![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
দুইদিন আগে আমার এলাকার একজন শ্রদ্ধেয় বড় ভাই এর সাথে রাতে চায়ের দোকানে চা পান করতে করতে কিছু কথা হল। বলে রাখি উনি খুবই শিক্ষিত একজন মানুষ তবে উনি ইন্টারনেটের ফেসবুক এবং ব্লগ সম্পর্কে ততটা জানেন না। কারন উনার শুধুমাত্র একটা মেইল একাউনট আছে যা দিয়ে উনি বিদেশে বসবাসরত উনার এক ভাইয়ের সাথে প্রয়োজনীয় কিছু মেইল আদান প্রদান ছাড়া আর কিছুই করেন না। আর সেই মেইল আইডি আমিই তাকে খুলে দিয়েছিলাম। এখনো কোন সমস্যায় পড়লে আমিই দেখিয়ে দেই। যাই হোক উনি আমাকে বললেন যে আমি ব্লগিং বা ব্লগার অথবা সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে কিছু জানি কিনা ? যখন তিনি সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে জানতে চাইলেন আমার মস্তিষ্কে তড়িৎ খেলে গেল বর্তমান কিছু অপপ্রচার মূলক সংবাদের কথা তাই আমি কিছুটা চালাকি করেই বললাম যে না ভাই আমি এই ব্লগার কিংবা সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে কিছুই জানিনা। তখন তিনি খুব আশ্চর্য হয়ে বললেন আপনি কম্পিউটার জানা একজন মানুষ হয়ে ব্লগ, ব্লগার কিংবা সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে কিছুই জানেন না। আপনি কি পত্রিকা পড়েন না কিংবা দেশের কোন খবর রাখেন না। আমি বললাম নারে ভাই এত সময় কোথায় । উনি আমাকে তখন ব্লগারের সংজ্ঞা বোঝালেন। ব্লগার মানে হল নাস্তিক এবং ব্লগিং মানে নাকি নাস্তিকতা । তারপর বললেন কেন আপনি সামহোয়্যার ইন ব্লগ সম্পর্কে কিছুই জানেন না। আমি আবারো বললাম না ভাই জানিনা। তারপর উনি সেই ব্লগার মালালা কেন গুলি খেল থেকে শুরু করে আমাদের ব্লগার থাবা_বাবা রাজীব পর্যন্ত উদাহরন টেনে অনেক কিছু বোঝালেন ব্লগার সম্পর্কে। আমি সব শুনে স্তব্ধ হয়ে গেলাম। সেই বড় ভাইয়ের সাথে চায়ের দোকানের মামাও আমাকে ঠিক তাই শুনিয়ে দিল।
আমি সব শোনার পর বললাম ভাই আপনি আমাকে অনেকদিন ধরেই চিনেন আচ্ছা বলেন দেখি আমি কি নাস্তিক? উনি বললেন আরে ভাই আপনি নাস্তিক হতে যাবেন কেন ! আপনাকে আমি প্রায়ই দেখি আপনি মসজিদে যেয়ে নামাজ আদায় করেন। আপনি কেন নাস্তিক হতে যাবেন? আমি তখন বললাম ভাই আপনি যদি মনে করেন যে আমি নাস্তিক নই তবে বলছি শুনেন আমি একজন ব্লগার এবং আমি নিয়মিত সামহোয়্যার ইন ব্লগ এর একজন ব্লগার এবং পাঠক। তাহলে বলুন দেখি এবার ব্লগার মানে নাস্তিক এটা কি করে সম্ভব । ভাই চুপ করে রইলেন সাথে দোকানের মামাও আমার মুখের দিকে তাকিয়ে হা করে রইলেন। তারপর আমি উনাকে সামহোয়্যার ইন ব্লগ এর ঠিকানা দিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম যে এই ব্লগিং হচ্ছে নাগরিক সাংবাদিকতা যা শুধু অনলাইনে এখন সীমাবদ্ধ নয় বরং তারা এখন মানুষ এবং দেশের মঙ্গলের জন্য ভার্চুয়াল জগত ছেড়ে রাজপথে নেমেছে নেটে বসে ব্লগিং করার পাশাপাশি। আমি তার কাছে ফেসবুক সম্পর্কে জানতে চাইলে উনি বলেন সেটা একটা সামাজিক যোগাযোগের মাধ্যম আমি তখন বললাম এই ব্লগ অথবা বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় ও জনপ্রিয় এই সামহোয়্যার ইন ব্লগ একধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম বা সাংবাদিকতা যেখানে মানুষ তার বাক দায়ীত্তশীলতার মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং শিল্প সাহিত্য চর্চার এক অন্যতম আধুনিক ব্যবস্থা। তবে ধরুন ফেসবুকে যদি কেউ মিথ্যাচার করে অথবা নাস্তিকতা, আস্তিকতা, রাজনৈতিক , অর্থনীতিক অথবা অশ্লীল কিছু শেয়ার করে তবে কি আপনি তার জন্য সমগ্র ফেসবুক ব্যাবহারকারীকে এবং ফেসবুককে দায়ী করে দোষারোপ করবেন । ভাই বলল না তা কেন হবে! আমি বললাম আর তাই যদি না হয় তবে আজকে কেন এই সামহোয়্যার ইন ব্লগ কে মিছে দোষারোপ করা হচ্ছে বলুন দেখি ভাই যেখানে এই ব্লগে প্রতিটি পোষ্ট এবং মন্তব্য মডারেটর প্যানেল দিয়ে সম্পাদনা করা হয় । আর যেহেতু এই ব্লগ একটি প্রি- মডারেশন নয় পোষ্ট মডারেশন ব্লগ তাই এর কিছু সীমাবদ্ধতা রয়েছে যেখানে প্রায় লাখ খানেক ব্লগার এবং প্রতিদিন পোষ্ট হয় হাজারের উপরে সেখানে কিছু পোষ্ট সম্পাদনায় ভুল থাকতেই পারে যেহেতু ব্লগটিতে পোষ্ট হয় দিনের চব্বিশ ঘণ্টা জুড়েই। যাই হোক ভাই হয়ত আমার লম্বা ভাষণ শুনতে পছন্দ করলেন না তাই বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু আমাকে অবাক করে দিয়ে তার দুই দিন পর আমাকে ডেকে ক্ষমা চাইলেন এবং বললেন উনি আমার দেয়া ঠিকানা অনুযায়ী সামহোয়্যার ইন ব্লগ পড়ে দেখেছেন এবং উনার ধারনা পাল্টে গেছে এখন হতে উনি নাকি নিয়মিত এই ব্লগ পড়বেন। আমি উনাকে একটা ধন্যবাদ দিয়ে ব্লগে স্বাগতম জানালাম।
এইবার আরেকটি ছোট ঘটনা বলি। আমার বাসায় আমার ছেলেকে আরবি শেখাতে আমাদের এলাকার মসজিদের হুজুর আসেন। উনি আমাকে ঠিক একই ধরনের কিছু কথা শোনালেন কারন উনি জানেন যে আমি একজন ব্লগার কিছু সামাজিক কাজের সাথে জড়িত আছি । বিশেষ করে সামহোয়্যার ইন এই ব্লগে প্রচারিত সেই ছোট সোনা রুশান এর চিকিৎসার জন্য এখনো আমাদের কাজ করে যাওয়া সেই কাজের একটা ব্যানার এবং আমাদের ধর্ষণ বিরোধী আন্দোলনের একটা ব্যানার এবং ব্লগডে পালনের কয়েকটা পোস্টার, বিজয় দিবস পালনের একটা পোস্টার ও একটাই দাবী রাজাকারের ফাঁসি লেখা কিছু শ্লোগানের পোস্টার আমার বাসায় এখনো শোভা পাচ্ছে। সেটা আমার বাসায় হুজুর দেখেছেন এবং তাই তার মন্তব্য তিনি সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখে জানিয়েছেন। আমি তখন হুজুর কে আমার কম্পিউটার ছেড়ে সামহোয়্যার ইন ব্লগ এর পেজ খুলে পড়ালাম । দেখলাম হুজুরের পূর্বে করা মন্তব্য উনি উঠিয়ে নিলেন । তবে উনি কিছুটা দ্বিধায় পরলেন সাম্প্রতিক কিছু ঘটনার কারনে। আমি বললাম হুজুর ধরুন একটা এলাকায় ১০০ জন মানুষের মধ্যে যদি ৫ জন মানুষ খারাপ হয় তবে কি ওই ৫ জন মানুষের জন্য আপনি বাকি মানুষ এবং ওই এলাকাটাকে খারাপ বলতে পারেন ? উনি বললেন না তবে যদি উল্টোটা হয় তবে এলাকার মানুষ খারাপ বলা যেতে পারে কিন্তু একটা এলাকা খারাপ নয় কারন আল্লাহর জমিনে সবই পবিত্র এবং তার সৃষ্টিকে খারাপ বলা যেতে পারেনা সবই মানুষের মাঝে শয়তানের কুমন্ত্রণা। তবে হুজুরের ব্লগার এবং ব্লগ সম্পর্কে ধারনা হয়ত আমি বদলে দিতে পেরেছি। তাই বলি ব্লগকে সমালোচিত না করে কোন ব্লগারের দেয়া পোষ্ট কে সমালোচনা করুন সেটাই একজন প্রকৃত শিক্ষিত এবং দায়ীত্তশীল ব্লগারের মত কাজ হবে।
তাই বলতে চাই আমাদের কারো দ্বারা যেন আর ব্লগ এবং সামহোয়্যার ইন ব্লগ নিয়ে কোন আজেবাজে কথা না ছড়াতে পারে আমরা সবাই যেন সেই ব্যাপারে সচেষ্ট হই এবং যে কোন প্রকার অপপ্রচার, মিথ্যাচার এবং নোংরামী এড়িয়ে চলি। কারন বাক স্বাধীনতার পাশাপাশি আছে বাক দায়ীত্তশীলতা। আমরা যেন একজন ব্লগার হিসাবে সেই জায়গা থেকে সড়ে না এসে আমাদের নিজেদের ব্লগার পরিচয়টাকে সকল বিতর্কের বাইরে রাখতে সচেষ্ট হই। ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ এবং এই ব্লগের সকল প্রিয় সহব্লগারগণকে। অনেক অনেক অনেক শুভ কামনা রইল সকলের প্রতি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
চলুন নিজ নিজ অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ত পালন করে যাই।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২
একজনা বলেছেন: ভাল লাগল আপনার পদক্ষেপ সেইসাথে পোষ্টও।
ভাল থাকবেন সবসময়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
একটু সচেতনতাই আমাদের সকল বিষয়ের জন্য মঙ্গল বয়ে আনতে পারে। ধন্যবাদ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
একজন আরমান বলেছেন:
ভাল বুঝিয়েছেন।
এখন অনেকেই মনে করছেন যে ব্লগার মানেই নাস্তিক !
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরাই পারি যে যার অবস্থান থেকে আমাদের পরিচয়টাকে সুন্দর ভাবে উপস্থাপন করতে।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
s r jony বলেছেন: ব্লগার একটি ইংরেজি শব্দ, যার অর্থ নাস্তিক
।
এইছিল আমার এলাকার চায়ের দোকানের পিচ্চির ধারনা।
তাই আমি ও আমার ছোট ভাই আজ থেকে ল্যাপটপ নিয়ে চায়ের দোকানে ক্যাম্পিং করতাছি। ব্লগ চিনাচ্ছি সবাইকে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
জনি ভাই প্রয়োজন হলে তাই করতে হবে না হলে আর ব্লগার কিসের।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার পদক্ষেপ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মুবিন ভাই।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
একজন আরমান বলেছেন:
s r jony বলেছেন: ব্লগার একটি ইংরেজি শব্দ, যার অর্থ নাস্তিক
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তুমি হাস না !!!
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
আশিক মাসুম বলেছেন: তাই বলতে চাই আমাদের কারো দ্বারা যেন আর ব্লগ এবং সামহোয়্যার ইন ব্লগ নিয়ে কোন আজেবাজে কথা না ছড়াতে পারে আমরা সবাই যেন সেই ব্যাপারে সচেষ্ট হই এবং যে কোন প্রকার অপপ্রচার, মিথ্যাচার এবং নোংরামী এড়িয়ে চলি।
সহমত।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আশিক ভাই ধন্যবাদ মাসুম ভাই।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
আশিক মাসুম বলেছেন: s r jony বলেছেন: ব্লগার একটি ইংরেজি শব্দ, যার অর্থ নাস্তিক
হাসতেই আছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আবার হাসে !!!
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ব্লগ, ব্লগিং আর সামু নিয়ে বিভ্রান্তি দূর করতে নিজ নিজ জায়গা থেকে আমাদের ক্যাম্পেইনিং চলছে, চলবে...
কিন্তু কিছু বুড়া গোঁয়ার আছে... মাথা নিরেট!!.. পুরাই পেইন...
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু কিছু বুড়া গোঁয়ার আছে... মাথা নিরেট!!.. পুরাই পেইন...
হা হা হা তারপরও চেষ্টা চালিয়ে যাওয়া দরকার।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪
মনসুর-উল-হাকিম বলেছেন: চমৎকার সুন্দর লিখেছেন।
আসলে, বল্গিংকে আরো উন্নত ও ইতিবাচক মাধ্যম করার লক্ষে - 'সামাজিক মিথস্ক্রিয়া', 'তথ্য-এর অধিকার/ অপব্যবহার' আর 'সম্মানজনক সহঅবস্থান' এই তিনটি বিষয়ে সবাইকে আরো জানতে হবে, বুঝতে হবে, সচেতন হতে হবে|
শুভেচ্ছান্তে ধন্যবাদ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ, সুন্দর কিছু কথা বলেছেন।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
আজমল হক (আজম) বলেছেন: pls read
Click This Link
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
পড়লাম।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
এম হুসাইন বলেছেন: আশিক মাসুম বলেছেন: s r jony বলেছেন: ব্লগার একটি ইংরেজি শব্দ, যার অর্থ নাস্তিক
বি নু দ ন
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এর নাম জনি ভাই, ছোট্ট কথায় অনেক কথা বলেফেলা।
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
রুদ্র মানব বলেছেন: কথাগুলোর সাথে সহমত । আমার এক ভাই ও তার বাসায় সমস্যায় পড়েছেন । তার বাসায় এক্সেদিন জানলেন যে উনি ব্লগে লেখেন ব্লগার , সেদিন থেকেই তাকে সন্দেহ করা হচ্ছে উনি নাস্তিক হয়ে গেলেন নাকি ।
এসব অপপ্রচারের বিরদ্ধে প্রতিরোধের সময় এখনই , মিথ্যাচার এখনই বন্ধ করতে হবে ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
এসব অপপ্রচারের বিরদ্ধে প্রতিরোধের সময় এখনই , মিথ্যাচার এখনই বন্ধ করতে হবে । সহমত।
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
পিয়ার আহসান বলেছেন: বাক স্বাধীনতার পাশাপাশি আছে বাক দায়ীত্তশীলতা। আমরা যেন একজন ব্লগার হিসাবে সেই জায়গা থেকে সড়ে না এসে আমাদের নিজেদের ব্লগার পরিচয়টাকে সকল বিতর্কের বাইরে রাখতে সচেষ্ট হই। --- স হ ম ত
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
চলুন নিজ নিজ অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ত পালন করে যাই।
১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
শের শায়রী বলেছেন: ভাই এভাবে যদি আমরা সবাই আমদের নিজের অবস্থান থেকে আজ্ঞতা দূর করতে এগিয়ে আসি তবে ব্লগারদের নিয়ে আপপ্রচার বেশীদূর যেতে পারবে না
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত ভাই।
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
সফদার ডাকটার বলেছেন: Click This Link
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
পড়লাম।
১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
মিথুন-১ বলেছেন: লেখাটা ভাল লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
অন্য কোনো ব্লগ সম্পর্কে জানিনা-কারন সামহ্যোয়ারইন ভিন্ন অন্য কোনো ব্লগে আজ ঢোকা হয়নি। সামু ব্লগে সব সময়ই কিছু কিছু বিষয় নিয়ে বিতর্ক ছিল-যা সব সময়ই ব্লগারদের মধ্যে সীমাবদ্ধ থাকত। এখন মিডিয়ার কল্যাণে ব্লগারদের সম্পর্কে একটা নেতিবাচক ধারনা জন্মেছে সত্য। তার জন্য দায়ী কিন্তু মডারেটর-স্পেশালী বর্তমান মডারেটর এবং তার একটা সিন্ডিকেট)। যদি মডারেটরের পক্ষপাত মুলক মডারেশন না চলতো-তাহলে কতিপয় ব্লগার সামুতে ধর্ম বিদ্বেসী লেখা লিখতে পারতোনা। আমরা সাধারন ব্লগারগন যখনই গালিবাজ ধর্ম বিদ্বেসী ব্লগারদের লেখার প্রতিবাদ করেছি-তখনই মডারেটর নির্দয় ভাবে প্রতিবাদকারীদেরই বিভিন্ন রকমের শাস্তি দিয়েছে-ফলে ধর্ম বিদ্বেসী গালিবাজ ব্লগাররেরা আরো বেশী বেপরোয়া হয়ে, উতসাহিত হয়ে ধর্মানূভুতিতে উপর্যুপরি আঁঘাত হেনেই গিয়েছে-এখন তারই খেশারত দিচ্ছে সকল ব্লগারগন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি একজন সাধারন ব্লগার। যেহেতু সামহ্যোয়ার ইন ব্লগে আমার জন্ম তাই এই ব্লগ নিয়ে লিখেছি। কিন্তু বাংলাদেশে প্রচলিত অন্যান্য ব্লগের ব্লগারদের একই ভাবে সচেতন থাকা জরুরী। আমরা ব্লগার তাই আমাদের সচেতন থাকতে হবে সকল ধরনের অপপ্রচারের বিরুদ্ধে।
দেখুন আমার মডারেটর সম্পর্কে জানা নাই। সিন্ডিকেট হয়ত চলে কিন্তু মডারেটর সিন্ডিকেট থাকতে পারে সেটা জেনে খুবই অবাক হলাম। আপনার এই অভিযোগটি যদি সত্যি হয়ে থাকে আমার মনে হয় আপনি যদি সামহ্যোয়ার ইন ব্লগ কর্তৃপক্ষকে জানাতেন তবে ভাল হত অথবা যদি না জানিয়ে থাকেন তবে জানিয়ে দিন। নতুবা অন্যরা আপনার এই কথাগুলোকেও হয়ত তুলে ধরে অপপ্রচার চালাবে। আমাদের সকল ব্লগারদের তাই নিজেদের স্বার্থে সচেতন ভাবেই ব্লগ প্লাটফর্ম ভেদাভেদ না করে যার যার অবস্থানে থেকে ব্লগিংকে আরও সুন্দর ও গঠনমূলক করে তোলা উচিৎ। অযথা কাঁদা ছোড়া ছুড়ি না করে কোন সাজেশন থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানান এবং পাশাপাশি ব্লগে গালিগালাজ না করে গঠন মূলক ভাবে দায়িত্তহীন পোস্টের সমালোচনা করা।
১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
ফারজুল আরেফিন বলেছেন: নিম্ন মানের কিছু চুলকানিওয়ালা নাস্তিক ইসলাম ধর্মকে কটাক্ষ করে পোস্ট দিলেও জামাই আদরে সেগুলো লালন-পালন করা হয়েছে। হনুলাল পোস্টের কারণে নাস্তিকরা এমনিতেই আমার উপর ক্ষ্যাপে রয়েছে তাই কিছু বলতে চাই না।
+++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
দুঃখজনক তবে ভাইয়া আপনি যদি নীরব থাকেন তবে আমার মতন ব্লগারেরা আশাহত হয়ে যাবে। সেটা আরও বেশী দুঃখজনক হবে ব্লগারদের জন্য।
১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
শান্তা273 বলেছেন: তাই বলতে চাই আমাদের কারো দ্বারা যেন আর ব্লগ এবং সামহোয়্যার ইন ব্লগ নিয়ে কোন আজেবাজে কথা না ছড়াতে পারে আমরা সবাই যেন সেই ব্যাপারে সচেষ্ট হই এবং যে কোন প্রকার অপপ্রচার, মিথ্যাচার এবং নোংরামী এড়িয়ে চলি। কারন বাক স্বাধীনতার পাশাপাশি আছে বাক দায়ীত্তশীলতা
সহমত।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
চলুন নিজ নিজ অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ত পালন করে যাই।
২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
একটু স্বপ্ন বলেছেন:
উল্লেখিত ঘটনা দুটোর মত পরিস্থিতি কিন্তু কম-বেশী পুরো দেশ জুড়েই রয়েছে। সে অর্থে স্বাধীনতা বিরোধীরা বেশ সফল। তারা ব্লগার মানেই নাস্তিক এটা প্রচার শুরু করে। তাদের দাবী অনুযায়ীতো সোনার বাংলা সহ সব ব্লগে জামাত-শিবিরের কয়েক হাজার ব্লগারও নাস্তিক গেল।
ভাই, আপনার মত করে আমরা যেন সবাই মিলে এক লক্ষ্যে পৌঁছতে পারি এটাই হোক প্রত্যাশা।
ভাল হোক।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
পাশে পাবেন সবসময়।
২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
আমিনুর রহমান বলেছেন: এইভাবেই আমাদের সকলকে নিজ নিজ অবস্থানে থেকে অন্যেদের ভ্রান্ত ধারনাগুলো দূর করতে হবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আমিনুর ভাই, চেষ্টা করছি ভাল কিছু করার নিজ দায়িত্তবোধ থেকেই।
২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: শিরোনামে মাইনাস। এই কথন অপ্রাসঙ্গিক হবে কেন? এটাই তো সব চে প্রার্থিত এবং প্রাসংগিক প্রসংগ !!
আপনি যে দায় বদ্ধতা থেকে কিম্বা সামুর প্রতি ভালবাসা থেকে এ কাজ টা করলেন, তা যদি সবার থাকতো, তাহলে সামুকে আজ এত হুমকির মুখে পড়তে হোত না। আর আজ প্রমান করা লাগতো না, আমি ব্লগার হলেও আস্তিক।
চমৎকার কাজ, চমৎকার লেখা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমি সাধারন একজন ব্লগার হিসেবে ভেবেছি আমার কথাগুলো হয়ত অপ্রাসঙ্গিক তবু বলা দরকার তাই এমন ভাবেই শিরোনাম দিয়েছি।
শুধু ব্লগার নয় সামু এবং ব্লগার এই দুয়ে মিলে ব্লগারদের উপর চালান এমন অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
বাংলার হাসান বলেছেন: ভাই আপনি আমি যদি এমন করে নিজ নিজ অবস্থান থেকে আশে-পাশের মানুষদের প্রকৃত বিষয়টা বুঝিয়ে বলে আশা করা যায় ভাল ফল আসবে। কিন্তু গন জাগরন মঞ্চের থথাকথিত ব্লগার নেতারা যদি হাক্বানী আলেমদের সাথে বসে এই বিষয়টা বুঝিয়ে বলতো তাহলে আজ এমন খারাপ ধারনা তৈরী হতো না।