নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

স্মরণে বিদায় হজ্জের খুৎবা এবং আমার বর্তমান লজ্জাবোধ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

বিদায় হজ্জের খুৎবা ১০ম হিজরিতে অর্থাৎ ৬৩২ খ্রিস্টাব্দে হজ্জ পালনকালে আরাফাতের ময়দানে ইসলাম ধর্মের শেষ রাসুল প্রিয় নবীজি হযরত মোহাম্মাদ ( সঃ ) কর্তৃক প্রদত্ত খুৎবা । বুখারী শরীফের ১৬২৩, ১৬২৬ এবং ৬৩৬১ নম্বর হাদিসে বিদায় হজ্জের খুৎবার বিভিন্ন অংশ উদ্ধারণ করা হয়েছে। সহি মুসলিম শরীফে ৯৮ নম্বর হাদিসে বিদায় খুৎবা বর্ণিত। তিরমিজি শরীফের ১৬২৮, ২০৪৬ এবং ২০৮৫ সংখ্যক হাদিসে বিদায় খুৎবার বর্ণনা দেয়া হয়েছে। বিদায় খুৎবার র্দীর্ঘতম উদ্ধৃতি দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল। তাঁর মসনুদ-এর ১৯৭৭৮ সংখ্যক হাদিসে এই বর্ণনা পাওয়া যাবে।



ইসলামের নাম নিয়ে যারা নির্লজ্জের মতন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় তারাই ধর্ম ব্যাবসায়ি । আসুন তাদেরকে আমরা সবাই ধর্মীয়, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে বয়কট করি। তাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই;

তেরটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দেয়া খুৎবার সংশ্লিষ্ট অনুবাদ নিম্নরূপ। তারপরও কি তথাকতিত ধর্ম ব্যাবসায়িদের অন্তর আত্মা পবিত্র হবে না যেখানে ইসলামের ৭৭ টি ঈমানের অঙ্গের মধ্যে দেশ প্রেম অন্যতম একটি ঈমানের অঙ্গ!!!



জীবন সায়াহ্নের ইঙ্গিত



"হে লোকেরা! আমার কথাগুলো মনোযোগসহ শ্রবণ করো। আমার মনে হয়, এরপর আর আমার পক্ষে হজ্জের মহান আনুষ্ঠানিকতায় যোগদান করা সম্ভব হবে না।"



হত্যার-বদলে-হত্যা প্রথা রহিতকরণ



"শুনে রেখো, অন্ধকারযুগের সব কুসংস্কার, সকল অন্ধবিশ্বাস এবং সব ধরনের অনাচার আজ আমার পায়ের নিচে দাফন করা হলো। বর্বর যুগের শোণিত-প্রতিশোধ প্রথা আজ থেকে রহিত করা হলো। .... আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ ও সব ধরনের রক্তের দাবি রহিত ঘোষণা করছি। .... মনে রেখো! একজনের অপরাধে অন্যকে দণ্ড দেওয়া যাবে না। পিতার অপরাধে পুত্র এবং পুত্রের অপরাধে পিতাকে অভিযুক্ত করা চলবে না। "



সুদ প্রথা সম্পর্কে বক্তব্য



"অজ্ঞ যুগের সব সুদ আজ থেকে বাতিল করা হলো। আমি সর্বপ্রথম আমার স্বগোত্রের প্রাপ্য সুদ ও সব ধরনের রক্তের দাবি রহিত ঘোষণা করছি। আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের প্রাপ্য সব সুদ বাতিল করা হলো।"



নেতৃত্বের প্রতি আনুগত্য



"যদি কোনো নাক কাটা হাবশি ক্রীতদাসকেও তোমাদের আমির নিযুক্ত করা হয় এবং সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালনা করে, তাহলে তোমরা সর্বতোভাবে তার আনুগত্য করবে, তার আদেশ মান্য করবে। সাবধান!"



ধর্ম নিয়ে বাড়াবাড়ি



"ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এতদ্বিষয়ে সীমা লঙ্ঘনের কারণে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। মনে রেখো! তোমাদের সবাইকেই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। তাঁর কাছে এসব কথার জবাবদিহি করতে হবে। সাবধান, তোমরা আমার পরে পথভ্রষ্ট হয়ে যেয়ো না, খোদাদ্রোহী হয়ে পরস্পরে রক্তপাতে লিপ্ত হয়ো না।"



অন্যের সম্পত্তি, ইজ্জতের হেফাযত



"স্মরণ রেখো, আজকের এই দিন, এই মাস যেমন মহিমান্বিত, মক্কার হেরেম যেমন পবিত্র, প্রতিটি মুসলমানের ধনসম্পদ, সবার ইজ্জত-সম্ভ্রম এবং প্রতিটি মুসলমানের রক্তবিন্দু তোমাদের কাছে সে রকমই পবিত্র। আগের বিষয়গুলোর পবিত্রতা নষ্ট করা যেমন তোমরা পরিত্যাজ্য ও হারাম বলে জানো, তেমনি কোনো মুসলমানের সম্পদ, সম্ভ্রম ও জীবনের ক্ষতি সাধন, তোমাদের জন্য নিষিদ্ধ, মহাপাপ।"



মানুষে মানুষে ভেদাভেদ নেই



"অনারবদের ওপর আরবদের প্রাধান্যের কোনো কারণ নেই। মানুষ সবাই আদমের সন্তান আর আদম মাটি থেকে সৃষ্ট। জেনে রাখো, নিশ্চয়ই এক মুসলমান অপর মুসলমানের ভাই, আর জগতের সব মুসলমান মিলে এক অবিচ্ছেদ্য ভ্রাতৃসংঘ।"



শেষ নবী



"হে লোকেরা, জেনে রাখো, আমার পরে আর কোনো নবীর আগমন হবে না। তোমাদের পর আর কোনো উম্মাহ নেই। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। এ বছরের পর হয়তো তোমরা আর আমার সাক্ষাৎ পাবে না। জ্ঞান উঠে যাওয়ার আগেই আমার কাছ থেকে শিখে নাও। চারটি বিষয় বিশেষ করে স্মরণ রেখো! (১) কখনো শিরক করো না, (২) অন্যায়ভাবে নরহত্যা করো না, (৩) অন্যের সম্পদ আত্মসাৎ করো না, (৪) কখনো ব্যভিচারে লিপ্ত হয়ো না। সাবধান, কারো অসম্মতিতে তার সামান্য সম্পদও গ্রহণ করো না। জুলুম করো না। জুলুম করো না! কোনো মানুষের ওপর জুলুম করো না।"



শয়তান সম্পর্কে সাবধানন বানী



"আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি, যত দিন তোমরা সেগুলো আঁকড়ে ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব ও তাঁর রাসুলের সুন্নাত। হে লোকেরা! শয়তান এ ব্যাপারে নিরাশ হয়েছে, সে তোমাদের দেশে আর উপাসনা পাবে না। কিন্তু সাবধান! অনেক এমন বিষয়কে তোমরা ক্ষুদ্র বলে জ্ঞান করো, অথচ শয়তান তারই মাধ্যমে তোমাদের সর্বনাশ করে ছাড়ে। সে বিষয়গুলো সম্পর্কে খুবই সাবধান থাকবে।"



স্ত্রীদের প্রতি সদাচরণ



"অতঃপর হে লোকেরা! নারীদের বিষয় আমি তোমাদের সতর্ক করছি। তাদের প্রতি নির্দয় ব্যবহার করার সময় তোমরা আল্লাহর শাস্তির কথা ভুলে যেয়ো না। নিশ্চয়ই তোমরা তাদের আল্লাহর জামিনে গ্রহণ করেছ এবং তাঁরই কালাম দ্বারা তাদের সঙ্গে তোমাদের দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে। মনে রেখো, তোমাদের সহধর্মিণীদের ওপর তোমাদের যেমন দাবিদাওয়া ও অধিকার রয়েছে, তেমনি তোমাদের ওপরও তাদের দাবিদাওয়া ও স্বত্ব্বাধিকার রয়েছে। পরস্পর পরস্পরকে নারীদের সঙ্গে সদ্ব্যবহারে উদ্বুদ্ধ করবে। স্মরণ রাখবে, এ অসহায়দের একমাত্র সহায় তোমরাই।"



দাস-দাসীদের প্রতি সদব্যবহার



"স্মরণ রেখো, তোমাদের অধীনস্থ দাস-দাসীরা অসহায়-নিরাশ্রয়। সাবধান, তাদের ওপর কখনো জুলুম করবে না, তাদের অন্তরে আঘাত দেবে না। তোমাদের মতো তাদেরও একটি হৃদয় আছে। ব্যথা দিলে কষ্ট পায় আর আনন্দে আপ্লুত হয়। শুনে রেখো! ইসলামের নির্দেশ হলো তোমরা যা খাবে দাস-দাসীদেরও তাই খাওয়াবে। তোমরা যা পরবে, তাদের তাই পরাবে। কোনো ধরনের তারতম্য করা চলবে না।"



আত্মপরিচয় অস্বীকারের বিষয়ে নিষেধাজ্ঞা



"যে নিজের বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে, তার ওপর আল্লাহর, ফেরেশতাকুলের ও সমগ্র মানবজাতির অনন্ত অভিশাপ।"



কুরআনের বাণী প্রচার



"আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। যত দিন তোমরা সে কিতাব অবলম্বন করে চলবে, তোমরা পথভ্রষ্ট হবে না। আজ যারা এখানে উপস্থিত আছ, তারা আমার এসব পয়গাম অনুপস্থিতিদের কাছে পৌঁছে দেবে। হতে পারে উপস্থিত কারো কারো থেকে অনুপস্থিতি কেউ কেউ এর দ্বারা বেশি উপকৃত হবে।"

মন্তব্য ৭৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ, হযরত মুহাম্মাদ (সাঃ) এর বিদায় হজ্জের ভাষণ তুলে দেয়ার জন্য। আজকের ধর্মান্ধদের জন্য খুব বেশি প্রয়োজনীয় পাঠ্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

আল্লাহ আমাদের সঠিক ভাবে ইসলাম বুঝে চলার এবং প্রকৃত মুমিন হবার হেদায়েত দান করুন। আমিন।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

বস শাকিল বলেছেন: খুবি ভালো লাগলো। Thanks.

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

যুবায়ের বলেছেন: অসাধারন তথ্য সমৃদ্ধ একটি লেখা.....
অনেক অনেক ধন্যবাদ ভাই।
চালিয়ে যান ভাই সাথে আছি।

পোষ্টে প্লাস++++++++++++++++++++++++++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

মৃন্ময় বলেছেন: আজকের ধর্মান্ধদের জন্য খুব বেশি প্রয়োজনীয় পাঠ্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

সহমত ভাই এবং আমার শুভকামনা রইল ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

যুবায়ের বলেছেন: শয়তান সম্পর্কে পবিত্র কুরআনের সুরা আরাফ থেকে একটা রেফারেন্স দিলাম।

وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব, তৈরী করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বলছি-আদমকে সেজদা কর তখন সবাই সেজদা করেছে, কিন্তু ইবলীস সে সেজদাকারীদের অন্তর্ভূক্ত ছিল না।
7:12
قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ
আল্লাহ বললেনঃ আমি যখন নির্দেশ দিয়েছি, তখন তোকে কিসে সেজদা করতে বারণ করল? সে বললঃ আমি তার চাইতে শ্রেষ্ট। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা।
7:13
বললেন তুই এখান থেকে যা। এখানে অহংকার করার কোন অধিকার তোর নাই। অতএব তুই বের হয়ে যা। তুই হীনতমদের অন্তর্ভুক্ত।
7:14
قَالَ أَنظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
সে বললঃ আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন।
7:15
قَالَ إِنَّكَ مِنَ الْمُنظَرِينَ
আল্লাহ বললেনঃ তোকে সময় দেয়া হল।
7:16
قَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ
সে বললঃ আপনি আমাকে যেমন উদভ্রান্ত করেছেন, আমিও অবশ্য তাদের জন্যে আপনার সরল পথে বসে থাকবো।
7:17
to top
ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَن شَمَائِلِهِمْ ۖ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ

এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না।
7:18
قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُومًا مَّدْحُورًا ۖ لَّمَن تَبِعَكَ مِنْهُمْ لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنكُمْ أَجْمَعِينَ
আল্লাহ বললেনঃ বের হয়ে যা এখান থেকে লাঞ্ছিত ও অপমানিত হয়ে। তাদের যে কেউ তোর পথেচলবে, নিশ্চয় আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করে দিব।
7:19
وَيَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ

হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর। অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও তবে এ বৃক্ষের কাছে যেয়োনা তাহলে তোমরা গোনাহগার হয়ে যাবে।
7:20
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِن سَوْآتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَٰذِهِ الشَّجَرَةِ إِلَّا أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ
lঅতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল, যাতে তাদের অঙ্গ, যা তাদের কাছে গোপন ছিল, তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বললঃ তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি; তবে তা এ কারণে যে, তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও-কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী।
7:21
وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ
সে তাদের কাছে কসম খেয়ে বললঃ আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্খী।
7:22
فَدَلَّاهُمَا بِغُرُورٍ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ ۖ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا عَن تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُل لَّكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ
অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। অনন্তর যখন তারা বৃক্ষ আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজের উপর বেহেশতের পাতা জড়াতে লাগল। তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেনঃ আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ফেতনা ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ।
সুরা আল-বাকারা ( আয়াত ২-১৯১ )
আর ধর্মের ব্যাপারে ফেতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহা পাপ।
সুরা আল-বাকারা ( আয়াত ২-২১৭ )

নানা প্রকৃতির ফেতনা প্রকাশ পাওয়া কিয়ামতের একটি আলামত। হাদীসে এসেছে। ‘কিয়ামতের পূর্বে বড় বড় ফেতনা প্রকাশ পাবে। মুমিন লোক বলবে, এবার আর রক্ষা নেই। অতঃপর তা দূরীভূত হয়ে অন্য আরেকটি প্রকাশ পাবে। মুমিন বলবে, এটি এটি অর্থাৎ এটিতে আমার ধ্বংস। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে ফেতনা প্রকাশ পেতে থাকবে। إِنِ بَيْنَ يَدَيِ السَّا
عَةِ فِتَناً كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ ، يُصْبِحُ الرَّجُلُ فِيْهَا مُؤْمِناً
وَيُمْسِيْ كَافِراً، وَيُمْسِيْ مُؤْمِناً وَيُصْبِحُ كَافِرا.ً কিয়ামতের পূর্বে আঁধার রাতের টুকরোর ন্যায় ফেতনা আসবে। যখন মানুষ মুমিন হয়ে সকাল অতিবাহিত করবে এবং সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে। আবার মুমিন অবস্থায় সন্ধ্যা অতিবাহিত করবে এবং সকাল বেলায় কাফির হয়ে যাবে’।

আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সৎকাজে দ্রুত অগ্রসর হও। শীঘ্রই অন্ধকার রাতের মত ফেতনা দেখা দিবে। তখন অবস্থা এমন হবে যে, সকাল বেলা একজন মানুষ মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে। তারা পার্থিব সামান্য স্বার্থে নিজের ধর্ম বিক্রি করে দিবে।’ (বর্ণনায়, সহিহ মুসলিম)

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল :
১- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকাজে দ্রুত অগ্রসর হতে বলেছেন। সৎকাজ করার সুযোগ সৃষ্টি হলে বিলম্ব করা উচিৎ নয় কোনোভাবেই।
২- সময় থাকতে সময়ের মর্যাদা দেয়া ও সুযোগ থাকতে সুযোগের সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। কারণ ফেতনা শুরু হয়ে গেলে ভাল কাজের আর সুযোগ থাকে না। তাই সময় ও সুযোগ থাকতে তা ভালকাজে ব্যবহার করা উচিত।
৩- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে ফেতনার একটি চিত্র তুলে ধরেছেন। অন্ধকার রাতের মত ফেতনা এতটা ঘণীভূত হবে যে, একজন মানুষ সকালে মুসলিম থাকলে তার পক্ষে সন্ধ্যা পর্যন্ত ইসলাম নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়বে।
৪- ইসলাম বিরোধী প্রচারণা ও তৎপরতা এত বেড়ে যাবে যে, একজন মানুষ সন্ধ্যায় মুসলিম হয়েও সকালে ইসলাম সম্পর্কে সন্দিহান হয়ে যাবে।
৫- মানুষ সামান্য অর্থ-বিত্ত, চাকুরী, ভিসা, পদ, প্রচারনা, রাজনৈতিক সুবিধা পাওয়ার লোভে ইসলামকে বিকিয়ে দিবে। অমুসলিম শক্তির সাথে দহরম-মহরম শুরু করবে। ইসলামের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করবে।
৬- মানুষ এতটা বস্তু ও ভোগবাদী হয়ে যাবে যে, মুসলিম হয়েও সামান্য কিছুর বিনিময়ে ইসলামের অনুশাসন ত্যাগ করবে।
৭- ‘সকালে মুসিলম আর বিকালে কাফের’ এ কথার অর্থ এটাও যে, মানুষ মুসলিম পরিবারে জন্ম নেবে, মুসলিম নাম ধারণ করবে, মুসলিম দেশে বসবাস করবে, মুসলিম হওয়ার সামাজিক সুবিধা ভোগ করবে কিন্তু নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে কুন্ঠিত হবে। ইসলামকে গুরুত্বহীন ভাবতে থাকবে।
৮- একজন মানুষ যেমন কোনো কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করে দিতে পারে না। তেমনি কোনো কিছুর বিনিময়ে কখনো নিজের ধর্ম ইসলামকেও বিক্রি করে দিতে পারে না। ইসলাম বিক্রি করে দেয়ার মানে হল, কিছু একটা পাওয়ার জন্য ইসলামের কোনো কিছুকে ত্যাগ করা। লোভে বা ভয়ে ইসলামের কোনো অনুশাসন ত্যাগ করা কিংবা ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করা। এ কথা সকলেরই জানা যে, কেউ বলে না আমি ইসলাম বিক্রি করে দেব। তারপরও সে এ সকল পদ্ধতিতে ইসলাম বিক্রি করে দেয়।

যারা আজকে ইসলামের নাম নিয়ে এইভাবে রাজপথে সারা দেশব্যাপী নির্লজ্জের মতন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় তারাইত তবে আল্লাহ এবং তার রাসুল অনুযায়ী প্রকৃত ফেতনা সৃষ্টিকারী।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

স্বপনবাজ বলেছেন: জাকারিয়া মুবিন বলেছেন:
ধন্যবাদ, হযরত মুহাম্মাদ (সাঃ) এর বিদায় হজ্জের ভাষণ তুলে দেয়ার জন্য। আজকের ধর্মান্ধদের জন্য খুব বেশি প্রয়োজনীয় পাঠ্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
বিদায় হজ্বের মর্মবাণী ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে, নিপাত যাক সকল ধর্মান্ধতা আর ধর্ম নিয়ে ব্যবসা ।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

মাহির কাবির বলেছেন: deshpream imaner ongo ekta jaal hadish..
aro jal hadir jante http://www.somewhereinblog.net/blog/mahir0007

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাগ্যিস আপনি মহানবীর বিদায় হাজ্জের খুৎবা জাল বলে কোন প্রমান দেন নাই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক । আমিন।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

বইয়ের পোকা বলেছেন: একেবারে সময়োপযোগী পোস্ট, যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এবং যারা ধর্মকে অবমাননা করে, তাদের পড়া দরকার ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

তারা দেখবেন এটাকেও হয়ত ভিন্নভাবে এড়িয়ে যাবে। আল্লাহ সকল ফেতনা সৃষ্টিকারীদের হাট থেকে আমাদের মুক্ত করুন আমিন।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: তথ্য সমৃদ্ধ এমন একটি পোস্টে প্লাস দিতেই হলো! ধন্যবাদ!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

বিদায় হজ্বের মর্মবাণী ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে, নিপাত যাক সকল ধর্মান্ধতা আর ধর্ম নিয়ে ব্যবসা ।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

মামুন রশিদ বলেছেন: এই হলো প্রকৃত ইসলাম । অথচ ধর্ম ব্যবসায়ীরা আজ ইসলামকে ফ্যাসিসিজম এর কাতারে নিয়ে এসেছে ।


বিদায় হজ্বের মর্মবাণী ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে, নিপাত যাক সকল ধর্মান্ধতা আর ধর্ম নিয়ে ব্যবসা ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

সহমত।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

এহসান সাবির বলেছেন: এক কথায় চমৎকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ সাবির ভাই।বিদায় হজ্বের মর্মবাণী ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে, নিপাত যাক সকল ধর্মান্ধতা আর ধর্ম নিয়ে ব্যবসা ।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

মাহির কাবির বলেছেন: amake proman din j SODESH PREM IMANER ONGO..

reference din..

proman sara ktha bla r alu ke potol bola eki janis.
Allah amadr sobai ke gan dik

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

সহিহ বুখারি শরীফ অথবা ইসলামের শরিয়তের বিধানে ঈমানের যে ৭৭ টি শাখার কথা বলা আছে অথবা নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন তিনি আল্লাহর প্রেরিত ফেরেশতা জিব্রায়িল (আঃ) এর সাথে যা বলেছেন তত সংক্রান্ত হাদিস অথবা পবিত্র কোরানের সুরা বাকারাহ এবং সুরা হিজর তাফসির সহ পড়ে নেবেন এবং বুঝে নেবেন আশা করি।আমি এখানে বিস্তারিত দিতে পারলাম না সময়ের অভাবে। তবে আপনাকে আপনার প্রমানের জন্য কিছু উৎস দিয়ে দিলাম আশা করি পড়লে আপনার ভুল ভেঙে জেতেও পারে। তবে অবশ্যই প্রতিটি হাদিস এবং কোরানের আয়াত তাফসির সহ পড়বেন । এই কথা সত্যি যে বর্তমানে মানুষের মধ্যে ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়ানর জন্য কিছু অপপ্রচার চলছে তবে সাধারন মানুষ হিসাবে আমরা যেন কোরআন এবং হাদিস সঠিক ভাবে বুঝে পড়ে আমাদের জীবন গড়তে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন। আর মনে রাখবেন আল্লাহ এবং তার রাসুলের বানী নিয়ে তর্ক বা বিতর্ক হতে পারেনা। অথবা সেটা সঠিক কিংবা ভুল প্রমানের জন্য আমরা সেই মূর্খতার পরিচয় দিয়ে শিরকের অংশীদারি হতে চাইনা। কোরআন এবং হাদিস চির সত্য তবে কেউ যদি বানাতুল হাদিস বা বিদাত নিয়ে বিতর্ক করে তার জন্য রয়েছে অজস্র প্রমান সহিহ বুখারি এবং মুসলিম শরীফে যেখানে আমরা খুব সহজেই পেয়ে যাব কোনটা সঠিক এবং কোনটা বেদাত।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

কালা মনের ধলা মানুষ বলেছেন: অত্যন্ত সময়োপযোগী পোস্ট আপনাকে অনেক ধন্যবাদ এই সময়ে এত চমৎকার বিষয়টি সবাই কে মনে করিয়ে দেয়ার জন্য।

ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাঠ্য।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


বিদায় হজ্বের মর্মবাণী ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে, নিপাত যাক সকল ধর্মান্ধতা আর ধর্ম নিয়ে ব্যবসা ।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

মাহির কাবির বলেছেন: "স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ"

(সকল রিজাল শাস্ত্রবিদ মুহাদ্দিস এটিকে জাল প্রমাণ করেছেন)।আপাতদৃষ্টিতে সুন্দর এই কথাটি রাসুলের নামে চালিয়ে দেয়া হয়। মূলতঃ ইসলামের ভেতর জাতীয়তাবাদের বিষবাষ্প প্রবেশ করানোই এর উদ্দেশ্য।বিশুদ্ধ ছয়টি হাদীসগ্রন্থের কোথাও একথাটির উল্লেখ নেই ।এটা একটা বানোয়াট হাদীস ।জাতীয়তাবাদের বিষবাষ্প ছড়িয়ে দিতে এবং মুসলিম উম্মাহকে বিভক্ত করতে এ বানানো হাদীসটির জন্ম ।যখন কোন দেশে ইসলাম পালন অনেক কঠিন হয়ে যায় তখন হিযরত করা ফরজ ।আর তাই বিধর্মী কোন দেশের প্রতি মুমিনদের ভালবাসা থাকতে পারে না যদিও সে ঐ দেশের নাগরিক হয়ও।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার সাথে একমত হতে পারছিনা । আচ্ছা বলুন তাহলে যে ইসলামিক কোন দেশ থেকে বিধর্মী নাগরিকদের তাড়িয়ে দেয়া হয়েছে কিংবা তেমন কোন বিধান রয়েছে কিনা ? আর যদি তা না থেকে থাকে তবে অন্তত আমাদের রাসুলের বানী অনুযায়ী এই কথাও নাই যে বিধর্মী কোন দেশের প্রতি মুমিনদের ভালবাসা থাকতে পারে না যদিও সে ঐ দেশের নাগরিক হয়ও। চীন, ভারত, শ্রীলঙ্কা, আমেরিকা, লন্ডন পৃথিবীর কোন বিধর্মী দেশে দেখেছেন যে ওই দেশের মুসলমান মুমিন নাগরিকেরা ওই দেশ ত্যাগ করেছেন । তারা রয়েগেছেন শুধু মাত্র মাতৃভূমির টানে এবং এটা ঈমানের অঙ্গ বলেই নাহলেত আপনার কথা মত সারা পৃথিবী জুড়ে শুধু দেশ ত্যাগ চলত নাহলে ঈমান থাকবে কি করে এই ভেবে !!! ভাই আমাদের এই দেশে অনেক সুক্ষ ভাবে অনেক সঠিক হাদিসকে ভুল প্রমান করে এবং অনেক ভুল হাদিসকে সঠিক প্রমান করে ধর্ম ব্যাবসা চলছে শুধু মাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আর এটা তারা সম্ভব করতে পেরেছে একমাত্র এই দেশের মানুষ এখনো অধিকাংশ ধর্ম নিয়ে অজ্ঞ বলে আর অজ্ঞ হবেইনা বা কেন তারা অধিকাংশ শিক্ষিত নয়। গ্রামে গঞ্জে যেয়ে দেখবেন কি করে ইসলামের নামে ফতোয়া দিয়ে নির্বিচারে চলে অমানুষিক নির্যাতন আরে ভাই আর কি বলব যে দেশে ঈদ পালন নিয়ে বিতর্ক চলে দুই দল দুই ভাগ হয়ে দুই দিনে ঈদ পালন করে যা পৃথিবীর কোন দেশে হয়না এবং যা ইসলাম অনুমতি দেয় না সে দেশে আপনি এসেছেন হাদিসের ভুল আর শুদ্ধ প্রমান করতে। তাই বলি সব বাদ দিয়ে আগে নিজের দেশকে ভালবাসুন এবং এই ধর্ম নিয়ে যারা অতিমাত্রায় বাড়াবাড়ি করে তাদের পেছনের রহস্য আগে বুঝুন কারন স্বয়ং আল্লাহর নবী বলেছেন এবং নবী যা বলতেন সব আল্লাহর কথা বলতেন যে,

"ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এতদ্বিষয়ে সীমা লঙ্ঘনের কারণে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। মনে রেখো! তোমাদের সবাইকেই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। তাঁর কাছে এসব কথার জবাবদিহি করতে হবে। সাবধান, তোমরা আমার পরে পথভ্রষ্ট হয়ে যেয়ো না, খোদাদ্রোহী হয়ে পরস্পরে রক্তপাতে লিপ্ত হয়ো না।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

িনহাজ রিমন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
এইরকম একটা পোস্ট দরকার ছিল বর্তমান সময়ে।
পোস্টকে প্রিয়তে নিলাম ভাইজান।
নবীজির বিদায় হজের ভাষণ তুলে ধরার জন্য ধন্যবাদ।
কেমন আছেন?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আবার দেখা হল অনেকদিন পর। ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত ইসলাম অনুসারে চলার তৌফিক দান করুন আমিন।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

বোকা ডাকু বলেছেন: পোস্টটা কে কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন। আপনারা পারেনও মাহির ভাই।
সব কিছুতে ক্যাচাল না লাগালে কি হয় না? আমরা শুধু ক্যাচাল খুজতেই ওস্তাদ। খেয়াল করে দেখুন তো মুসলিম বাদে আর কোন জাতীতে এতটা ভেদাভেদ আছে? এতটা খোঁচাখুঁচি আছে?

আপনি জাল হাদিসের কথা বলেছেন কিন্তু আপনি নিজেই তো রেফারেন্স দেন নাই ! বলেছেন "(সকল রিজাল শাস্ত্রবিদ মুহাদ্দিস এটিকে জাল প্রমাণ করেছেন)" কিন্তু কই সে প্রমান?

খামোখা ক্যাচাল না লাগালে হয়না ? X(( X((

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার সাথে সহমত ভাই বোকা ডাকু সত্যি মুসলিম বাদে আর কোন জাতীতে এতটা ভেদাভেদ নাই। হিন্দু ধর্মে অনেক দেব দেবী আছে কিন্তু তারাও হয়ত এত খোঁচাখুঁচি করেনা। এইসবের কারন হয়ত ভাই একটাই , যে , কেয়ামতের লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

মাহির কাবির বলেছেন: desh k amra sobai valobashi...
vai,amio bhul bolte pari..
bhul manusheri hoi..

bhul hadis bolle gunah hoi..
bepar ta holo amra murkher deshe bas kori..
amdr prai sobar barite quran ase but koi jon ta khule pore..
sob jaigai gujamil..
jai hok vai page ta ami bookmarks kore rakhlam,jodi apni kunu sahih hadis e dalil ta pan tobe amake janaben please.amake reference dile amar ami mene nibo..
dhormo niye barabari nei..

amader new clas 9 10 er boi e halal haram nia naki bhul tottho dya ase ble sunsi

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমার মনে হয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিংবা তর্কে না জড়ানই ভাল কারন আল্লাহ জানেন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা বা জাল। আর আপনি কেন যে মহানবীর এই বিদায় হাজ্জের পোস্টে অনর্থক তর্ক করে পোস্টের মর্যাদা নষ্ট করছেন সেটা আমার বোধ দয় হচ্ছে না। আপনি যদি মনে করেন আপনি দেশকে ঈমানের একটি শাখা হিসাবে ভালবাসবেন না। তবে না বাসুন। তবে আমি ভালোবাসি এবং এটা আমার ঈমান বলেই মনে করি তাই ভাল হয় নিজেদের মধ্যে তর্ক না করে যার যার আমল নিয়ে থাকি আখিরাতে সব বিচার আল্লাহ করবেন সেটাই আমাদের কাম্য হওয়া উচিৎ সকলের তবে যারা ধর্ম নিয়ে ব্যাবসা করবে যারা ভণ্ড আসুন তাদের কে বয়কট করি কারন ইসলাম বলে যে আমরা যেন কাফের , মুসরিক ও মুনাফিকদের সাথে কোন রকম সম্পর্ক না রাখি। ধন্যবাদ।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

মাহির কাবির বলেছেন: ami ekhonw 9 10 NOI TIK SHIKKHAr boi paini tai post dite parini,insallah ekta boi jogar kore post dibo jodi sotti hoi..


@boka daku

gan orjoner jonne sudur chin desh porjonto jao eta naki hadis..

600 sale chin name kunu desh silo kina ek2 janaben....


valo thakben,ami blog e dhukle insallah ei post daily check krbo.

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই আমার সৌভাগ্য আপনি আমার এই পোষ্ট রোজ চেক করলে আমার পোস্টের হিট শুধু বাড়বেই কিন্তু আর কোন ফায়দা হয়ত হবে না কারন আমি আমার এই পোস্টে নতুন করে কিছু যুক্ত করবনা । তাই অনর্থক তর্কের জন্য এমন করা উচিৎ হবেনা তবে আমার ব্লগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ।

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

বোকা ডাকু বলেছেন: "bepar ta holo amra murkher deshe bas kori.."

এটার মানে কি ধরে নেবো যে আপ্নিও একটা মূর্খ ! নাকি তামাম মূর্খের মধ্যে একমাত্র আপনিই জ্ঞানি! কোনটা???

আপনি রেফারেন্স চাইছেন কিন্তু আপনি নিজেই তো রেফারেন্স দেন নাই! এটা বুঝি খুবই জ্ঞানি লোকের পরিচয়?

ওকে তাহলে শুনেন এইরকম জ্ঞানি গুণী লোকদের আমাদের দেশে দরকার নাই। যারা শুধু বিভেদ ছড়াতে ওস্তাদ, তারা ইচ্ছে হলে দেশ চলে যেতে পারে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই এমন একটা ধর্মীয় পোস্টে যে মানুষ ক্যাচাল করতে পারে সেটা জেনে খুব অবাক লাগছে। আরে ভাই কোনটা জাল আর কোনটা জাল না সেটা নিয়ে আলোচনা হবে বড় কোন আলেমের কাছে আমি , আপনি ইসলাম আর কতটুকুই জানি বলেন । শুধু যা শিখেছি তাই বলব আর যারা জ্ঞানি গুণী তাদের কাছ থেকে শিক্ষা নেব।

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

বোকা ডাকু বলেছেন: এখন একটাতে না পেরে আরেকটাতে যাচ্ছেন কেন? আগে স্বদেশ প্রেম নিয়ে যে জাল হাদিসের কথা বলেছেন সেটার প্রমান দিন। আপনার কথার স্বপক্ষের প্রমান না দিয়ে আবার জ্ঞান অর্জনের দিকে যাচ্ছেন কেন? তাহলে কি ধরে নেব আপনার কথার স্বপক্ষে আপনার নিজের কাছেই কোন প্রমান নেই তাই আপনি এখন কথা ঘোরাচ্ছেন? X(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই ধরেন কাল যদি কোন শায়েখ প্রমান করে যে মিরাজ বলে কিছু নাই (নাউজুবিল্লাহ ) আপনি কি সেটা মেনে নিবেন ? নিশ্চয় না কিন্তু যদি বলে যে সিগারেট খাওয়া হারাম তবে আমরা হয়ত মেনে নিব কারন প্রতিটা জিনিষের পেছনে যুক্তি এবং এর উদ্দেশ্য আমাদের বুঝতে হবে। এই জন্যই নবী বলেছেন,

"আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। যত দিন তোমরা সে কিতাব অবলম্বন করে চলবে, তোমরা পথভ্রষ্ট হবে না। আজ যারা এখানে উপস্থিত আছ, তারা আমার এসব পয়গাম অনুপস্থিতিদের কাছে পৌঁছে দেবে। হতে পারে উপস্থিত কারো কারো থেকে অনুপস্থিতি কেউ কেউ এর দ্বারা বেশি উপকৃত হবে।"

এখন কেউ সেটা বুঝেও অবুঝের মতন থাকলে কি আর করবেন !!!

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

মাহির কাবির বলেছেন: @boka daku
ek deshe 2ta eid keno hoi vai ?amio murkho..
jhogra korar kisu nai bhai..
ami reference chaic apni reference dite parle bolben,r na parleo bolben..
ami ei hadis ta somporke ekjn shayekh ki ask krSi,unar nam ABDULLAH HIL HADI..
r unar kothar por o ami onek ghataghati krSi..



sotto bolata jodi bived sorano hoi tobe mittha bolar theke bived soranoi valo..


BOLO SOTTO ASHIYASE R MITTHA BILUPTO HOYESE,R MITTHA TO BILUPTO HOWAR JONNEI..

surah isra-81

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

জী ভাই আপনি বলেছেন যে ,

BOLO SOTTO ASHIYASE R MITTHA BILUPTO HOYESE,R MITTHA TO BILUPTO HOWAR JONNEI..

surah isra-81

ভাই শানে নযুল আগে জানি এবং তাৎপর্য শিখে নেই তারপর কোন আয়াত কোথায় দিতে হয় সেটা প্রয়োগ করব কারন আমাদের মুসলমানদের করুন পরিনতির পেছনে এই কোরআন হাদিস না বুঝে এবং ভুল ব্যাখার সাথে জানা একটা মুল কারন। অনর্থক একজন মুসলমান হয়ে অন্য মুসলমানের সাথে ইসলাম নিয়ে তর্ক না করে পারলে কোন বিধর্মীর সাথে তর্ক করুন অনেক সওয়াব পাবেন। ধন্যবাদ আসসালামুয়ালাইকুম।

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

মো: শাহরিয়ার কবির ( রনি ) বলেছেন: @ বোকা ডাকু , আপনি কি ধরনের প্রমান চান !!


প্রশ্নটা করলাম । কারন আমি তাহলে আপনাকে সেই ভাবে তথ্য দেয়া চেষ্টা করব ।

বিস্তারিত এখানে লেখা কষ্টকর ব্যাপার । তারপরে ও এখানে শুধু বলি , ইমাম ইবন জাওযি আস-সাগানি, নাসিরুদ্দিন আলবানি একে জাল হাদিস বলে প্রমাণ করেছেন।


ধন্যবাদ ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই যেখানে আল্লাহর নবী এবং আল্লাহর প্রেরিত ফেরেশতার মধ্যে কোরানের বানী এসেছে পৃথিবীতে এবং নবীর মুখের কথা কি করে কেউ একজন জাল প্রমানের চেষ্টা করে আমার জানা নাই। কারন নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় জান তখন উনি অঝর ধারায় কেঁদে অনেকটা ভেঙে পরেছিলেন প্রিয় দেশকে ভালোবেসে তখন স্বয়ং আল্লাহ উনাকে সুসংবাদ দেন পুনরায় মক্কা বিজয়ের গৌরবের কথা এবং তিনি মক্কা বিজয়ের পর যেভাবে প্রিয় মাতৃভূমিতে ফিরতে পেরে আনন্দিত হয়েছিলেন সেটা দেশ প্রেমের একটা নজির এবং নবীর সব কিছু অনুসরন করাই সুন্নত। ভাই ভাল থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল অনেক। আশা করি এমন একটা পোস্টে তর্ক না করে আমাকে বাধিত করবেন। কারন ইসলাম নিয়ে তর্ক আমি করতে চাই না। আপনি আপনার এবং আমি আমার বিশ্বাস নিয়ে থাকি কারন আমরা উভয় আল্লাহ কে আমাদের স্রষ্টা মানি তাই আমাদের সত্য মিথ্যার ফয়সালা উনি করবেন।

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

বোকা ডাকু বলেছেন: কষ্টকর ব্যাপার হলেও লিখতে হবে ভাই। কারন এতে করে ফিতনা ফ্যাসাদ থেকে বাচা যাবে। যে জিনিসটা নিয়ে বিতর্ক সেতা সম্পর্কে যথেষ্ট প্রমান না নিয়ে এসে যদি সরাসরি জাল হাদি বলে দেয় তাহলে কি নিজেরই দুর্বলতা প্রকাশ পেল না! অথচ উনি বললেন উনাকে নাকি কোন শায়েখ বলেছেন। আরে ভাই শায়েখ বললেই হবে? যথেষ্ট শক্ত কোন যুক্তি লাগবে।

সিহাসিত্তার রচয়িতা কেও অথবা ইসলাম বিশারদ, আন্তর্জাতিক ভাবে সুপরিচিত কোন মুফাসসিরে কোরআন, এরকম কারো কাছ থেকে উদ্রিতি দিতে হবে। যেটা চেক করে দেখার সুযোগ আছে। লিঙ্ক সহ রেফারেন্স দিন। @ মো: শাহরিয়ার কবির ( রনি )

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ বোকা ডাকু ফিতনা ফ্যাসাদ কোন ক্রমেই কাম্য নয় একজন মুসলমান হিসাবে।

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

মো: শাহরিয়ার কবির ( রনি ) বলেছেন: @লেখক , আমরা ধারনা ইসলাম সম্র্পকে জানা অনেক কম আছে । তাই আপনার সাথে আর এই বিষয় নিয়ে কথা বলব না । আপনি আপনার মনের কথাগুলো ইসলাম বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন (আপনার মন্তব্য সম্র্পকে কথা বলছি পোষ্ট সম্র্পকে নয়)। আর এটাই আজকের ইসলামের এই বাজে অবস্থার জন্য দায়ী । আমরা না জেনে কিংবা অল্প জেনে সেটা এমন ভাবে প্রচার করি যার দ্বারা আরও ১০ জন বিভ্রান্ত হয়। আল্লাহ'তালা আপনাকে আমাকে সব ধরনের বিভ্রান্ত থেকে দুরে রাখুক আর শিক্ষার আলো ছড়িয়ে দিক ।

-------------
-------------
রাসুল (সঃ) বলেছেনঃ
“তোমরা আমার উপর মিথ্যারোপ করো না । কারন আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে ।” (সহীহ বুখারী , ৮০ পরিচ্ছদ ১০৭ নং হাদিস) ।

রাসুল (সঃ) বলেছেনঃ
“যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় “ । (সহীহ বুখারী , ৮০ পরিচ্ছদ ১১০ নং হাদিস) ।

------------
------------

ভাল থাকবে । শুভ কামনা রইল । ধন্যবাদ


২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার মত এত বড় ইসলাম বিশারদ কি করে যে এত সহজেই বলে ফেললেন আমার মন্তব্য মন গড়া এবং ইসলাম বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছি সেটা আমার বোধ গম্য হলনা। কাউকে কিছু বলার আগে নিজের অন্তরটাকে যাচাই করে নেবেন আশা করি আর সত্যি এই কারনেই আজকের ইসলামের এই বাজে অবস্থার জন্য দায়ী ।আপনার যদি দেশ প্রেম নিয়ে এত চুলকানি থাকে তাহলে কেন দেশে আছেন চলে যান যেই দেশে গেলে আপনার মতন এত বড় বড় পণ্ডিত পাবেন । আমি আমার দেশ প্রেম ঈমান নিয়ে থাকতে চাই আপনি আপনার দেশ প্রেম নিয়ে থাকুন আমরা দুজনেই আখিরাতে নিশ্চয় এর ফল পাব।

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

মো: শাহরিয়ার কবির ( রনি ) বলেছেন: @বোকা ডাকু ,

>>সিহাসিত্তার রচয়িতা কেও অথবা ইসলাম বিশারদ, আন্তর্জাতিক ভাবে সুপরিচিত কোন মুফাসসিরে কোরআন, এরকম কারো কাছ থেকে উদ্রিতি দিতে হবে। যেটা চেক করে দেখার সুযোগ আছে। >>

১. প্রথমে সেটা বললেন "সিহাসিত্তার রচয়িতা কেও" । আপনি কি আমাকে একটু কষ্ট করে জানাবেন "সিহাসিত্তার" কোন বই এ এই হাদিসটি আছে ??

শুধু সিহাসিত্তা নয় অন্য যেকোন মূল হাদিস বইয়ের রেফারেন্স দিলেও চলবে ।

প্রথম বলেন আপনি
২, ইসলাম বিশারদ
৩. আন্তর্জাতিক ভাবে সুপরিচিত কোন মুফাসসিরে কোরআন

বলতে আপনি কাকে কাকে বুঝেন ??

[ প্রশ্নটা এই কারনে করলাম কারন আপনি ইমাম ইবন জাওযি আস-সাগানি এবং নাসিরুদ্দিন আলবানি কে চিনতে পারেনি তাই ।]



ধন্যবাদ । ভাল থাকবেন । আল্লাহ'তালা যেন আমাদের সবাইকে সব সময় সরল পথে থাকার তৌফিক দান করেন - আমিন ।



২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই ধর্ম নিয়ে তর্ক করতে হলে আমাদের মতন এই অধমদের অনেক কিছু জানতে হবে তাই অল্প বিদ্যা ভয়ঙ্করি বলে যে কথাটা রয়েছে সেটা আরও প্রকট আঁকার ধারন করবে।

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

মো: শাহরিয়ার কবির ( রনি ) বলেছেন: @লেখক , আপনার মনে হয় বুঝতে ভূল হচ্ছে অথবা আমি জানাতে ব্যর্থ হয়েছি । আর তা হল আমি ""সহিহ হাদিস ""নিয়ে কথা বলেছি । কোন অবস্থায় "" বিশ্বাস "" নিয়ে কথা বলিনি । তারপর ও আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন আশারাখি ।


আপনার শেষ মন্তব্য কোন জবাব দেয়ার মতো আর ইচ্ছা আর । আপনি ভাল থাকবেন । শুভকামনা রইল । আল্লাহ'তালা যেন আমাদের সবাইকে সব সময় সরল পথে থাকার তৌফিক দান করেন - আমিন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও যদি আমার কোন কথা দ্বারা আপনার মনে আঘাত দিয়ে থাকি ক্ষমা করে দেবেন আশা করি আমাকে আখিরাতে দ্বায়বদ্ধ করে রাখবেন না।

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

আফিফা মারজানা বলেছেন: দারুণ লিখেছেন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ আপু।

২৮| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই এই অসাধারণ বিষয়বস্তুর পোস্টটা কমেন্ট সহ তাড়িয়ে তাড়িয়ে পড়ব। আরাম করে পড়ব। পর্যবেক্ষণে নিলাম।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক অনেক অনেক ধন্যবাদ লিসানি ভাই।

২৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: আজকের ধর্মান্ধদের জন্য খুব বেশি প্রয়োজনীয় পাঠ্য?????????????

অথচ আমি তো দেখি , এটা আমাদের প্রত্যেকেরই দরকার।

দ্বীনের জন্য আমরা কথা বলব নিজে শিখার জন্য ও মানার জন্ন।অন্নের হিদায়াত উদ্দেশ্য হলে আমাদের সব কথা আমাদের জন্য কোন ফল বয়ে আনবে না।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ।

৩০| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০

ফারজানা শিরিন বলেছেন: স্মরণ রেখো! (১) কখনো শিরক করো না, (২) অন্যায়ভাবে নরহত্যা করো না, (৩) অন্যের সম্পদ আত্মসাৎ করো না, (৪) কখনো ব্যভিচারে লিপ্ত হয়ো না। সাবধান, কারো অসম্মতিতে তার সামান্য সম্পদও গ্রহণ করো না। জুলুম করো না। জুলুম করো না! কোনো মানুষের ওপর জুলুম করো না।"

ভাইয়া । ঃ)

০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ

৩১| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২৫

বাঘ মামা বলেছেন: আপনি বহুমাত্রীক ব্লগার,ব্লগার মুলত যাকে বলে থাকে।সমাজে সৃষ্ট সকল বিষয়ের প্রতি সজাগ থাকা এবং সম সাময়িক বিষয় গুলো তুলে আনা একজন সচেতন নাগরিক তথা একজন সফল ব্লগার হিসেবেই পরিচিত করে।আপনার প্রতি থাকলো পুর্ন সমর্থণ।


খুব গুরুত্ব পুর্ন একটা দিক এই বিদায় হজ্বের নবীজির ভাষণ।প্রতিটা মুসলিম এই ভাষণকে অনুসরণ করলে মুসলিমদের মধ্যে আমাদের মধ্য কোন মতভেদ থাকতোনা,দুঃখের বিষয় হলো যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তারাই এসব সমাধান গুলোকে আড়াল করে রাখেন নিজেদে সার্থে।

আমি মনে করি হাদিস নিয়ে মতভেদের কারণ হলো ওখানে এমন অনেক গুলো বিষয় আছে যা সেই সময়কার অবস্থার উপর বিচার।
বিদায় হাজ্বের ভাষণ হলো নবীজির গোটা জীবনে ঘটে যাওয়া সকল সমস্যা সমাধান নিয়ে একটা বিশেষ বিশ্লেষণ যা পুরো মুসলিম এবং মানব জাতীর জন্য অন্তকাল সমাধাণ।

যতদিন সকল মুসলিম এই ভাষণের প্রতি পুর্ন আস্থা না আনবে ততদিন ইসলাম ধর্মের মতভেদ যাবেনা, বরং একেকটা হাদিস কে আলাদা ভাবে তুলে এনে একটা একটা করে মত সৃষ্টি হবে,সৃষ্টি হবে নতুন নতুন ইসলামি দল মত।

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন।আমীন

শুভ কামনা কান্ডারি আপনার জন্য

৩০ শে জুন, ২০১৩ রাত ১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
বাঘ মামা আসলে আপনার এমন একটি মন্তব্যের পর আর কিছু বলার থাকেনা। আমার ব্লগিং এর অনেক ত্রুটি আছে আমি জানি। তবে আজকে আপনাকে কথা দিচ্ছি যে আজ হতে আমার সকল প্রকার ত্রুটি কাটিয়ে উঠে একজন দায়িত্বশীল ব্লগার হওয়ার চেষ্টা করব এবং আপনার এই মন্তব্যটিকে আমার ব্লগিং এর একটি মাইলফলক পাথেও হিসেবে চিরদিন স্মরন করে রাখব।

আপনার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা বোধের কোন ভাষা আমার এই মুহূর্তে প্রকাশ করার মত নেই।

দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন।

৩২| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

দি সুফি বলেছেন: বিদায় হজ্বের ভাষণ প্রতিটা মানুষের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করুন।
কমেন্টে দেখলাম বেশকিছু মতবিরোধ আসছে।
দেশপ্রেম ঈমানের অঙ্গ - এমন কোন হাদীস আসলেই নেই। এখানে দেখুন সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছেঃ Click This Link

আর একটা জিনিস, দেশ বিভাজন সম্পর্কে কিন্তু কুরআন বা হাদীসে কিছু নেই। মক্কা, মদীনা, জেরুজালেম, তায়ীফের নাম থাকলেও সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এভাবে নেই।

৩০ শে জুন, ২০১৩ রাত ১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ সুফি ভাই। আমার একটি পুরাতন পোস্টে মন্তব্য পেয়ে ভীষণ খুসি লাগছে। তাই কোন দন্দে যেতে চাচ্ছিনা।

৩৩| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৭

সামুরাই০০৮ বলেছেন: ভাই পোস্টটার জন্য+++++++++। কাটাবনে জাল হাদিস নামে ২-৩ টা বই পাওয়া যায়। পড়ে দেখবেন।

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। পড়ে দেখব অবশ্যই।

৩৪| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:১৫

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর সুখ পাঠ্য পোষ্ট , তবে মন্তব্য হাদিস নিয়ে ক্যাচাল পড়ে মন কিছুটা খারাপ হয় বৈকি !!!!

আমার মনে হয় জাল হাদিসের ব্যাপারে কুতর্কে না জড়িয়ে মুহাদ্দিসদের রেফারেন্স ব্যাবহার করা উচিৎ আর জাল হাদিসের আবেদন যত মায়াবী বা আকর্ষনিয়ই হোক না কেন মুহাদ্দিস দের জ্ঞান কে প্রশ্ন করা বোকামি হবে, এবং জাল হাদিস অবশ্যই পরিত্যাজ্য !!!

এই পোষ্টে যদিয় ধর্মান্ধদের অপছন্দ করা হয়েছে তবুয় বলি আমি কিন্তু ধর্মান্ধ এবং এজন্যই আমি চরম মধ্যমপন্থি !!

১২ ই মে, ২০১৪ রাত ৯:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


মুদ্‌দাকির ভাই জাল হাদিসের ব্যাপারে আপনার সাথে সহমত তবে ইসলাম কখনও অন্ধ হয়ে যাওয়ার জন্য নয় বরং আমাদের প্রিয় নবীজি বলেছেন জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যেতে। এই একটি কথাতেই প্রমান হয় যে আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিচার বিশ্লেষণ করে দেখার ক্ষমতা দিয়েছেন অতএব আপনি আপনার জ্ঞান ব্যবহার করুন। এই কারনেই আজও ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় আছে যেন তা থেকে আমরা শিক্ষা গ্রহন করতে পারি। তবে মধ্যমপন্থী থাকার সমস্যাও রয়েছে। আপনাকে আল্লাহর সব কিছুতে বিশ্বাস করতে হবে যদি আপনি ইমানদার হন।

শুভেচ্ছা রইল।

৩৫| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এই ধরণের পোস্ট গুলো রিপোস্ট করলে ভালো হতো। আপনার এই পোস্টটি আগে পড়িনি । বাঘ মামার প্রিয় লিস্ট থেকে এই পোস্ট পড়লাম। চমৎকার পোস্ট।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


রিপোস্ট করাটাকে আমি আসলে পছন্দ করিনা। ব্লগ আছেইতো এগুলো সংগৃহীত থাকার জন্য।

তবে খুব প্রিয় একজন ব্লগারের কাছ থেকে এত পুরানো একটি পোস্টে মন্তব্য পেয়ে ভীষণ ভাল লাগল।

কেমন আছেন ? এখন ব্লগে খুব একটা দেখিনা আপনাকে।

৩৬| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ভালো পোষ্ট!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম ! এতদিন পরে এই ভাইয়ের কথা মনে হইল আপনার :(

৩৭| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না এই পোষ্টটা আমি দেখি নাই। দেখলাম বিথী কমেন্ট করল, তার সূত্র ধরে এসেই দেখি আপনি লিখেছেন। খুশি হলাম, এই ধরনের চমৎকার একটা পোষ্ট আপনি দিয়েছেন দেখে।

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


তাইলে আর আপনারে থেঙ্কু দিয়ে কোন লাভ নেই। থেঙ্কু দিলাম বীথি আপুকে। আল্লাহ বীথি আপুরে সব সময় ভাল রাখুক। আমিন।

৩৮| ০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৬

শেখ মিজান বলেছেন: মুফতি ফরিদ মাসুদ সম্প্রতি একটি গুরুত্বপুর্ন কথা বলেছেন।
মৃত্যু শয্যায় প্রদেয় পিতার আদেশ, মহানবীর বিদায় হজের ভাষণ দুটি বিষয় একজন মানুষ সর্বশ্রেষ্ঠ শিক্ষা।

কেউ যদি বিদায় হজ্জের ভাষণ অবজ্ঞা করেন বা এর উক্তির ব্যস্তয় ঘটনা, তবে তাকে মুসলিম বলতে নারাজ মুফতি মাসুদ।

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.