছেন: অসাধারণ ভাই ! কয়েক দিন আগে একজন চামকা ফেবুতে দেখলাম লিখেছে যে সেতো বাঙ্গালী না তাও সে ন্যায্য দাবিতে এসেছে এক হতে ! কিন্তু আমি কে তুমি কে , বাঙ্গালী শুনে তার খারাপ লেগেছে , সে নিজেকে চাকমা পরিচয় দিতে গর্ব্ বোধ করে ! আমি তাকে বলেছি "আপনি একজন খাটি বাংলাদেশী , অবশ্যই আপনি চাকমা পরিচয় নিয়ে গর্ব করবেন এই বাংলাদেশে কারণ অসাম্প্রদায়িক এক দেশ পাবার জন্য বছরের পর বছর আমাদের এত কষ্ট ! আমি আপনার সেন্টিমেন্ট বুঝতে পারছি আশা করি আপনি ও আমাদের টা বুঝতে পারবেন , পুরো জাতীকে এক ছাতার নিচে নিয়ে আসার জন্যই এমন স্লোগান আমি কে তুমি কে ?? বাঙ্গালী , বাঙ্গালী " !!! আজকে আপনার পোষ্ট পড়ে খুব ভালো লাগলো ! আশাবাদী হলাম !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

নাআ সা আঙ্গাসা? গারো কোচ বাঙালি

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

একজন আরমান বলেছেন:
নাংনি হামমা , আংনি হামমা - রাজাকারনি ফাঁসি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
হনজক হানছি, আরো হননো হানছি

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

আশিক মাসুম বলেছেন: খাইছে পড়তে গিয়া দাঁত ভাঙনের যগার হইছে ,


*বাংলাদেশনি বিয়াপো, রাজাকারনি জাগা দংজা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ধর্ম আনথাংনি - বাংলাদেশ গিম্মিকনি।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

একজন আরমান বলেছেন:
বরিশাইল্লা ভার্শনঃ

এউক্কাই দাবি
ফাঁসি রে ফাঁসি।

ফাঁসি ফাঁসি
ফাঁসি চাই।

রাজাকারের
ফাঁসি চাই

পক্ষ নিলে
রক্ষা নাই

প্রহসনের এই রায়
মানি না মানমু না।

দিছি তো রক্ত
আরো দিমু রক্ত

রক্তের বন্যায়
ভাইসসা যাইবে অন্যায়।

জ্বালো রে জ্বালো
আগুন জ্বালো।

আরে,
এউক্কাই দাবি
ফাঁসি রে ফাঁসি।

আরে,
ফাঁসি রে ফাঁসি,
একটাই দাবি।

রাজাকারের দুই গালে
জুতা মারো তালে তালে

মোগো ধমনীতে
শহীদের রক্ত

এই রক্ত কোনদিনও
বৃথা যাইতে দিমু না।

আরে
দিছি তো রক্ত
আরো দিমু রক্ত।

রক্তের বন্যায়
ভাইসসা যাইবে অন্যায়।


আহো ভাই, আহো বুইন
গইরড়া তুলি আন্দোলন।

আরে,
জ্বালো রে জ্বালো
আগুন জ্বালো।

জয় বাংলা
জয় বাংলা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ধর্ম আনথাংনি - বাংলাদেশ গিম্মিকনি।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

বাংলার হাসান বলেছেন: *ফাঁসি রনজানো? রামা উয়াদ জানো
(ফাঁসি না দিলে রাজপথ ছাড়বো না)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
হনজক হানছি, আরো হননো হানছি

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

আমিনুর রহমান বলেছেন: জয় বাংলা !
জয় প্রজন্ম !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

ফাঁসি লামো, রাজাকার নে ফাঁসি লামো

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

কালা মনের ধলা মানুষ বলেছেন: সুপার লাইক। দারুণ পোস্ট !!

+++++++++++++++++++++++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

নাআ সা আঙ্গাসা? গারো কোচ বাঙালি

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

s r jony বলেছেন: ফাঁসি লামো, রাজাকার নে ফাঁসি লামো

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

সোবো সোবো - ওয়াল সোবো

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

সুখোই-৩৫ বলেছেন: এটাই ঠিক আছে। প্রত্যেকেই তার নিজস্ব পরিচয় নিয়ে বাচুক। জোর করে সবাইকে এক করার নামে বাংলাদেশী বানানোর দরকার নাই। এইধরনের কৃত্তিম এককীকরণ কারও জন্যই ভালো হয় না। যে বাঙালি সে বাঙালি বলুক, সে তার বাঙালি পরিচয় নিয়ে বাচুক, যে সাওতাল সে সাওতাল বলুক, তার সাওতাল পরিচয় নিয়ে বাচুক। আমাদের আনুগত্য বাংলাদেশের প্রতি। ভারতের দিকে তাকালে কি দেখি? সেখানে সবাই বলে, "আমি ইন্ডিয়ান ফার্ষ্ট"। এর মানে কি? এতে কিছু হয়? হয় না। ইন্ডিয়ান ফার্ষ্ট দিয়ে হিন্দিভাষীরা ডমিনেট করছে, হিন্দির চাপে বাকী সবাই স্বাতন্ত্র্য হারাচ্ছে। এর থেকে নিজ পরিচয়েই বাচো। আমরা বাঙালি, গারো, মারমা। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক পরিচয়ে আমাদের কারও জাতি পরিচয় যেন হারিয়ে না যায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ধর্ম আনথাংনি - বাংলাদেশ গিম্মিকনি।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

অনীনদিতা বলেছেন: জয় বাংলা। +++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

সোবো সোবো - ওয়াল সোবো

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

জাকারিয়া মুবিন বলেছেন: ++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

সোবো সোবো - ওয়াল সোবো

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

শিপু ভাই বলেছেন:
+++++++++++++++++++++

রাজাকারনি বিয়াপকো, সুয়েদবো বিয়েদবো




২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ শিপু ভাই ।

সোবো সোবো - ওয়াল সোবো

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

শের শায়রী বলেছেন: আন্দোলনের পোষ্টগুলোর মধ্যে এই পোষ্ট টা অনেক কারনেই আলাদা হয়ে থাকবে। এই মুহুর্তে দরকার আপনার আর শিপু ভাই র মত কিছু মানুষ। একেই সংগ্রাম বলে। স্যলুট বোথ অভ ইয়্যু

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ধর্ম আনথাংনি - বাংলাদেশ গিম্মিকনি।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার। ফেবুতে দেখেছিলাম। চাকমাদের লাল সালাম।

হাঁসি চাই, হাঁসি চাই, রেজাকাইরগার হাঁসি চাই
(নোয়াখাইল্লা ভার্সন)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই নোয়াখাইল্লা ভার্সন এ পুরাটা যদি দিতেন খুব ভাল হত।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

মামুন রশিদ বলেছেন: *রাসোদবো -রাজাকারকো রাসোদবো

*নাংনি হামমা , আংনি হামমা - রাজাকারনি ফাঁসি

*হনজক হানছি, আরো হননো হানছি


চমৎকার !! অভূতপূর্ব !!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


*রাসোদবো -রাজাকারকো রাসোদবো

*নাংনি হামমা , আংনি হামমা - রাজাকারনি ফাঁসি

*হনজক হানছি, আরো হননো হানছি

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

ফারাহ দিবা জামান বলেছেন: *ধর্ম আনথাংনি - বাংলাদেশ গিম্মিকনি।
(ধর্ম যার যার - রাষ্ট্র সবার)

অসাধারণ!
অসাধারণ!

শেয়ার করার জন্য অজস্র ধন্যবাদ তোমাকে ভাইয়া!

ভালো থেকো!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধর্ম আনথাংনি - বাংলাদেশ গিম্মিকনি।

ধন্যবাদ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.